নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

ফল বিক্রেতাদের নতুন পদ্ধতিতে চুরি থেকে সচেতন হোন

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

আমরা ঘরের জন্য সচারাচার ফল ক্রয় করি না এমন খুব কম মানুষই আছে। ফল কেনার সময় আমাদের অজান্তে চুরি হয়ে যাচ্ছে আমার কেনা ফল এটা কি আপনি জানেন??? আসুন জানি ও সচেতন হই।

ব্যাপারটি আমি প্রথম লক্ষ করি ঢাকা থেকে আমার বাসা যশোরে ফেরার পর। সাধারনত দৌলতদিয়া-আরিচা ফেরী ঘাটে বিশেষ করে ফেরীর পর থেকে যাওয়ার পথে সেখান থেকে প্রায় ফল কেনা হয়। প্রথম দিন আমার বাবা লক্ষ করলেও আমাকে কিছু বলেননি। দ্বিতীয় দিন একই ঘটনা ঘটলে আমাকে বিস্তারিত বলেন। তখন আমি স্বচক্ষে দেখে হতবাক। এটার পর ঢাকা ফিরে একদিন হাতিরপুল বাজার থেকে ফল কিনে একই জোচ্চুরি লক্ষ করি। তখন বুঝতে পারলাম শুধু আরিচা ফেরী ঘাটে নয় সকল ঘাটে এটা সংক্রামক রোগের মত ছড়িয়ে পড়েছে।

বিশেষ করে আপনি যখন ওজন দিয়ে ফল ক্রয় করবেন তখন এটার ভুক্তভোগী হতে পারেন। যেমন: আপেল, আনার, আঙ্গুর ইত্যাদি। ফল বিক্রয়ের সময় সাধারনত ফল বিক্রেতারা কাগজের প্যাকেট ব্যবহার করে থাকে। আর সেখানেই তাদের যত জোচ্চুরি। লক্ষ করবেন কাগজের প্যাকেটের নিচে অর্থ্যাৎ কাগজের প্যাকেটের তলানিতে আর একটা কাগজের সাথে আঠা দিয়ে জোড়া দেওয়া হয়। অতএব একদম নিচে যে কাগজটি থাকে সেখানে পুরু করে অনেকগুলো কাগজ দিয়ে জোড়া দেওয়া হয় বা নিচের কাগজটি অনেক পুরু কাগজ দেওয়া হয় যার ওজন থাকে তুলনামুলক ভাবে অনেক বেশি। তাই প্যাকেট যত বেশি বড় হয় ওজনও অনেক বেশি হয়। মোটামুটি প্রতিটি প্যাকেট ১০০ থেকে ১৫০ গ্রাম হলে আর আপনার ফলের কেজি ১৫০ বা ২০০ টাকা হলে কত টাকা ঠক দেওয়া হল সেটা কি বুঝতে পারছেন???

গুরুত্বপূর্ন আর একটি ব্যাপার হল, আপনি এমনি এমনিতে প্যাকেটের ওজন বোঝাতে পারবেন না। কারণ ফল কেনার পূর্বে শুধু প্যাকেটটি আপনি হাতে পাবেন না, যখন পাবেন তখন ফল সহ। আর সেসময় ফলের ওজন বাদ দিয়ে শুধু প্যাকেটের ওজন আপনার বুঝার ক্ষমতা নেই। আবার ফল শেষ হওয়ার পরে শুধু প্যাকেটটি ফেলে না দিয়ে সেটি নিয়ে আপনি রিসার্চ করবেন না বা মাথা ঘামাবেন না। তাই এ সুযোগটি কাজে লাগাচ্ছে কিছু অসাধু ফল বিক্রতা।

তাই সকলের সাবধনাতার জন্য বলতে চাই, ফল ওজন দিয়ে কেনার পূর্বে ভাল করে প্যাকেটটি দেখে নিবেন। সবচেয়ে ভাল হয় পলিথিন ব্যাগে ওজন করে নিলে। আর এমন ফল বিক্রতা পেলে মোটামুটি তাকে সাবধান বা এমন কিছু করবেন যেন আপনি ছাড়াও অন্য লোকও প্রতারনার শিকার না হন।

সকলের সাবধানতা, সচেতনা, সুস্বাস্থ্য একান্ত কাম্য। ধন্যবাদ সকলকে।

মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭

রিয়াজ সোহাগ বলেছেন: খোলা গরম মসল্লা/ কিচমিচ এই ধরনের দামি বস্তুগুলোতেও এই ভাবে অনেকে ঠকানোর চেষ্টা করে। তারা মোটা কাগজের প্যকেট ব্যবহার করে। বাটখারায় চুরি এমনকি ডিজিটাল পাল্লায়ও চুরি চলতেছে (যদি দেখেন পাল্লাটি যেখানে পন্য রেখে মাপা হয় সেখানে যদি প্লাষ্টিক দিয়ে মোড়ানো থাকে বুঝবেন ঘাপলা আছে)।

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

খোলা মনের কথা বলেছেন: নতুন আরো কিছু জানানোর জন্য আপনাকে ধন্যবাদ @রিয়াজ সোহাগ ভাই।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

গেম চেঞ্জার বলেছেন: হারে জোচ্চুরি!!!!!!!!!

