নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

চীনে অবস্থানরত বাংলাদেশীরা কেমন আছে।

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৮


করোনা ভাইরাসে আক্রান্ত চীন ও তার পার্শ্ববর্তীদেশগুলো। এই পর্যন্ত অর্ধশতাধীক লোক মারা গেছে এই ভাইরাসে। এখনো পর্যন্ত সনাক্ত করা যায়নি কোথা থেকে করোনা ভাইরাস ছাড়িয়েছে বা এর প্রতিকার কি! এমনকি চীনের পক্ষে ভাইরাস নিয়ন্ত্রণ সম্ভব না বলে জানিয়েছে কিছু চীন বিজ্ঞানী। এটি একটি ভয়ংকর ব্যাপার!!!

ব্যবসা, পড়াশুনা, ভ্রমন ও কাজের জন্য চীনে অনেক বাংলাদেশী বসবাস করছে। বিশেষ করে পড়াশুনার জন্য বড় একটি সংখ্যা চীনে বসবাস করছে। তাই বাংলাদেশ সরকারের উচিৎ অন্তত চীনে অবস্থানরত ছাত্রদের দিকে একটু বিশেষ নজর দেওয়া। ভারত, শ্রীলংকা সহ কিছু দেশ নিজ উদ্ধ্যোগে বিশেষ বিমান সার্ভিস চালু করে ফ্রি তে নিজ দেশে ছাত্রদের ফেরৎ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারেরও উচিৎ ছিল অন্তত ফ্রি তে না হোক ছাত্রদের সুস্থভাবে দেশে ফেরানোর একটা ভাল ব্যাবস্থা করে দেওয়া। যদিও আমাদের ব্লগার চাঁদগাজী সাহেব চীন থেকে বর্তমানে কাওকে দেশে আনার পক্ষে নন।

করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ সরকার একটি হট লাইন নাম্বার ও চালু করেছে। বাংলাদেশী ছাত্ররা জানিয়েছে হট লাইন নাম্বার কিছু সময় বন্ধ, কিছু সময় ব্যাস্ত, কিছু সময় কল হলেও রিসিভ হয় না, আর রিসিভ হলেও তাদেরকে মাস্ক ব্যবহার করতে, ঘরের বাইরে বের না হতে, দরজা জানালা বন্ধ করে রাখতে, নিয়মিত প্যারাসিটামল ট্যাবলেট ক্যাপসুল খাওয়ার পরামর্শ দিচ্ছেন। উহান প্রভিন্স বন্ধ থাকায় কোন স্টুডেন্ট নিজ দায়িত্বে দেশেও ফিরে যেতে পারছে না। এমনকি এম্বাসি থেকে ছাত্রদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলা হলেও এই ব্যাপারে ছাত্ররা কিছুই জানে না! হটলাইনে বার বার যোগাযোগ করার পরও মেইলে জানানো হচ্ছে যে, এই অবস্থায় কোন সাহায্য করা সম্ভব না!

বাংলাদেশ সরকারের উচিৎ এম্বাসি থেকে প্রতিটা ছাত্রর সাথে নিয়মিত যোগযোগ রাখা। সম্ভব হলে চীন থেকে দ্রুত ছাত্রদের মেডিকেল চেকআপ করে দেশে ফেরৎ নিয়ে আসা। এমনকি চীন বা চীনের পার্শ্ববর্তী দেশ থেকে কোন ফ্লাইট আসলে প্রতিটা মানুষকে ভালভাবে চেকআপ করার পর তাদেরকে ছাড়া।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের হেফাজত করুন।
কী আতংক ছড়িয়ে পড়ছে চারিদিকে

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৪

খোলা মনের কথা বলেছেন: অনেকে ধারণা করছে সামুদ্রিক মাছ বা শুকর থেকে ভাইরাসটি ছাড়িয়েছে। একা চীন এই ভাইরাস নিয়ন্ত্রন করতে পারবে না বলেও অনেকে মন্তব্য করেছেন। তার মানে এটি দিন দিন বিস্তার লাভ করবে। তাই এখুনি বাংলাদেশীদের ঘরে ফিরে নিয়ে আসা জরুরী।

২| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: কোরআন হাদীসে এই সমস্ত রোগের কথা সব বলা হয়েছে।
মানুষ সাবধান হয়নি বরং আরো বেশি পাপ করে গেছে।

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৬

খোলা মনের কথা বলেছেন: আপনার গ্যাস্টিক আলসারের কি অবস্থা?? নাদুস নুদুস চেহারাটা রোগা হয়ে গেছে।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৮

