নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

হুমায়ূন আহমেদ স্যারের বুদ্ধিজীবী ও মুক্তবুদ্ধির চর্চা সম্পর্কে একটি সাক্ষাতকার

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬

আজকের খ্যাতিমান অভিনেতা মাহফুজ আহমেদ। একসময় তিনি সাংবাদিকতা করতেন। একটি পূর্ণাঙ্গ বই-ই আছে তার, সে বইটির নাম হচ্ছে "হুমায়ূন আহমেদ ঘরে বাইরে হাজার প্রশ্ন"।

একটি সাক্ষাতকার নেয়ার সময় হুমায়ূন আহমেদ স্যারকে অভিনেতা ও সাংবাদিক মাহফুজ আহমেদ একটি প্রশ্ন করেছিলেন...
প্রশ্নটি ছিল : ‘'এ দেশের বুদ্ধিজীবীদের ও মুক্তবুদ্ধির চর্চা ভূমিকা সম্পর্কে আপনার অভিমত কি?’'

হুমায়ূন আহমেদ স্যারের সাবলীল উত্তর ছিল :

“আমাদের বুদ্ধিজীবী সমাজে যাঁরা আছেন, তাদের কার্যক্রম খুব একটা পরিষ্কার না। এরা কেন জানি ইসলাম ধর্মকে খুব ছোট করে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন।
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান অন্য যেকোনো ধর্মের প্রায় সব উৎসবে আমাদের বুদ্ধিজীবীরা উপস্থিত থাকেন, বক্তৃতা করেন, বাণী দেন- কিন্তু ইসলামি কোনো জলসায় কেউ উপস্থিত থেকেছেন বলে শোনা যায় না। তাদের মতে, ইসলামি জলসায় কেউ উপস্থিত থাকা মানে তার বুদ্ধিবৃত্তিও নিম্নমানের। সে একজন প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক লোক। আমাদের বুদ্ধিজীবীদের কাছে হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টানদের কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকার অর্থ মুক্তবুদ্ধির চর্চা করা, প্রগতির চর্চা করা, সংস্কারমুক্ত হওয়া ইত্যাদি।

প্রফেসর সালাম ঢাকায় এসে যখন বক্তৃতার শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বললেন, তখন আমাদের বুদ্ধিজীবীরা হকচকিয়ে গেলেন। কারণ তাদের কাছে প্রগতিশীল হওয়া, বুদ্ধিজীবী হওয়া, মুক্তবুদ্ধির চর্চা করা মানেই ইসলামবিরোধী হতে হবে। তাদের কাছে রামকৃষ্ণের বাণী, যিশুর বাণী সবই গ্রহণীয়। এসব তারা উদাহরণ হিসেবেও ব্যবহার করেন; কিন্তু হজরত মোহাম্মদের বাণী কখনো তাদের মুখ থেকে শোনা যায় না। তাদের কাছে হজরত মোহাম্মদের বাণী গ্রহণযোগ্য নয়।

আমার মতে, পৃথিবীর তাবৎ ঔপন্যাসিক যাঁর কোটের পকেট থেকে বেরিয়ে এসেছেন, তার নাম দস্তয়ভস্কি। আরেকজন আছেন মহামতি টলস্টয়। এক রেলস্টেশনে যখন টলস্টয় মারা গেলেন, তখন তাঁর ওভারকোটের পকেটে একটি বই পাওয়া গেছে। বইটি ছিল টলস্টয়ের খুব প্রিয়। সব সময় সঙ্গে রাখতেন। সময় পেলেই পড়তেন। বইটিতে হজরত মোহাম্মদ সা:-এর বিভিন্ন সময়ে বলা ইন্টারেস্টিং কথাগুলো নিয়ে গ্রন্থিত।

আমি বিনয়ের সঙ্গে আমাদের বুদ্ধিজীবীদের কাছে জানতে চাইছি, আপনাদের ক’জন বইটি পড়েছেন? টলস্টয় যে বইটি পকেটে নিয়ে ঘুরে বেড়াতেন, সেই বই আমাদের প্রত্যেকের একবার কি পড়া উচিত নয়? আমার মতে, প্রতিটি শিক্ষিত ছেলেমেয়ের বইটি পড়া উচিত।”

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৪

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার শেয়ার

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০১

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ রুদ্র ভাই

২| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ দারুণ

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪৭

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।

৩| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪৯

মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪

খোলা মনের কথা বলেছেন: শুভ কামনা জানবেন।

৪| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১১

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: চমৎকার কিছু তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। সংগ্রহে রাখলাম।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১৭

খোলা মনের কথা বলেছেন: কিছু জানাতে পেরে ভাল লাগলো। শুভ কামনা রইল। ভাল থাকবেন সবসময়। ধন্যবাদ বাবু<বাবুয়া<বাবুই ভাই

৫| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যদি অন্য কোন মাধ্যম থেকে কোন লেখা কপি করে পেষ্ট করেন তাহলে তার কৃতজ্ঞতা নূন্যতম স্বীকার করা উচিত। এই ধরনের পোস্টের ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষ কঠিন পদক্ষেপ গ্রহন করে থাকেন।

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ আপনাকে। এটা আজকের খ্যাতিমান অভিনেতা মাহফুজ আহমেদের "হুমায়ূন আহমেদ ঘরে বাইরে হাজার প্রশ্ন" বই থেকে নেওয়া। সেটা মনে হয় প্রথমে বলেছি। আবার মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তাছাড়া এটা এই লিংক থেকেও কিছু নেওয়া হয়েছে। লিংক

৬| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০

রাজু বলেছেন: অসাধারন একটি লেখা উপভোক করলাম। আশা করি এইরাম সন্দুর লেখা আমাদের আরো উপহার দিবেন....