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

খোলা মনের কথা বলেছেন: চলছে, চলবে। জোচ্চুরি B-)) ধন্যবাদ আপনাকে @গেম চেঞ্জার ভাই

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

রাইসুল ইসলাম রাণা বলেছেন: কাজিয় পোস্ট। ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

খোলা মনের কথা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আগামিদিনের জন্য শুভ কামনা রইল

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

সুমন কর বলেছেন: ভাইজান, এটা তো আগেই হতো এবং জানতাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯

খোলা মনের কথা বলেছেন: আমি জানতাম না। আপনাকে মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই চুরি দীর্ঘদিন যাবত চলে আসছে। নতুন কিছু নয়।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১

খোলা মনের কথা বলেছেন: এ অধম হয়তো জানতো না। ধন্যবাদ আপনাকে।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২

আনু মোল্লাহ বলেছেন: কাজের পোস্ট। কাজেই ধন্যবাদ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

খোলা মনের কথা বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


এগুলোর জন্য 'কনজুমার কমিটি' করা দরকার, এবং প্রতিটি বিক্রটাকে কমিটির সদস্য হতে হবে; কমিটি ঠিক করে দেবে সবকিছুর স্টানডার্ড

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

খোলা মনের কথা বলেছেন: আপনার কথায় আমি সম্পূর্ন একমত। ধন্যবাদ আপনাকে

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া আমাদের সচেতন করার জন্য ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

খোলা মনের কথা বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: ডিজিটাল মেশিনে এমনিতেই একশ' গ্রাম কম দেয় ঠোঙায় আরো একশ' গ্রাম কম তাইলে তো কেজিতে দুইশ' গ্রাম নাই।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

খোলা মনের কথা বলেছেন: হাহাহা দুদিন পরে বিক্রেতারা বলবে, ভাই টাকা দেন আর প্যাকেট নিয়ে ঘরে ফিরেন। প্যাকেট থাকবে কিন্তু আর কিছু থাকবে না। ধন্যবাদ প্রামানিক ভাই

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১১

নতুন বলেছেন: ডিজিটাল মেশিনে ঘাপলা আছে কিনা তা বোঝার খুবই সহজ উপায় হইলো পানির বোতল...

১ লিটার পানি ভতি` বোতল = ১ কেজি (+১৫-৩০ গ্রাম)
আধা লিটার পানি ভতি`বোতল = ৫০০ গ্রাম (+৭-১৫ গ্রাম)

তাই বাজারে বেশি জিনিস কেনার আগে একটা পানির বোতল মেপে নিলেই বুঝতে পারবেন যে স্ক্রেল ঠিক ওজন দেখাচ্ছে কিনা। ;)

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

খোলা মনের কথা বলেছেন: ভাল কিছু জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ নতুন ভাই্।

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭

সোজা সাপটা বলেছেন: মিষ্টির ক্ষেত্রে আরো বেশি , প্রিমিয়ামের মিষ্টি ৮০০ টাকা কেজি কিন্তু ঠোংগা ৮০ থেকে ১০০ গ্রাম

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২

খোলা মনের কথা বলেছেন: এভাবে ওজন দিয়ে যা কেনা হয় অনেক কিছুর ভিতর ঠকবাজী শুরু হয়েছে। ধন্যবাদ আপনাকে

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

নিষ্‌কর্মা বলেছেন: যাক বুঝতে পেরেছেন তা হলে। এই জোচ্চুরি অনেক দিনের পুরানো। নতুন নতুন কেনাকাটা করছেন বলে প্রথম চোখে পড়ছে। আরো অনেক কিছুই শিখবেন, সেইগুলোও আমাদের জানাবেন ভবিষ্যতে।

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

খোলা মনের কথা বলেছেন: বিবাহ উপযুক্ত পাত্র তো তাই :P । এখনিই তো শেখার সময়। বাজারের জগৎটা পরিচিত করছি। প্রথম ভাবছিল আমি অধম চিপায় পড়েছি কিন্তু এখন দেখি আমার আগে চিপায়ের খাতায় নাম লেখায়ছে। ;)

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

তাশমিন নূর বলেছেন: হালকা প্যাকেটে মুড়েই কিনি। জানানোর জন্য ধন্যবাদ।

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

খোলা মনের কথা বলেছেন: সচেতন থাকার জন্য ধন্যবাদ। সুস্থ্ ভাল থাকেন। শুভ কামনা রইল

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

কাউন্টার নিশাচর বলেছেন: তাইলে কি পলিথিনের প্যাকেট ইউজ করবো?

