![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। লেখালেখি আমার কাজ না। তবুও মাঝে মাঝে লিখতে ইচ্ছে হয়, তাই লিখি। https://www.facebook.com/Juphon
৩ বছর বয়সে.........
কই বাবা,
আমার চকলেট কই?
আমি কিন্তু কিছুই খাব না,
চকলেট আমার চাই-ই চাই।
১০ বছর বয়সে.........
বাবা, আমার ব্যাগ আননি?
আম্মুকে বলবো?
তোমায় দেবে একটা ঝাড়ি।
কথা বলবনা তোমার সাথে।
যাও, দিলাম আড়ি।
৩০ বছর বয়সে.........
আব্বুর এখন অনেক বয়স,
তেমন হাটতে পারেনা।
ঔষধ ছাড়া এখন আব্বুর
একদিনও চলেনা।
আব্বু এখন আমার কাছে বায়না ধরে
আমার ওষুধ এনেছিস?
নাইলে কিন্তু আমি কিছুই খাব না।
আমি কিছু বলার আগেই বউ বলে
আরে বুড়ো, তোমায় খেতেই দেব না।
বাবা এখন বলে,
আমায় একটা হুইল চেয়ার দিবি?
আমি বলি____
চল তোমায় বৃদ্ধাশ্রমে রেখে আসি,
ওখানে আছে সবই।
৩০ বছর পর.........
আজ আমার বয়স ৬০ পুরোলো,
আমার ছেলের বিয়ে হল,
ঘরে একটা বউ এল।
সে-ও আমার কাছে বায়না ধরত,
কোন একটা না পেলে
খুব করে কাঁদতো।
আজ সে আমায় পাঠিয়েছে বৃদ্ধাশ্রমে।
হঠাৎ বাবার কথা খুব মনে পড়ছে।
আমাকে বাবা খুব আদর করত।
এখানে যে বাবার ১৮ টা বছর কেটেছে!!!
মনে মনে খুব কেঁদেছি,
বললাম, বাবা আমায় ক্ষমা কর।
আমার প্রতিফলই আমি পেয়েছি।
[আমার প্রথম লেখা]
©somewhere in net ltd.