নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

আসুন শৈশব থেকে ঘুরে আসি। (ছবি ব্লগ)

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৪


১. আদর্শ লিপি: সাধারণত আমাদের শৈশবে আদর্শলিপি দিয়ে পড়ালেখা শুরু হত তাই পোষ্টটিও আদর্শলিপি দিয়ে শুরু করলাম.....

২. চকলেট: আমাদের অঞ্চলে নাবিস্কোর চকলেট খুব নাম ডাক ছিল। মোটামুটি ১ দিলে ৪ টি চকলেট, কিছু না হোক চুষে ঘন্টা খানেক পার করা যেত ;) ;) ;)

৩. হাওয়ায় মিঠা: দেখলে জ্বিবে পানি আসার মত জিনিস ছিল। হাওয়ায় মিঠা কেনার নিয়ম ছিল একটি কাগজ থাকবে ওটা জ্বিবের উপর দিলে কাগজে যে কয় সংখ্যা দেখাবে সে কয় পিচ হাওয়ায় মিঠা। এই হাওয়ায় মিঠা বিক্রেতারা মোটামুটি বাটপার ধরণের ছিল, তারা বলতো ৬,৭ পিচ পাওয়া যায় কিন্তু আমি কোন দিন ৪ পিচের বেশি পাইনি :(( :(( :((

৪. কুড়েঘর: কিছু সময়ের জন্য কুড়েঘর তৈরি করে সংসার বেঁধে আবার ভাংঙ্গা হত। জীবনে কত যে সংসার বাঁধলাম আর ভাঙলাম আর এখন দীর্ঘশ্বাস ফেলি আর ভাবি এখনো আসল সংসারই বাঁধা হল না, সেটা যে কবে হবে :-B :-B :-B

৫. বই বাঁধাই: বছরের প্রথম মাস থাকতো উৎসবের মত। নতুন ক্লাস, নতুন পরিবেশ, আর স্কুল থেকে বই দেওয়া। সেই বইয়ের গন্ধ নিতেও ভাল লাগতো। তারপর সেটি বাঁধানো ব্যবস্থা এমন করে হত.....

৬. কাগজের নৌকা: নদীর উপর নৌকা না চালালেও কাগজের নৌকা চালানো হয়নি এমন লোক খুবই কম পাওয়া যাবে।

৭. শৈশবের খেলা: ডাংগুলি, গুলতি, মার্বেল, মোরগ লড়াই এগুলো ছিল বিনোদনের অন্যতম মাধ্যম আর এখন সেগুলো রুপকথার রাজ্য চলে যাচ্ছে।

৮. টেলিফোন: মিরাকেল জিনিস ছিল এটি। কিছু না হোক প্রত্যেকে ছবি তোলার সময় কানে এ যন্ত্র ধরে হ্যালো মার্কা একটি ছবি তুলতেই হবে। B-)

৯. পালকি বিয়ে।

১০. অলিম্পিক ব্যাটারির টর্চ লাইট।

১১. তখনকার সময়ের আদর্শের প্রতীক ছিল এ ঘড়ি।
(আর দেওয়া হল না। লিমিট শ্যাষ নাকি) :( :( :(

ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।

মন্তব্য ৯৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: শৈশবে ফিরে গেলাম !!!

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৮

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই সাথে থাকার জন্য। শুভেচ্ছা রইল

২| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৬

আহমেদ জী এস বলেছেন: খোলা মনের কথা,





খোলা মনেই বলি --- ওয়াও.....

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৯

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল

৩| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৬

সামু পাগলা০০৭ বলেছেন: সেইরাম পোষ্ট দিয়েছেন। আহা শৈশব! যদি আবারো ফিরে যেতে পারতাম!

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৬

খোলা মনের কথা বলেছেন: আহা শৈশব! যদি আবারো ফিরে যেতে পারতাম!