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:১১

খোলা মনের কথা বলেছেন: আপনাদের অনুপ্রেরণা পেলে অবশ্যই ভাল কিছু করার চেষ্টা করব। ভাল থাবেন সব সময়। ধন্যবাদ

৭| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

শাহাদাত হোসেন বলেছেন: সাক্ষাৎকারটি পত্রিকায় পড়েছিলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ ।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:১২

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ শাহাদাত ভাই। শুভেচ্ছা রইল

৮| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসাধারণ!

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:১৩

খোলা মনের কথা বলেছেন: শুভেচ্ছা নিবেন আবুহেনা ভাই। ভাল থাকবেন

৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

সপ্তাংশু অর্পণ বলেছেন: আমি শুধু এই সাক্ষাৎকারের একটু প্রমাণ চাচ্ছি। ইয়ে মানে একটু সত্যতা যাচাই করতে ইচ্ছে হচ্ছে আরকি । লেখক সাহেব আমার এই ইচ্ছেটা যদি একটু পূরণ করেন আমি কৃতজ্ঞ থাকতাম।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৫৩

খোলা মনের কথা বলেছেন: খ্যাতিমান অভিনেতা মাহফুজ আহমেদের "হুমায়ূন আহমেদ ঘরে বাইরে হাজার প্রশ্ন" বই থেকে নেওয়া। এই বইটি সংগ্রহ করে দেখতে পারেন। তাছাড়া এই লিংক টিতে তথ্য পেতে পারেন। ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন সব সময়

১০| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট। খুব ভাল লাগল।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৫৪

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। ভাল থাকবেন

১১| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৬

প্রামানিক বলেছেন: হুমায়ুন আহমেদের সাক্ষাৎকারটি পরে থ মেরে গেলাম। চমৎকার কথা বলেছেন তিনি। এক রেলস্টেশনে টলষ্টয় যখন মারা গেলেন তখন তার পকেটে হজরত মোহাম্মদ সা:-এর বিভিন্ন সময়ে বলা ইন্টারেস্টিং কথাগুলো নিয়ে গ্রন্থিত বই পাওয়া গেছে এই ঘটনা আমরা অনেকেই জানিনা। এমন একটি পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ।

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১০

খোলা মনের কথা বলেছেন: জানাতে পেরে প্রীত হলাম ভাই। ধন্যবাদ আপনাকে

১২| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৯

কল্লোল পথিক বলেছেন:





অনেক ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ কল্লোর পথিক ভাই। ভাল থাকবেন

১৩| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১২

আরণ্যক রাখাল বলেছেন: হুমায়ূন আহমেদকে আমার খুব একটা ভাল লাগে না কিন্তু এখানকার কথাগুলা খারাপ বলেননি। যিশুর বানীকে মুক্তমনারা যতোটা গুরুত্ব দেবে মোহাম্মদের হলে ততোটা দেবে না।
চমৎকার শেয়ার

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪১

খোলা মনের কথা বলেছেন: যিশুর বানীকে মুক্তমনারা যতোটা গুরুত্ব দেবে মোহাম্মদের হলে ততোটা দেবে না। আপনার কথার সাথে সম্পূর্ন একমত। ধন্যবাদ আপনাকে আরণ্যক রাখাল ভাই

১৪| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮

প্রবাসী পাঠক বলেছেন: কথাগুলো শুনতে ভালো লাগলেও দুঃখজনক কথা হচ্ছে, উল্লেখিত বইয়ের একটি কথাও হুমায়ুন আহমেদের না। হুমায়ুন আহমেদ তার আত্ম জীবনী মূলক বইতে এই ব্যাপারে লিখে গিয়েছেন। এই বইয়ের সকল প্রশ্ন এবং উত্তর মাহফুজ আহমেদ এর। আর এটা বই না সাপ্তাহিক পত্রিকার সাক্ষাতকার কলাম।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২

খোলা মনের কথা বলেছেন: হতে পারে। এখন মাহফুজ আহমেদ যদি কথা নিজে লিখে অন্যর নামে চালিয়ে দেয় তাহলে সেটা তার দায়। তবে কথা গুলো যে একদম অসত্য সেটা নয়। প্রত্যেকটি কথার ভিতর যুক্তি আছে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে।

১৫| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ কিছু তথ্য জানলাম, ধন্যবাদ আপনাকে।

১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬

খোলা মনের কথা বলেছেন: ভাল থাকবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.