নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

আসুন স্ট্রোক সর্ম্পকে সহজে জানি। নিজে বাচিঁ ও অন্যকে বাচাঁনোর চেষ্টা করি।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০


বর্তমানে STROKE (স্ট্রোক) এর মাধ্যমে আমাদের সমাজে অনেকে খুব অল্প বয়সে মারা যাচ্ছে। তাই আমাদের যদি কিছু ব্যাপারে জানা থাকে তাহলে হয়তো STROKE (স্ট্রোক) নামক মরণ সমস্যা থেকে কাউকে না কাউকে তার জীবন ফিরে পেতে পারে। তাহলে আসুন STROKE (স্ট্রোক) সম্পর্কে কিছু গুরুত্বপূর্ন বিষয় জানি।

স্ট্রোক চেনার লক্ষণ: অনেকে আছে যারা STROKE (স্ট্রোক) করার পরও বুঝতে পারেনা কিন্তু ধীরে ধীরে ২-৩ ঘন্টা পর প্রভাবিত হয় ও দীর্ঘ সময় সঠিক চিকিৎসা না পাওয়ার জন্য মারা যেতে পারে। STROKE (স্ট্রোক) হওয়া ব্যাক্তি চেনার উপায়:
১। হাত-পা অবশ বা মুখ বাঁকা হয়ে যাওয়া
২। কথা জড়িয়ে যাওয়া
৩। মাথা ঘোরা ও মাথা ব্যথা
৪। হঠাৎ চোখে সমস্যা হওয়া
৫। কন্ঠস্বর বের না হওয়া
৬। হঠাৎ করে কোন কিছু ভুলে যাওয়া।

করণীয়: মনে রাখুন শব্দটির প্রথম ৩টি অক্ষরঃ S, T এবং R. আমরা সবাই-ই যদি এই ছোট্ট সাধারণ সণাক্তকরণ উপায়টা শিখে ফেলি, তবে হয়তো আমরা স্ট্রোকের ভয়ংকর অভিজ্ঞতা থেকে আমাদের প্রিয়জনদের রক্ষা করতে পারবো। STROKE (স্ট্রোক) হয়েছে এমন কিছু বুঝতে পারলে সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ
S – Smile রোগীকে হাসতে বলুন।
T – Talk রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।
R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।

সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, বা অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান।

এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন। (রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)

মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর মস্তিষ্কে যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উপকারী প্রেক্রিপশন পোস্ট।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

খোলা মনের কথা বলেছেন: আশা করি উপকারী প্রেক্রিপশন কাজে লাগাবেন। ধন্যবাদ ভাই

২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: দারুণ উপকারী পোষ্ট। ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

খোলা মনের কথা বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইল প্রামানিক ভাই

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

সুখী পৃথিবীর পথে বলেছেন: অত্যন্ত উপকারী পোস্ট। ভাল থাকবেন ভাই। ধন্যবাদ।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

খোলা মনের কথা বলেছেন: দুআ করবেন সবাই যেন একসাথে ভাল থাকতে পারি সুখী পৃথিবীর পথে আমি আপনি সবাই। শুভ কামনা রইল ভাই

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

কল্লোল পথিক বলেছেন: খুব গুরত্ব পূর্ণ পোস্ট

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই। ধন্যবাদ আপনাকে

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারুণ উপকারী পোষ্ট।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন ভাই সময় নিয়ে পড়ার জন্য। শুভ কামনা রইল

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: সমস্যা হয় রাস্তাঘাটে অপরিচিত লোক পড়ে গেলে। তার স্ট্রোক না কার্ডিয়াক এরেস্ট বা সুগার নিল বোঝা মুশকিল। পরিচিত হলে এবং আপনার বর্ণিত কিছু ঘটলে ৩০০ বা বেশি এম জি ইকোস্প্রিন / অ্যাস্পিরিন গুড়ো করে পানিতে মিশিয়ে খাইয়ে দিন। কেউ যদি ইন্টারভেনাস ইঞ্জেকশনে পারদর্শী হন তবে এক ভায়াল ল্যাসিক্স ইঞ্জেকশন শিরায় দিন । এবার হাসপাতালে নিন। অ্যাস্পিরিন হার্ট অ্যাটাক ঠেকাবে । ল্যাসিক্স রক্তের পানি কমিয়ে রক্ত জমাট বাধায় বিঘ্ন সৃষ্টি করলে হাত পায়ের প্যারালাইসিস হবেনা। এর পরের চিকিৎসা ডাক্তার করবেন। রোগিকে ঠাণ্ডা পরিবেশে নিন অর্থাৎ এ সি রুমে।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

খোলা মনের কথা বলেছেন: আরো গুরুত্বপূর্ন কিছু শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শাহ আজিজ ভাই।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

প্রবাসী ভাবুক বলেছেন: খুবই প্রয়োজনীয়, সতর্কতামূলক উপকারী পোস্ট৷ সুন্দর তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ৷

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

খোলা মনের কথা বলেছেন: শুভ কামনা রইল আপনার জন্য প্রবাসী ভাবুক ভাই

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রয়োজনীয় পোস্ট।


শেয়ারের জন্য ধন্যবাদ।

১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: গুড শেয়ার +++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

এম.এ.জি তালুকদার বলেছেন: খুব সংক্ষেপ মনে হলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২

খোলা মনের কথা বলেছেন: একটু সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেছিলাম কারণ এখন অনেকে বড় পোষ্ট দেখলে গুরুত্ব দেয় না। ধন্যবাদ আপনাকে

১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: দারুণ উপকারী পোষ্ট। ধন্যবাদ ভাই!!!!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

খোলা মনের কথা বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ রইল বীথি আপু

১২| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ২:৫০

আনন্দ ধারা বলেছেন: আমার জন্য এটি জানা খুব জরুরী ছিল ! কারন আমার ব্লাড প্রেসার সব সময় অনেক বেশি থাকে। ধন্যবাদ

০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:১৫

খোলা মনের কথা বলেছেন: অনেক শুভ কামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.