![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!
গত বছর ঠিক এমন সময় আমার এক বন্ধু বিকাশে প্রতারিত হয়। গতকাল ইফতারীর সময় এমন আর একটি ঘটনা বলতে ছিলেন আমার পরিচিত এক ভদ্র লোক। গত কাল ভদ্র লোকের প্রায় ২২,০০০/= হাজার টাকা প্রতারিত হয়েছেন। তবে মজার ব্যাপার প্রতারিত হওয়ার স্টাইল দুটিই একই। আসুন সিস্টেমটা একটু চোখ বুলায়.....
প্রথমে বলে নেওয়া ভাল, আপনার বিকাশে কত ব্যালেন্স আছে সেটা বিকাশ প্রতারকরা তথ্য যোগাড় করে। তথ্য যোগাড়ের প্রধান উৎস বিকাশ ব্যাবসায়ীরা। তারাই এ তথ্য দিয়ে থাকে (দুটি ঘটনার বর্ননা শুনে যেটা বুঝতে পারলাম)। কারণ আপনার বিকাশ ব্যালেন্স ১০০০/= টাকা থাকলে আর আপনার কাছে ২০০০/= টাকা চেয়ে কাজ হবে না, তাই আপনার বিকাশ ব্যালেন্স জানা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ন। আসুন জেনে নিই কিভাবে আপনি প্রতারিত হতে পারেন।
এটা ঘটতে পারে কোন বিকাশ এজেন্ট থেকে টাকা আপনার বিকাশ একাউন্টে নেওয়ার পর। প্রথমে প্রতারক চক্র আপনার মোবাইল নং কল দিবে এবং বলবে ভুল করে আপনার একাউন্টে দু বার টাকা সেন্ড করা হয়েছে আপনার। সাধারনত আপনি তখন মেসেজ চেক করবেন। দেখবেন কোন মেসেজ নেই। তারা আপনাকে বার বার কল দিতে থাকবে। হঠাৎ আপনার একটি মেসেজ আসবে আগের পরিমান ব্যালেন্স যোগ হয়ে মোট ডাবল ব্যালেন্স সেখানে দেখা যাবে। মেসেজটি সাধারনত Bkash বা Bkach নামে আসতে পারে। মেসেজ আসার পরপরই আপনাকে আবার কল দিবে তারা। আপনিও সাধারনত বলবেন হ্যাঁ বিকাশ ব্যালেন্স যোগ হয়েছে। তখন তারা টাকা ফেরত চাইবে। আর আপনি মেসেজ দেখে যদি টাকা ফেরত দেন তখনই আপনি প্রতারাণার শিকার হবেন। কারন মেসেজ আসলেও আপনার মুল ব্যালেন্সে টাকা যোগ হবে না। তাই আপনার আগের লোড দেওয়া টাকা কেটে নিবে। এভাবে প্রতারিত হতে পারেন আপনি।
পরবর্তীতে আপনি ব্যালেন্স লোড দেওয়া এজেন্টের কাছে গিয়ে রির্পোট দিলে সে একটাই মুখস্থ কথা বলবে "ভাই কেউ হয়তো পাশে থেকে আপনার নং ও ব্যালেন্স থেকে কালেক্শন করেছে।" তখন আপনার আর বলার কিছু থাকবে না।
কারনীয়: বিকাশে কোন ব্যালেন্স লেনদেন করলে মেসেজ না দেখে কষ্ট হলেও মুল ব্যালেন্স দেখে লেনদেন করবেন।
ঈদ খুব নিকটবর্তী তাই এমন সময় প্রতারকরা বেশি প্রতারনার জন্য তৎপর হয়। তাই সবাই সকল দিকে সচেতনার সাথে মনোযোগ দিয়ে কাজ করেন। সকলের সুস্বাস্থ কামনা করি। সবাই ভাল থাকবেন।
০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৫২
খোলা মনের কথা বলেছেন: বন্ধ করার জন্য সুপরিকল্পনা ও বাস্তবায়ন লাগে। কে ঝুলাবে বিড়ালের গলায় ঘন্টা???
২| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:১৬
কল্লোল পথিক বলেছেন:
মারাত্নক ব্যাপার!
অনেক ধন্যবাদ সচেতন মূলক পোস্টের জন্য।
০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৫৩
খোলা মনের কথা বলেছেন: সচেতন থাকবেন, ভাল থাকবেন সবসয়ম এ আশা করি কল্লোল পথিক ভাই। অনেক শুভ কামনা রইল
৩| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৫১
বিজন রয় বলেছেন: সবাইকে সাবধান হতে হবে।
০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৫৭
খোলা মনের কথা বলেছেন: কেউ নতুন করে কোন প্রকারের প্রতারণার ফাঁদে পা দিক এটা আমরা কেউ চাই না। ভাল থাকবেন বিজন রয় ভাই
৪| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৮
আর. এন. রাজু বলেছেন: ধন্যবাদ সাবধান করে দেও্যার জন্য।
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৫
খোলা মনের কথা বলেছেন: ভাল থাকবেন সবসময়। শুভ কামনা রইল
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:১৫
সুমন কর বলেছেন: আগেও শুনেছি, এ ব্যাপারগুলো। কেন যে বন্ধ হচ্ছে না !!!
শেয়ার করার জন্য ধন্যবাদ।