এমন উক্তি মন থেকে করেনা এমন মানুষ পাওয়া যাবে না। ধন্যবাদ ভাই। ভাল থাকুন সবসময়

৪| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: পালকি বিয়ে, এটার অপেক্ষায় আছি !!!
একটু পাগলী টাইপের মেয়ে
বিয়ে করার শখ কিন্তু পাইনা।

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৮

খোলা মনের কথা বলেছেন: ভাই মুখ ফুটে বলতে পারলেন আমিতো সেটাও পারিনা :( :( :( পেয়ে গেলে আমাকেও একটু জানাবেন। হ্যা একটু পাগলী ধরনের মেয়ে হতে হবে কিন্তু :P :P:P

৫| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৯

সাহসী সন্তান বলেছেন: সবগুলোই কমন পড়ছে! একদম নষ্টালজিক হয়ে গেলাম ভাই! :( তবে পোস্টে তালপাতার বাঁশিটাকে খুব মিস করছিলাম। দুপুর রোদে না ঘুমিয়ে ঐ তালপাতার বাঁশিতে প্যাঁপু শব্দ তুলে ঘুমানো মানুষকে অতিষ্ট করে তুলতাম! ;)

তারপরে ঘুড়ি, লাটিম আরো কতকি যে খেলছি! :)

ধন্যবাদ পোস্টের জন্য! শুভ কামনা রইলো!

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৬

খোলা মনের কথা বলেছেন: আপনি আচ্ছা লোক বুঝেই দিলাম না :( আবার যদি পুরানো অভ্যাস ফিরে আসে :P :P

আরও অনেক কিছু ছিল দিতে পারেনি ভাই। আমি নাকি লিমিটে ক্রস করে ফেলছি। জোর করে দিলে পরে যদি ব্লক খায় ভয় করে :( :)
ধন্যবাদ সাহসী সন্তান ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল

৬| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুরনো স্বাদ মুখে এনে দিলেন ! এখন আমারে নাবিস্কো চকলেট আইনা দেন ! :) :)

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০১

খোলা মনের কথা বলেছেন: এক টাকার লোট দ্যান (কয়েন চলবে না)। কোন ছ্যাড়া ফাটা লোটও চলবে না। নাবিস্কোর ৪ পিচ চকলেট পেয়ে যাবেন পার্সেলে। B-) B-)

ধন্যবাদ লিটন ভাই। ভাল থাকুন সবসময়।

৭| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা, অবশ্যই জানাবো কিন্তু টাকা-পয়সা না থাকলে যে, কেউ তার হৃদয় দেয় না ।। B-) B-)

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৫

খোলা মনের কথা বলেছেন: আপনি তো আচ্ছা মশায়। টাকা পয়সা থাকলে কি আর পালকি বিয়ে আর পাগলি টাইপের মেয়ে খুজতাম??? :P :P :P

৮| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা, ভালোলাগা এবং ভালোলাগা

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৮

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ কামাল ভাই। :( :( অনেক বেশি শুভেচ্ছা রইল :)

৯| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৩

সাহসী সন্তান বলেছেন: আপনি একটা কাজ করতে পারেন ভাই, নতুন একটা ব্লগপেজ ওপেন করে সেখানেই বাদ বাকি ছবিগুলো আপলোড দিয়ে পরে মূল পোস্টটা এডিট করে ঐখানের লিংকগুলো কপি করে এইখানে পেস্ট করে প্রকাশ করার চেষ্টা করেন! দেখেন হয় কিনা!

আর পোস্ট লোড হইলে কেও আবার ব্লক খায় নাকি? আপনি তো আর ব্লগ নীতিমালা বিরুদ্ধ কোন ছবি পোস্টাইবেন না, তাইলে? আসলে এমন জিনিস সামান্য একটু দেখে মন ভরে না, তাই রিকোয়েস্ট করলাম আরকি!

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১১

খোলা মনের কথা বলেছেন: পরবর্তী পোষ্টে চেষ্টা করবো ভাই। আপনাদের অনুপ্ররণা আমরা সামনে যেতে সাহস পাই। আপনাদের অনুপ্ররণা থাকুক সবসময়।

১০| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৭

সাদা মনের মানুষ বলেছেন:

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৪

খোলা মনের কথা বলেছেন: এইতো ভাই কারচুপি শুরু করলেন :( !!! আপনার তো কাশ্মেরী আপেল দেওয়ার কথা। শাক ‍দিয়ে মাছ ঢাকার ব্যবস্থা করলে কিন্তু এমনি এমনি ছেড়ে দিবো না বলে দিচ্ছে :( :( :(

১১| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৪

প্রামানিক বলেছেন: শৈশব কাল মনে পড়ে গেল। ধন্যবাদ

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৯

খোলা মনের কথা বলেছেন: সবাই নাবিস্কো চকলেট নিয়ে ভেগেছে আর আপনি আসলেন এখন??? আপনার জন্য কটকটি রেখেছি ;)