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০

খোলা মনের কথা বলেছেন: আমি পলিথিন ইউজের কথা কোথাও বলেছি কিনা মনে পড়ছেনা। পলিথিন দিয়ে ওজন মেপে নেওয়া কথা বলেছি। আর এখন কোন বিক্রেতাদের কাছে পলিথিন পাওয়া যায় না খুব কমই আছে। পলিথিন ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকারক সেটা এখন কারোর অজানা নেই

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

আমিই মিসির আলী বলেছেন: জটিল রহস্য উদঘাটন করছেন ।
ব্যবসায় নামলে এমন কিছু করাটাই স্বাভাবিক ।
তবে প্যাকেটের তলানি শুধুবএ জন্যই মোটা হয় না , ছিড়ে যাওয়া রোধ করতেও এমনটা করা হয় ।

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

খোলা মনের কথা বলেছেন: রহস্য উদঘাটন করা কি আর আমার কাজ। এটা করেন মিসির আলী সাহেব :P
তলানী শক্ত করতে নিশ্চয় আপনার ১০০ গ্রাম বা তার বেশি শক্ত কাগজ প্রয়োজন নেই। ধন্যবাদ আপনাকে

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

আমিই মিসির আলী বলেছেন: বলি প্যাকেট মাঝপথে ছিড়ে গেলে তো ঠিকই গোষ্ঠী উদ্ধার করবেন।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

খোলা মনের কথা বলেছেন: আপনি ভাই ফলের দোকনে গিয়ে বলেবেন সবচেয়ে ভারী যে প্যাকেটটি আছে সেটিতে ফল দিবেন। যদি ভারী প্যাকেট না থাকে তাহলে ফল কেনা সেখান থেকে বন্ধ। :P

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

আখেনাটেন বলেছেন: অসাধু এই নতুন পন্থার কথা জানলাম। তবে কাগজের বদলে পলিথিনের ব্যাগ ব্যবহার পরিবেশ বান্ধব না।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১

খোলা মনের কথা বলেছেন: আমি পলিথিন ইউজের কথা কোথাও বলেছি কিনা মনে পড়ছেনা। পলিথিন দিয়ে ওজন মেপে নেওয়া কথা বলেছি। আর এখন কোন বিক্রেতাদের কাছে পলিথিন পাওয়া যায় না খুব কমই আছে। পলিথিন ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকারক সেটা এখন কারোর অজানা নেই

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯

আলাপচারী বলেছেন: আরো কিছু পন্থা আছে।
চক বাজারে একদিন ফল কিনতে আসেন। অভিজ্ঞ হয়ে যান।
ধরুন ফল কিনবেন ১ কেজি বা কম। দোকানী এমন চাউনি দিবে আপনার দিকে লজ্জ্বায় আপনি লাল হয়ে যাবেন। চাউনির অর্থ : ফিকিন্নীর পুত চকে আইছছ ফল কিনতে ?? ঝপাঝপ ফল ঠোঙায় ভরে হাতে গুজে দিবে, ভাব দেখাবে, ভীষণ ব্যস্ত আপনার মতো খুচরা ক্রেতাকে দেওয়ার মতো সময় তার নাই। (মাপ কি দিল আর জিনিষের কোয়ালিটি কি দিল আপনাকে পরখ করতে দিবে না।)

আর যদি ২/৩ কেজির অধিক ফল কিনেন তখন তো আপনার ২টা মাত্র হাত। ২ হাতে কতক্ষণে ঠোঙায় (মোটা বাদামী কাগজের ঠোঙা্ ) ভরবেন ?? আর বিক্রেতা আপনার মুসলমান ভাই না ?? আপনার এই বিপদে সে সহায়তা করবে না তো কে করবে ?? অতীব দ্রুততায় মাল ভরে দিবে। এবং অবশ্যই আপনার কাঙ্খিত মাপের চেয়ে ঢেড়া। তারপর হোল আসল ম্যাজিক।

আপনি বেছে বেছে যে ফলগুলো ঠোঙায় ভরেছিলেন সেগুলো আগে ঠোঙা থেকে বের করে আপনার কাঙ্খিত মাপে নিয়ে আসবে। সবই অতি দ্রুততায় কিছু বুঝে উঠার আগেই।

মনে রাখবেন চকবাজারে ফল কিনছেন, উদ্ধত বিক্রেতার সাথে পেরে উঠবার কথা না।

চক বাজার আর পুরনো ঢাকার অন্যান্য জায়গার মাংস বিক্রেতার আচরণ আর বিক্রির গল্প আরেক দিন হবে।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

খোলা মনের কথা বলেছেন: নতুন কিছু জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ @আলাপচারী ভাই

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৪

কল্লোল পথিক বলেছেন: খুব গুরত্বপূর্ন একটা বিষয় তুলে ধরেছেন।
অসংখ্য ধন্যবাদ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

খোলা মনের কথা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ কল্লোল পথিক ভাই।

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

বিজন রয় বলেছেন: ভাল পোস্ট।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ আপনাকে

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুবই দূর্ভাগ্যজনক। মুনাফাখোর ব্যাবসায়ীদের জ্বালায় কিছু কিনে শান্তি নেই। কিসে না কিসে ঘাপলা দিয়ে রাখে আল্লাহ্‌ই জানেন। না মানে ঠিক, না মাপে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

খোলা মনের কথা বলেছেন: একদম সঠিক বলেছেন। তবে আমাদের সতর্কতা থাকা বেশি গুরুত্বপূর্ন। ধন্যবাদ আপনাকে

২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ

২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩

খোলা মনের কথা বলেছেন: সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.