একাল-সেকাল বলেছেন:
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করে জানিয়েছিলেন, নতুন এক ধরনের করোনা ভাইরাসে লাখ লাখ মানুষ মারা যেতে পারে।
শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি মেইল।

বিশেষজ্ঞরা তখন বলেছিলেন, ১৮ মাসে বিশ্বে এ ভাইরাসে প্রায় ৬৫ মিলিয়ন (সাড়ে ছয় কোটি) মানুষ মারা যবে।
করোনা ভাইরাসে বিশ্বে সাড়ে ৬ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা
রোহিঙ্গাদের জন্য মমতা থাকতে পারে, কিন্ত নিজ নাগরিকদের জন্য বাংলাদেশ সরকারের কি উচিৎ না বিশেষ বিমানে আটকা পড়া বাংলাদেশীদের ফেরত আনা।? আর বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের যাতায়াতে সতর্ক থাকা।

২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮

খোলা মনের কথা বলেছেন: ধারনা করা হচ্ছে ৫-৬ কোটি মানুষ মারা যেতে পারে এটি কত ভয়ানক খবর চিন্তা করা যায় না। কোন বাঙ্গালী আক্রান্ত হওয়ার আগেই দেশে ফিরে নিয়ে আসা ঠিক হবে। আর চায়না কোরিয়ানদের থেকে সর্তক থাকা ‍উচিৎ। বিমানও পোর্টগুলো খুব সতর্ক থাকাও জরুরি

৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চীনে বসবাসরত প্রায় তিন হাজার বাংলাদেশি নাগরিকদের মধ্যে প্রায় তিনশ জনের বসবাস উহান এবং এর আশেপাশের শহরগুলোয়। করোনাভাইরাসের এই বিস্তারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মোকাবিলার কথা জানিয়েছে চীনের বাংলাদেশ দূতাবাস।
এখন পর্যন্ত কোন বাংলাদেশি বা বিদেশি নাগরিকের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বাংলাদেশি নাগরিককে জরুরি প্রয়োজনে যেকোনো সহায়তা চাওয়ার জন্য সপ্তাহে ২৪ ঘণ্টার একটি হটলাইন নম্বরে যোগাযোগের জন্য বলেছে।
বিশেষ করে কেউ অসুস্থ হলে দূতাবাসের পক্ষ থেকেই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়া হবে।

২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০১

খোলা মনের কথা বলেছেন: কিছু উহান ছাত্রদের পোষ্ট দেখলাম। তারা হতাশ। তাদের সাথে কেউ যোগাযোগও করেনি। তাদের সরিয়ে ফেলা উচিৎ হবে

৫| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০১

করুণাধারা বলেছেন: কি ভয়ংকর খবর! আমরা আতংকিত হয়ে পারি, কিন্তু যাদের কিছু করার আছে তারা নিশ্চিন্তে বসে আছে। আজকের প্রথম আলোর তৃতীয় পাতার খবর, উহানে থাকা ৪০০ বাংলাদেশী ছাত্র নিরাপদে আছে- এটুকু বলেই কর্তাদের দায়িত্ব শেষ!

আল্লাহ যেন এই বাচ্চাগুলোর সহায় হোন, এদের দেশে ফিরিয়ে এনে পুরোপুরি আইসোলেসনে রাখা হোক, তবু ফিরে আসুক। কোন মায়ের বুক যেন খালি না হয়।

২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৮

খোলা মনের কথা বলেছেন: ছাত্রদের ফিরিয়ে আনা জরুরি। বিশেষ করে উহানের আশেপাশে যারা আছে। চীনে বসাবসকরী ছাত্রদের পরিবার গুলো বেশ আতঙ্কে আছে। হট লাইন নাম্বারে বিশেষ কিছু হবে না বুঝা যাচ্ছে। অন্য দেশেগুলো বুঝে ফেলেছে তাই তাদের ছাত্র দেশে ফেরৎ নিয়ে গেছে। বাংলাদেশ সরকার বরাবরই দ্বায়িত্বহীন

৬| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


চীনে যেসব বাংগালী আছে, তারা ইতিমধ্যে ভাইরাসে আক্রান্ত না হয়ে থাকলে, আর আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই; আক্রান্ত হলে, চিকিৎসা পাবে। বাংলাদেশে যারা আক্রান্ত হবে, শতকরা ৯৫ জন চিকিৎসা পাবে না।