ধন্যবাদ প্রামানিক ভাই

১২| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সবগুলান আমার ছেলেবেলায় ছিল।
দারুণ পোস্ট।
+

বড় হতি হতি ক্লান্ত। ছোট হতি মন চায়। ;) ;)

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩০

খোলা মনের কথা বলেছেন: অনেক কিছু হতে তো মুঞ্চায় কিন্তু কি আর ভাই। এখন দুধের স্বাধ ঘোলে মেটানো ছাড়া উপায় নাই ;) ;) ;)

ধন্যবাদ দিশেহারা রাজপুত্র ভাই।

১৩| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৪

ঢে্উটিন বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার মাধ্যমে আবারও ছোটবেলা থেকে ঘুরে এলাম।


আবারও ইচ্ছেকরে....................থাক আপসোস বাড়িয়ে লাভ নেই। ভালো থাকুন। :(

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০২

খোলা মনের কথা বলেছেন: কিছু স্বপ্ন কিছু কষ্ট থাকবেই। না পাওয়ার ভিতর কষ্ট আর স্মৃতিচরন মনে করা উপভোগের। ধন্যবাদ ঢেউটিন ভাই। শুভেচ্ছা জানবেন

১৪| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৮

জে আর সিকদার বলেছেন: স্মৃতিচারন ..

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৩

খোলা মনের কথা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ জি আর সিকদার ভাই। শুভকামনা রইল

১৫| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫২

জুন বলেছেন: ছবিগুলো দেখে কত স্মৃতি মনে পরে গেলো। ডাংগুলি, ঘুড়ি উড়ানো, মার্বেল! সবাই বলতো এ নাকি ছেলেদের খেলা, তবে মেয়ে হয়েও এগুলো আমার জীবনে নিয়ে এসেছিল অপার আনন্দ। ঘুড়ি উড়ানো, কাচ বেটে আঠার সাথে রঙ মিশিয়ে সেই ঘুড়ির সুতোয় মাঞ্জা দেয়া, পাচ পাউন্ডের এক ডানোর কৌটা ভরা রঙ বেরংগের মার্বেল যার বেশিরভাগ খেলায় জিতে পাওয়া।
হায় কোথায় সেই শৈশব যার ছিটেফোটাটুকুও এখনকার শহুরে ছেলেপুলের কাছে স্বপ্ন।
অনেক ভালোলাগলো সেই পাতার ঘরের সংসার আর চকোলেটে ।
+

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৭

খোলা মনের কথা বলেছেন: সত্যিই তখনকার সময় ছিল কতনা মধুর। সবই ছিল প্রকৃত আনন্দ আর এখন সব কিছু যান্ত্রিক যান্ত্রিক হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল

১৬| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৬

রাশেদ বিন জাফর বলেছেন: অনেক সুন্দর - ভালো লাগল

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২১

খোলা মনের কথা বলেছেন: ভাল লাগলো শুনে সিক্ত হলাম। ধন্যবাদ। শুভেচ্ছা রইল

১৭| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৮

পথহারা মানব বলেছেন: কিছু সময়ের জন্য কুড়েঘর তৈরি করে সংসার বেঁধে আবার ভাংঙ্গা হত। জীবনে কত যে সংসার বাঁধলাম আর ভাঙলাম আর এখন দীর্ঘশ্বাস ফেলি আর ভাবি এখনো আসল সংসারই বাঁধা হল না, সেটা যে কবে হবে :-B :-B

সহমত....অসাধারন পোষ্ট

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৬

খোলা মনের কথা বলেছেন: :P :P :P শুধু আমিই এ পথের পথিক না। আরও অনেকে আছে বুঝা গেল :P

ধন্যবাদ পথহারা মানব ভাই। শুভেচ্ছা রইল

১৮| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৫

সুমন কর বলেছেন: আহ শৈশব !!! দিলেন তো সব, মনে করিয়ে।

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৩

খোলা মনের কথা বলেছেন: মাঝে মাঝে মনে করিয়ে দিতে ইচ্ছে করে। তা না হলেতো আপনারা ভুলে যাবেন যে একসময় আপনারা ছোট ছিলেন।

ধন্যবাদ দাদা। ভাল থাকুন সবসময়।

১৯| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৭

এক অন্ধ কবি বলেছেন: অনন্যসাধারন একটি রোমান্টিক বাংলা কবিতা আবৃত্তি।
শুনে দেখুন<<<

https://youtu.be/GFGvVIS4a8s

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৫

খোলা মনের কথা বলেছেন: ইদানিং ব্লগেও বাটপারদের উৎপাত বেড়েছে। এদের ব্যবস্থা করা উচিৎ.......

