নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের আত্মপ্রকাশ...

আমি সবসময় লিখি না। হয়তো লেখা তেমন ভালো হয় না। তবুও চেষ্টা করি ভালোভাবে লিখতে।

জিয়াদুল আমিন চৌধুরী

আমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। লেখালেখি আমার কাজ না। তবুও মাঝে মাঝে লিখতে ইচ্ছে হয়, তাই লিখি। https://www.facebook.com/Juphon

জিয়াদুল আমিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বন্ধু...

০৯ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:১৭

(এক বন্ধু অন্য বন্ধু কে)
আচ্ছা, কেন এমন হয়?
যার সাথে ঘুরিফিরি,
সে-ই পাল্টে যায়।

দুনিয়াটা বড় আজব জায়গা, তাইনা।
না না, আমি ঝাল মুড়ি খাইনা,
তুই-ই খা।
তুই বের হতে বলেছিস
তাই বের হলাম।
(দোকানিকে কাছে ডেকে)মামা দুইটা চা।।

(দ্বিতীয়বার ঝালমুড়ি খেতে বলার পর)
বললাম তো রে ভাই খাবনা,
কেন এত জ্বালাস?
যা, তুই ও যা।
আমার দুঃখটা কেউই বুঝিস না তোরা।

আচ্ছা, আমার দোষটা কি বল?
দেখ, বেশি ফাইজলামি ভাল লাগেনা।
ধুর, উঠ এখান থেকে।
আরে চল না, চল, চল।

খাবনা কিছু,
খেলে তুই খা।
দেখ, আমি কিন্তু গেলাম।
তোকেও সালাম।

উফ, পাইসস কি আমারে?
শুধু কি তোর ব্যাথা করে?
হা হা হা...।

[এবার বন্ধু বলল]
যাক তোকে হাসাতে পেরেছি,
[অন্যজন]
হমম, তাই তো তোর কাছে আসছি।

যাই রে, অনেক দেরি হয়ে গেছে।
ভাগ্যিস করেছিলাম সব তোর সাথে শেয়ার।
Bye. Take care...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.