নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

তাদের গল্প কে লিখবে???

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২


১। এক সন্ধ্যায় একজন চা-ওয়ালা দেখতে পেলাম। এত বয়স যে, বয়সের ভরে নুয়ে পড়েছে। হাঁটতে পারছে না ঠিক করে। হাতে একটা চায়ের বড় ফ্লাস্ক, একটি পলিথিনে কয়েকটি সিগারেটের পেকেট, ছোট একটি পানির পাত্র (চায়ের কাপ ধোয়ার জন্য)। যদিও আমার চায়ের নেশা নেই বা তেমন চা খায় না, তবুও সামনে গিয়ে চা চাইলাম। আমাকে চা দিয়ে চা-ওয়ালা বসে পড়েছে। বুঝতে পারলাম দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। আমি বললাম, ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারছেন না এগুলো নিয়ে চলবেন কেমন করে??
কি করবো বাবা? কিছু তো করার নেই।
কেন আপনার ছেলেমেয়ে নেই??
২ ছেলে, ১ মেয়ে। কেউ দেখে না। আগে মসজিদের ইমামতি করতাম, এখন বয়স হয়েছে তাই .... (থেমে গেলেন)
আপনার পরিবার (স্ত্রী) আছে??
আছে, তার নিয়েই থাকি। কিচ্ছু করতে পারি না, ভিক্ষা করতেও খারাপ লাগে।
হেঁটে হেঁটে এতো কষ্ট না করে একটা ভাল জায়গা দেখে বসে চা বিক্রি করেন। কোথাও বসলে আপনাকে মানা করবে না।

ঠিক আছে, বলে টাকা নিয়ে চলে গেলেন। আমি কিছু সময় তাকিয়ে দেখলাম। ভালভাবে হাঁটতে পারছে না, পা ঠিক মতো পড়ছে না...তবু চলেই যাচ্ছে লোকটা.....

২। সাধারনত বৃদ্ধ লোকের রিক্সায় মানুষ বেশি উঠতে চায় না। অবশ্য এখানে কারো দোষ দেওয়াও ঠিক না। কারন সবাই ব্যস্ত আর একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য বলবান টাইপের রিক্সাওয়ালা হলে হাঁকিয়ে যেতে পারে। আমার অভ্যাস আমি তেমন ব্যস্ত না থাকলে বৃদ্ধ রিক্সাওয়ালা দেখলে তাদের বেশি প্রাধান্য দিই। কারন কোন উপায় না পেয়ে তারা রিক্সা চালায়। আমি চড়লে তাতে তারও কিছু সাহায্য হলো আমারও পথ চলা হলো। একদিন কোন কাজে একটি কুরিয়ার সার্ভিসে যাচ্ছি। একটি পার্সেল নিয়ে ফেরৎ আসতে হবে। যথারীতি বৃদ্ধ রিক্সাওয়ালা। বয়স ৭০-৭৫ হবে। ভালভাবে চালতে পারছে না। আমি কথা বলার চেষ্টা করলাম কিন্তু বুঝতে পারলাম বয়সের পাশাপাশি কানও বৃদ্ধ হয়েছে। ভাল শুনতে পায় না। জানতে চাইলাম, চাচার দেশ কোথায়???
ময়মনসিংহ।
এই বয়সে রিক্সা চালান কেন??
কি করবো, আর কোন কাজ জানি না যে।
ছেলে মেয়ে কি করে??
২ মেয়ে। ফোস্কা (বসন্ত) ওঠে ২ মেয়ে আর মেয়ের মা অন্ধ হয়ে গেছে। এখন তাদের তো ফেলে দিতে পারি না।

ফেরৎ যেতে হবে তার জন্য কিছু সময় অপেক্ষা করতে বললাম। ৫-৬ মিনিটে পারর্সেল নিয়ে ফেরৎ আসার সময় কথা বলতে পারেনি। এই লোকটার কিছু হলে ঐ পরিবারের কি হবে মাথার ভিতর ঘুরছে। ঐ দিন যাওয়া আসা ৪০ টাকার ভাড়া ৮০ টাকা দিয়েও তাকে খুশি করতে পারে নি।

৩। বস্তির পাশ দিয়ে হাঁটছি। একটা জায়গার কিছু লোকের জটলা। এগিয়ে গিয়ে শুনলাম, বস্তির ৭০ বছর বয়স রিক্সাওয়ালা বৃদ্ধের একমাত্র সঙ্গিনী আজ দুনিয়া থেকে বিদায় হল। বৃদ্ধকে দেখলাম পাথর চোখে তাকিয়ে আছে। এক ফোঁটা পানি নেই চোখে। আমার মাথায় ঢুকলো ঐ বৃদ্ধ আগে পরিশ্রম করতো তারপরও আশা ছিল। সে ঘরে ফিরবে, তার সঙ্গিনীর সাথে কথা বলবে, এক সাথে খাবে, সুখে দু:খে এক সাথে থাকবে। এখন, এখন সে কি করবে? কোন আশা বিহীন একাকী একজন বৃদ্ধের অনুভুতি কেউ কি উপলব্দি করতে পারবে তার মত করে??