২০| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৪

পুলহ বলেছেন: শৈশবের মতই সরল, আনন্দময় আর পবিত্র এক পোস্ট। সাথে খানিকটা বিষাদমাখাও...
পোস্ট প্রিয়তে এবং +++
শুভকামনা ভাই।

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৭

খোলা মনের কথা বলেছেন: সহমত ভাই। কিছু স্বপ্ন কিছু কষ্ট থাকবেই। না পাওয়ার ভিতর কষ্ট আর স্মৃতিচরন মনে করা উপভোগের।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

২১| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৩

প্রামানিক বলেছেন: এক সময় হাটে গেলে চার আনার কটকটি কিনে খেতে খেতে বাড়ি চলে আসতাম তারপরেও শেষ হতো না। কটকটির এত বরকত। ধন্যবাদ কটকটি দিয়ে সমাদর করার জন্য।

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৩

খোলা মনের কথা বলেছেন: উপযুক্ত কিছু দিতে পেরে আনন্দিত আমি। সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই

২২| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৪

অদৃশ্য বলেছেন:



খুবই চমৎকার, কতো কিছু মনে পড়ে গেলো... সামনে আরও আসুক...

শুভকামনা...

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৪

খোলা মনের কথা বলেছেন: আপনাদের উৎসহ পেলে অবশ্যই সামনে এগিয়ে যাব। সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল

২৩| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৩

মেহেদী রবিন বলেছেন: একটানে ছোটবেলা

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১২

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ রবিন ভাই। ভাল থাকুন

২৪| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন: দারুনতো !!!
ছেলেদের নেংটু হয়ে পুকুরে গোসল করা, গাছে উঠে পুকুরে ঝাঁপ দেয়া এগুলো কই?? :)

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

খোলা মনের কথা বলেছেন: ২য় ধফায় দিবো ভাবতেছি। ভাল থাকুন বীথি আপু। অসংখ্য ধন্যবাদ

২৫| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন: খোলা মনের কথা আর শাহরিয়ার কবীর ভাই -এর জন্য পাগলী মেয়ের ছবি দিলাম।
দেখুন পছন্দ হয় কী না। আপনারা পাগলী মেয়ে খুঁজছেন!! :)



১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২১

খোলা মনের কথা বলেছেন: :( :( :( :(
২য় টি আমার জন্য রেখে ১ম টি শাহরিয়ার কবির ভাইয়ের জন্য ব্যবস্থা করে দিন আপু । যদিও ১ম টি আমার বেশি পছন্দের কিন্তু আমি ভাল নিয়ে অন্যর জন্য খারাপটি রাখতে পারি না কোনদিন। :p :p :p

২৬| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

ফেরদৌসা রুহী বলেছেন: আহা ছোটবেলা।

এখানের সবগুলির সাথেই আমি পরিচিত। আরো অনেক কিছুর সাথেই পরিচয় ছিল।

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

খোলা মনের কথা বলেছেন: পরিচিত অনেক কিছুর সাথে আমরা দিন দিন অপরিচিত হয়ে যাচ্ছি। নতুন করে পরিচয় হওয়ার ও কোন সম্ভবনা নেই। তাই একটু ফিরে দেখে মনে করা আরকি। অসংখ্য ধন্যবাদ আপনাকে

২৭| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সবাই সব বলে দিয়েছে। আমার জন্য আর কিছুই রইলো না।

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

খোলা মনের কথা বলেছেন: আপনার জন্যও কটকটি।


শুভেচ্ছা নিবেন শামীম ভাই

২৮| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৩

সিগনেচার নসিব বলেছেন: ছোট বেলার সুত্রটা মনে পরে গেল
2 Nabisco + 1 = 2 alpenlieble

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

খোলা মনের কথা বলেছেন: নতুন করে কিছু মনে করিয়ে দিতে পেরে জেনে সিক্ত হলাম। ভাল থাকবেন নকিব ভাই শুভেচ্ছা রইল