৬/৭ কোটী মারা যাবে না।

২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭

খোলা মনের কথা বলেছেন: চীনে থাকলে চিকিৎসা পাবে এটা সত্য কিন্তু গবেষকদের ধারনা সত্য হলে মহামারিতে পরিনত হবে। তখন চিকিৎসা পাওয়াও কঠিন হয়ে যাবে। তারপরও আশা করি এতো বড় পর্যায় যেন না যায়।

চীনে সব থেকে বেশি মানুষ। ওখানে আক্রান্ত হয়ে মানুষ মরে যাওয়ার সম্ভবনা বেশি। বিশ্বস্বাস্থ্য সংস্থাগুলো এখুনি এগিয়ে আশা প্রয়োজন

৭| ২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


চীনে কতজন মরবে, সেটার সঠিক সংখ্যা চীন কোনদিনও দেবে না।

২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৯

খোলা মনের কথা বলেছেন: ভাইরাস জনিত কারনে মৃতু সংখ্যা বড়লে না বললেও মানুষ মোটামুটি ধারনা করতে পারবে।

৮| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০৬

নেওয়াজ আলি বলেছেন: নিজে সচেতন হই। অন্যকে সচেতন করি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকি।

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৬

খোলা মনের কথা বলেছেন: চাইনিজ রা আপাতত বেশ পরিস্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল করবে।

৯| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৯

নতুন বলেছেন: এটা নিয়ে প‌্যানিক্ড হবার চেয়ে আগামী ডেঙ্গু মৌসুমের জন্য প্রস্তুতি কেমন সেটা নিয়ে ভাবা দরকার।

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৪

খোলা মনের কথা বলেছেন: সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত তাই ডেঙ্গু নিয়ে ভাবার সময় নেই। তাছাড়া বাংলাদেশের মানুষ ডেঙ্গু মেঙ্গু হয়ে, টলার ডুবে, আগুনে পুড়ে মারা যাবে এগুলো সাধারন ব্যাপার।

আমি মশার কয়েল কিনে রাখি এক প্যাকেট করে। মশার কয়েলে ফুসফুস যা হয় হোক অন্তত ডেঙ্গু থেকে রক্ষা হোক।

১০| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৯

নতুন বলেছেন: জানালায় নেট লাগান, ফেরোমন ফাদ তৌরি করুন
https://gizmodo.com/this-low-tech-trap-for-killing-mosquito-eggs-is-brillia-1769907351

মশার কয়েল মশা মারার বিষ, মানুষের ফুসফুস ধ্বংস হচ্ছে দিন দিন এতে।

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৬

খোলা মনের কথা বলেছেন: সেটাই করা দরকার। কিন্তু সারা ঢাকার মশার রুকবে কোন ফেরোমান ফাঁদ। সকলে আর একটু সৎ সচেতন পরিস্কার পরিচ্ছন্ন হলে ভাল হতো। যেদিকে যাচ্ছি সেদিকেই খারাপ অবস্থা

১১| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আসলে ই উদ্বেগের কথা। আমাদের এখনই সতর্ক হওয়া উচিত।

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩২

খোলা মনের কথা বলেছেন: আমাদের সকলের সচেতন হওয়া দরকার। একটু সতর্ক থাকলে অনেক কিছু থেকে রক্ষা পাওয়া সম্ভব

১২| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার গ্যাস্টিক আলসারের কি অবস্থা?? নাদুস নুদুস চেহারাটা রোগা হয়ে গেছে।

আমি ইচ্ছা করে ওজন কমাচ্ছি। বর্তমানে ৭৭ কেজি । এখন কমাতে চেষ্টা করছি। ৬০ কেজি করবো। অলরেডি কমতে শুরু করেছে।

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২১

খোলা মনের কথা বলেছেন: বডি ম্যাচিং ইনডেক্স ফলো করুন। হাইট অনুযায়ী ওয়েট। বেশি কমে গেলেও সমস্যা হতে পারে।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: পত্রিকা জেনেছি চীনে অবস্থারত বাঙ্গালীরা ভালো আছেন।

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৩

খোলা মনের কথা বলেছেন: আজ নিউজে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী চায়না থেকে বাঙলীদের নিয়ে আসার জন্য বলেছেন। এটি ভাল উদ্ধ্যোগ হবে। বিমানবন্দর থেকে কোন যাত্রীকে মেডিকেল চেকআপ না করে বের হতে দেওয়া ঠিক হবে না পাশাপাশি স্থলবন্দর গুলোও যথাযথ মেডিকেল ব্যবস্থা নিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.