(বি:দ্র: অনেক দিন পর ব্লগে ফিরে কিছু অনুভুতি শেয়ার করলাম ছাড়া কিছুই না। )
ছবি: ইন্টারনেট।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

কবির নাঈম দোদুল বলেছেন: আপনার লেখাটা পড়লাম। ভালো লাগলো। আমার লেখাগুলোও একটু দেখে আসবেন। কেমন লাগলো জানাবেন!

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

খোলা মনের কথা বলেছেন: জ্বী, ধন্যবাদ

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


ভয়ংকর এই দেশের বয়স্কদের জীবন!

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৮

খোলা মনের কথা বলেছেন: বড় ভয়ংকর এখন সন্তানেরাও তাদের মা-বাবার কথা ভাবা ভুলে যাচ্ছে।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: অবস্থা ভয়াবহ।

রাস্তাঘাটে, মসজিদে ভিক্ষুকদের সংখ্যা বেড়েছে। রেল স্টেশনে রাক কাটানো গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে।


@ ২ ছেলে, ১ মেয়ে। কেউ দেখে না।
বেশীর ভাগ ক্ষেত্রে এমনটাই হয়।

@ আমার অভ্যাস আমি তেমন ব্যস্ত না থাকলে বৃদ্ধ রিক্সাওয়ালা দেখলে তাদের বেশি প্রাধান্য দিই।
সাথে ভারী কিছু না থাকলে আমিও এটা করি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১০

খোলা মনের কথা বলেছেন: সন্তানেরা তাদের বাবা-মায়ের কথা ভুলে যাচ্ছে এটা সমনের দিনের জন্য খারাপ বার্তা। সবার ভিতর সহানুভূতি কাজ করুক। ধন্যবাদ ভাই

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬

টুটুল বলেছেন: বাস্তবতার কশাঘাত। অসম্ভব সুন্দরভােব ফুিটেয় তুলেত আপনি আরো মুন্সিয়ানা দেখিয়েছেন। ভালো লাগলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

খোলা মনের কথা বলেছেন: তাদের অনুভুতির দিকে তাকালে সামনের সব কিছু ভুলে যায়। তাদের আশা, আনন্দ, ভাল লাগা কোন কিছু নেই। তারা আমাদের চারপাশেরই লোক।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬

ঢাকার লোক বলেছেন: শুনেছি দেশে বৃদ্ধদের জন্য ভাতা চালু হয়েছে , জানিনা পরিমান কত, হয়তো অপ্রতুল , তবু কারা সে ভাতা পায় ? একজন মসজিদের এককালীন ইমামকে এই অবস্থায় বেঁচে থাকার জন্য চা ফেরি করে বেড়াতে হয় , দুঃখজনক !

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭

খোলা মনের কথা বলেছেন: ভাতা-টাতা সব কুমিরের পেটে। তাদের সুইস ব্যাংকে একাউন্ট আছে, সিংগাপুরে বাড়ি আছে। তাদের চোখ প্যারিসের আইফেল টাওয়ারের দিকে। বস্তি, রিক্সাওয়ালা, চা-ওয়ালাদের দিকে নজর পৌছায় না।
আমাদের অবস্থা এটাই যে ইমামতি করে ভিক্ষা, মুক্তিযোদ্ধা হয়ে ফেরিওয়ালা, শেষ বয়সে ঠেলাগাড়ি ঠেলতে হবে। এই না হলে সভ্য সমাজ।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: প্রচুর টাকা পয়সা না থাকলে শেষ জীবনটা খুব কষ্টে কাটবে। এটা পরিস্কার বুঝতে পারছি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

খোলা মনের কথা বলেছেন: সঠিক ভেবেছেন। অনেকে ভাবে কিন্তু ভেবেও কিছু করতে পারে না। কিছু করবে করবে ভেবে বৃদ্ধ হয়ে যায়। তখন তাদের দু:খের সীমা থাকে না। ধন্যবাদ রাজীব ভাই

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ ঢাকার লোক বলেছেন: শুনেছি দেশে বৃদ্ধদের জন্য ভাতা চালু হয়েছে ,

গত ঈদে গ্রামের খবর,
বেশীর ভাগ বয়স্ক ভাতা/বিধবা ভাতা এর কার্ড মেম্বারের শুভাকাঙ্খিদের/আত্মীয়দের দেয়া হয়েছে। সব হ য ব র ল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

খোলা মনের কথা বলেছেন: বাংলাদেশে কার্ড মেম্বারদের থেকে বেশি বয়স্ক, বিধবা কোথাও নেই। তারা এতই বয়স্ক আর বিধবা যে তাদেরই ভাল করে চলে না, অন্যদের কি দিবে।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

সোনালী ঈগল২৭৪ বলেছেন: খুব সুন্দর লিখেছেন , আমি ব্লগে নতুন ,ব্লগ ঘুরে আসার আমন্ত্রণ রইলো

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

খোলা মনের কথা বলেছেন: আমার ব্লগে স্বাগতম। আশপাশ দেখুন দেখুন, ভাবুন, লিখুন। ধন্যবাদ

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কষ্টের অভিজ্ঞতা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬

খোলা মনের কথা বলেছেন: কষ্ট লাগার মত। এ কষ্টের শেষ নেই। ভাবলে এর কুল পাওয়া যায় না। ধন্যবাদ আবু হেনা ভাই।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লেখাটা পড়ে মনটা খারাপ হয়ে গেল। রাস্তাঘাটে শ্রমজীবি বৃদ্ধদের দেখলে খুবই খারাপ লাগে। নিজেও কিছু করতে পারি না সরকারও তাদের জন্য কিছু করতে পারে না...