২৯| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৯

এডওয়ার্ড মায়া বলেছেন: ফেবুতে যারা বেশি সময় কাটান তাদের কাছ থেকে নস্টালজিক পোষ্ট পাওয়া যায় :)
পোষ্টে পেলাচ

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

খোলা মনের কথা বলেছেন: আপনার প্রফাইল পিকচারটি সুন্দর হয়েছে মায়া ভাই। খারাপ বলেননি, নস্টালজিক ব্যপার গুলো আমার খুব টানে ভাই তাই সাথে সবাইকে জড়িয়ে নিলাম। ধন্যবাদ আপনাকে

৩০| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৭

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

খোলা মনের কথা বলেছেন: ভাল লাগা শুনে ভাল লাগলো। ধন্যবাদ নীলপরি আপনাকে

৩১| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫২

সোহাগ সকাল বলেছেন: স্টিলের পিস্তল ছিলো। আহা আহা!

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

খোলা মনের কথা বলেছেন: যার কাছে ঐ জিনিসটা থাকতো সেই ছিল বস। ঈদের মাঠে কিছু না কিনলেও স্টিলের পিস্তল কেনা মিস হতো না। ধন্যবাদ সোহাগ ভাই নতুন তথ্য যোগ করার জন্য

৩২| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪১

ঢাকাবাসী বলেছেন: দারুণ স্মৃতিজাগানিয়া পোস্ট, খুব ভাল লাগল।

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

খোলা মনের কথা বলেছেন: হঠাৎ কি মনে হলো নষ্টালজিক একটা পোষ্ট ছেড়ে দিলাম। শুধু আমার না অনেকের ভাল লাগা আছে এটার ভিতর বুঝতে পারলাম। ধন্যবাদ ঢাকাবাসী ভাই

৩৩| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ পোস্ট , শৈশবের অনেক কথাই মনে পড়ে যায় , ভাল লাগল কলা পাতা আর তাল পাতার কুড়ে ঘরের ছবি , এটা শৈশবে আমার খুবই প্রিয় ছিল । আর প্রিয় ছিল দাঁড়িয়াবান্দা খেলা , গ্রামে অনুষ্ঠিত দাঁড়িয়াবান্দা খেলাও দেখতাম দল বেধে , এখন তো বলতে গেলে খেলাটি উঠেই গেছে গ্রাম থেকে ।
শুভেচ্ছা রইল

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

খোলা মনের কথা বলেছেন: দাঁড়িয়াবান্দা চমৎকার একটি খেলা। বিশেষ করে বিকাল বেলা এ খেলার খুব প্রচলন ছিল। মোটামুটি গ্রীষ্ম-বর্ষার মাঝাামাঝি সময় আমাদের গ্রামে হা-ডু-ডু খেলা হত বিকালে। খুব মজা করে দেখতাম সব বয়সের লোক মিলে। বড়দের খেলা শেষে আমরা সেখানে খেলতাম। এখন হারিয়ে গেছে সব কিছু যান্ত্রিক জীবনের ভিতরে।

ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই। শুভেচ্ছা রইল

৩৪| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫১

শাশ্বত স্বপন বলেছেন: বুক ফেটে কান্না আসে

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

খোলা মনের কথা বলেছেন: আমরা সবাই আমাদের শৈশব মিস করি। যখন ভাবি তখন খারাপ লাগে। যদি আবার যেতে পারতাম সেখানে..... ধন্যবাদ শাশ্বত স্বপন ভাই

৩৫| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
@কামরুন নাহার বীথি আপু, ঘটক বানিজ্য ধরলো কবে থেকে ???

যাহোক, অবশেষে আমার শুভাকাঙ্ক্ষী পাওয়া গেল !!

বান্দরের গলায় কি আর মুক্তর মালা মানায়,
এই বার অসহায় ব্যাচেলর নাম ঘুচে যাক
আমার ঘরে এনজেল জরিনা পাগলী এসে যাক। ;) :-/ :-<

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

খোলা মনের কথা বলেছেন: B-) B-) B-)

ভাগভাগির পালা শেষ। আপনার জিনিস আপনি নিয়ে যান মশায়। বীথি আপুর সাথে যোগাযোগ করেন। বীথি আপু ও আপনার জিনিস বুঝায় দিয়ে পার পেতে চাই। আপুও রিস্কিতে আছে :P :P :P

