![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। লেখালেখি আমার কাজ না। তবুও মাঝে মাঝে লিখতে ইচ্ছে হয়, তাই লিখি। https://www.facebook.com/Juphon
পথের ধারে,
হাতপাতা লোক রোদে পুড়ে মরে।
কেউ দেখার নেই তাকে।
তবুও সে বেঁচে থাকে।
একচোখ নেই,
নেই একটি পা।
তবুও তাকে বলি দূর হয়ে যা।
ছোট্ট শিশু,
বছর পাঁচেক হবে।
পেছন থেকে ডাক দিয়ে বলে
সে নাকি কিছু খাবে।
এমন দৃশ্যগুলো কেন পড়বে চোখে?
আমরা কি পারিনা দিতে
এইসব কিছু রুখে?
আসুন, সবাই মিলে কাজ করি।
নতুন ভাবে সমাজটা গড়ি।
©somewhere in net ltd.