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮

খোলা মনের কথা বলেছেন: যার যার ভাবনা তার তারই ভাবতে হয়। খারাপ লাগে। তাদের দেখার মত, তাদের কথা ভাবার মত, তাদের অনুভূতি বোঝার মত মানুষ নেই।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১

আখেনাটেন বলেছেন: বেদনাদায়ক। অাসলে বাংলাদেশে নামেই স্যোসাল সেফটি নেট রয়েছে। এই বয়সেও নিজের খাদ্যের সংস্থান করতে হচ্ছে। ভাবা যায়।

আপনাকে অনেক দিন পর ব্লগে দেখছি। একসময় নিয়মিত দেখতাম। আপনি বেশ ভালো লেখেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

খোলা মনের কথা বলেছেন: আজ তাদের নিজেদের অবস্থা ভাল হলে আমার ব্লগে লেখা লাগতো না। তাদের জন্য কিছু করা উচিৎ

নিজের কিছু ব্যবসায়িক কাজে অনেক দিন ব্যস্ত থাকায় অনিয়মিত হয়ে গিয়েছিলাম। তবে মাঝে মাঝে আপনাদের লেখায় ঢুঁ মেরে যেতাম। লেখা বা কমেন্ট করা হতো না। আবার নিয়মিত আপনাদের সাথে থাকবো এখন থেকে আশা করি। আমাকে মনে রেখেছেন ভেবে ভাল লাগলো।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

দীপংকর চন্দ বলেছেন: মন্তব্য করতেও অস্বস্তি লাগে কিছু কিছু ক্ষেত্রে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

খোলা মনের কথা বলেছেন: শীত বর্ষায় রাস্তার পাশে ঘুমানো মানুষ দেখলে খারাপ লাগে, ছোট ছোট বাচ্চা থাকে। ঐ বাচ্চারা বড় বড় দালানের দিকে তাকিয়ে হয়তো ভাবে আমি কি অপরাধ করেছি.... এগুলো ভাবলে মনটা গুমোটে হয়ে যায়।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২

আলআমিন১২৩ বলেছেন: অনেকে ভাবে কিন্তু ভেবেও কিছু করতে পারে না। কিছু করবে করবে ভেবে বৃদ্ধ হয়ে যায়। তখন তাদের দু:খের সীমা থাকে না।অনেক বাস্তব কথা। ধন্যবাদ লেখাটায় যে আবেগ জড়িয়ে আছে তা চমৎকার উপস্হাপনের জন্য।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

খোলা মনের কথা বলেছেন: যারা ভাবে তারা কিছু করতে পারে না আর যাদের করার ক্ষমতা আছে ‍তারা ভাবে না। দু:খ হয় নিরীহ মানুষ গুলোর জন্য।

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে এলেন!
আমাদের অনেকের হয়তো বড় একটা মন আছে কিন্তু সাধ্য নেই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

খোলা মনের কথা বলেছেন: অনেক দিন পরে এলাম। আমাকে আপনারা মনে রেখেছেন দেখে খুবই ভাল লাগছে। এখন থেকে আবার আপনাদের সাথে থাকবো আশা করি।
এদের জন্য আমাদের কিছু করা উচিৎ। তারা আমাদের আশেপাশেরই

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

প্রশ্নবোধক (?) বলেছেন: দেশে অনেক টাকা অপচয় হয়। মসজিদ -মন্দিরগুলোতে দামী পাথরের কারচুপি হয়। অথচ ধর্ম যা চায় তা কেউ করে না।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

খোলা মনের কথা বলেছেন: এদেশে মরা মানুষের খাওয়ানো হয় আর জীবিত মানুষগুলো অনাহারে থাকে।

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৭

আরোগ্য বলেছেন: আমি নতুন সদস্য। আপনার লেখা পড়ে ভালো লাগলো। আসলে আজকাল মানুষগুলো কেমন হবে যান্ত্রিক হয়ে যাচ্ছে।

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

খোলা মনের কথা বলেছেন: নতুন ব্লগে আপনাকে স্বাগতম। লিখুন। মানুষ, গাছ, পাখি, দেশ, বিদেশ নিয়ে লিখুন।
মানুষ যান্ত্রিক হয়ে নিন্ম শ্রেনীর মানুষের জন্য খুব কষ্টকর হয়ে উঠেছে। তাদের দেখার কেউ নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.