৩৬| ১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:২৯

হিমেল রেজার বচন বলেছেন: ভাই, মনটারে নস্টালজিক করে দিলেন।
আপনারা কি ফেরিওয়ালার কাছে থেকে মদন কটকটি, বাদাম টানা,ছানার টানা, নৈ টানা, শন পাপড়ি, আইসক্রীম (মালাই) কিনে খেয়েছেন।
আমার ছোটবেলায় ছেড়া স্যান্ডেল, ভাঙা বোতল, পুরোনো টিন, লোহার বিনিময়ে হকারদের কাছ থেকে ঐগুলো কিনে খেতাম। দূর থেকে ওদের সুরেলা ঘণ্টির আওয়াজ শুনলেই প্রাণটা নেচে উঠতো।

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

খোলা মনের কথা বলেছেন: ফেরিওয়ালার কাছে থেকে মদন কটকটি, বাদাম টানা,ছানার টানা, নৈ টানা, শন পাপড়ি, আইসক্রীম (মালাই) সবগুলোর সাথে পরিচিত ভাই।

আমার ছোটবেলায় ছেড়া স্যান্ডেল, ভাঙা বোতল, পুরোনো টিন, লোহার বিনিময়ে হকারদের কাছ থেকে ঐগুলো কিনে খেতাম। দূর থেকে ওদের সুরেলা ঘণ্টির আওয়াজ শুনলেই প্রাণটা নেচে উঠতো। একদম ঠিক। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই

৩৭| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৬

দূর দ্বীপবাসী বলেছেন: সাঁতারের দুরন্তপনাও তালিকাভুক্ত...

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৬

খোলা মনের কথা বলেছেন: অবশ্যই। আমাদের গ্রামের সাথে ছোট একটা নদী আছে। ঘন্টা খানেক ডুবানোর পরও গোসল হতো না। চোখ লাল হয়ে যেত ডুবাতে ডুবাতে, তারপর উপরে উঠে কচুপাতা চোখের উপর দিয়ে সূর্যে দিকে তাকিয়ে থাকতাম যেন চোখের লালচে ভাবটি কেটে যায়। কারন কোন ভাবে মা জানতে পারলে উত্তম মাধ্যমের বিকল্প কিছু ছিল না। ধন্যবাদ ভাই নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য।

৩৮| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৬

মাদিহা মৌ বলেছেন: ফেবুতে ঠিক এই ছবিগুলি নিয়েই একটা অ্যালবাম দেখেছিলাম। ওটা আপনারই করা?

পোস্টে ভালোলাগা। সবার শৈশবকালে এত মিল কেন?

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

খোলা মনের কথা বলেছেন: না আপু। অ্যালবামটি আমার না। বরং আমি ফেসবুক থেকে ছবি গুলো সংগ্রহ করেছি।

শৈশব সবার ছিল এবং একই রকম ছিল, যা এখন পরিবর্তন হয়ে যান্ত্রিক হয়ে গেছে। উপভোগ করার মত নূন্যতম উৎসটুকু হারিয়ে যাচ্ছে।

ধন্যবাদ সাথে থাকার জন্য মাদিহা মৌ আপু। শুভেচ্ছা রইল

৩৯| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৮

হাসান মাহবুব বলেছেন: 8-|

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

খোলা মনের কথা বলেছেন: :-B :-B :-B

ধন্যবাদ হাসান মাহবুব ভাই

৪০| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫২

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি মুগ্ধ। আপনার সংগ্রহ অতি সমৃদ্ধ। ভাল থাকবেন। ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

খোলা মনের কথা বলেছেন: মুগ্ধ হয়েছেন শুনে ভাল লাগলো। ধন্যবাদ ভাল থাকুন সব সময়।

৪১| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাই আপনার সাথে শৈশবে গিয়ে মনটা ভীষন ভাবে কষ্টে পতিত হল। আবার শৈশবকাল শৈশবসঙ্গী শৈশবস্মৃতি আমার সাথে চলে আসতে চায়। সময় আর জীবনের কড়া নিয়মে তাদের ফেলে আসতো হল চোখের পানিতে। ভাল লাগা রইলো আপনার পোষ্টে ।

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

খোলা মনের কথা বলেছেন: আবার শৈশবকাল শৈশবসঙ্গী শৈশবস্মৃতি আমার সাথে চলে আসতে চায়। এটা সকলের কামনা থাকে। কিন্তু জীবনের কিছু সীমাবদ্ধতায় বন্ধী হয়ে যায়। আপনার সামনের দিন গুলো আরও সুন্দর হোক এ কামনা রইল। ধন্যবাদ নুরুন নাহার লিলিয়ান আপু

৪২| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৫

আমি ব্লগার হইছি! বলেছেন: কয়েক দিন আগে বেনাপোল থেকে বনগা যাওয়ার সময় এক ইন্ডিয়ান সিএনজি চালক এর হাতে ক্যাসিও এফ৯১ ঘড়িটা দেখেছিলাম। হাওয়াই মিঠাই আলাদের ওই কাগজে লেখাটা কোন কালি দিয়ে লেখা হয় জানেন?

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

খোলা মনের কথা বলেছেন: ওটাকেও দফারফা করে ছেড়েছি ছোটবেলায় :P :P :P

লেবুর রস দিয়ে কাগজের উপর লিখে দু দিন রোদে শুকাতাম তারপর নিজেরা সেটা দিয়ে খেলা করতাম। ধন্যবাদ ভাই।

৪৩| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

খোলা মনের কথা বলেছেন: সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

৪৪| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৯

আব্দুল্যাহ বলেছেন: এই কারনেই সামুতে আসি না!
ঢু মারতে এলেও কিভাবে যে ২-৫ ঘণ্টা পেরিয়ে যায়।

শৈশবে ফিরিয়ে নেবার জন্য ধন্যবাদ

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩২

খোলা মনের কথা বলেছেন: একদম হক কথা বলছেন। সামুতে আসলে সময় কেমনে পার হয় জানি না।

সাথে থাকার জন্য ধন্যবাদ আব্দুল্যাহ ভাই। শুভকামনা রইল

৪৫| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: এই বয়সেও সেই কিশোর বেলায় ফিরে যেতে ভালই লাগলো।। অভাব শুধু চারকোনা বাক্সের সিনেমা।। যা ছোট ছোট খোপ দিয়ে দেখতে হতো।। সাথে মৌখিক বর্ননা।।

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৪

খোলা মনের কথা বলেছেন: তখনকার সময় বাইস্কোপ দেখে যে মজা পেতাম সেটা এখন সারা দিন 4K টিভি দেখেও পাওয়া যাবে না। হারিয়ে যাচ্ছে সব কিছু কালের বিবর্তনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সচেতনহ্যাপি ভাই

৪৬| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

কল্লোল পথিক বলেছেন:





হায়রে ছেলেবেলা!

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই সাথে থাকার জন্য

৪৭| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:



আমাদের শৈশব ছিল প্রকৃতির কাছাকাছি, গ্রামে সৈশব কেটেছে, খেলেধুলে সময় কেটে গেছে।

১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৪

খোলা মনের কথা বলেছেন: তখন এতো ডিজিলাইজেশন ছিলনা তাই সময় কাটানোর একমাত্র উপকরণ ছিল খেলাধুলা আর এসমস্ত কাজকর্ম। আস্তে আস্তে মানুষ প্রকৃতি থেকে দুরে সরে যাচ্ছে, যেটি ভবিষৎতের জন্য ভয়ংকার রুপ। সময় সময়ের গতিতে চলবে এটা স্বাভাবিক, আমরা কেউ তাকে পরিবর্তন করতে পারবো না। ধন্যবাদ আপনাকে

৪৮| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

অরুনি মায়া অনু বলেছেন: হাঁ এইসব শৈশবের স্মৃতি সময়ের আবর্তনে হারিয়ে গেলেও স্মৃতিতে রয়ে গেছে।

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫১

খোলা মনের কথা বলেছেন: সময়ের আবর্তনে হারিয়ে যাচ্ছে অনেক কিছু। এক সময় এগুলো রুপকথার মত হয়ে যাবে।

ধন্যবাদ অনু আপু। শুভেচ্ছা রইল

৪৯| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৪

ব্লগ সার্চম্যান বলেছেন: বুঝেছি আমার আসতে লেট হয়েগেছে ! আর এ ফাকে সব কটকট শেষ হয়ে গেছে ।
জটিল পোস্ট ভাই । সেই পিঁছু দিনে চলে গেলাম ।ধন্যবাদ।

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৩

খোলা মনের কথা বলেছেন: হেঁহেঁহেঁ দেরি করেছেন তার জন্য আপনার জন্য বাসি কটকটি রেখেছি। বেশি খাবেন না কিন্তু পেঁটে সমস্যা দেখা দিতে পারে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.