নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের আত্মপ্রকাশ...

আমি সবসময় লিখি না। হয়তো লেখা তেমন ভালো হয় না। তবুও চেষ্টা করি ভালোভাবে লিখতে।

জিয়াদুল আমিন চৌধুরী

আমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। লেখালেখি আমার কাজ না। তবুও মাঝে মাঝে লিখতে ইচ্ছে হয়, তাই লিখি। https://www.facebook.com/Juphon

জিয়াদুল আমিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দেশকে ভালোবাসুন, দলকে নয়।

০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

আপনি দেশপ্রেমিক সেজে কথা বলেন ভালো কথা, নিজের দলের দোষগুলো আড়াল করেন কেন? এটা কি আর দেশ প্রেম হল?
এটাকে বলা হয় দলপ্রেম। আপনি নিজের দলকে সব অন্যায়ের
ঊর্ধ্বে রাখবেন কেন? আপনার নিজের দলটাকে ক্ষমতায়
দেখতে চান বলে। আরে ভাই, চিন্তা করে দেখেন।
যাদের জন্য আপনি এত মিথ্যার আশ্রয় নিচ্ছেন, তারা আপনাকে কি দিচ্ছে?
আপনি নিজেও জানেন না ঘর থেকে বের হলে নিরাপদে বাড়িতে ফিরে আসতে পারবেন কি না। হয়তো আপনি নিজেও জানেন যে আপনি এখন নিরাপদ না। যে রাজনীতি আমাদের নিরাপত্তার ঘাটতি এনে দেয়, সেই রাজনীতির কোন মূল্য আছে? আপনি হয়তো ভাবছেন, আমাকে কেউ কিছু করতে পারবে না। আমার হাতে এখন প্রচুর ক্ষমতা। কিন্তু কতক্ষন? যেই মাত্র আপনি গদি ছাড়লেন, সাথে সাথেই আপনি ক্ষমতাহীন। তখন কি করবেন? আমরা সবসময় দেশপ্রেমিক হিসেবে ধোঁয়া তুলতে পছন্দ করি। কিন্তু কেউ যখন আমাদের সমালোচনা করে তখনই তার পেছনে বাঁশ দিতে উঠেপড়ে লাগি। চিন্তা করিনা সমালোচনা কতটুকু ঠিক। আর যদি সেই সমালোচনা সঠিক হয় তখন আমরা ওই দোষ শোধরানোর চেষ্টা করি না। এই কারনেই আমরা আজো বেশি দূর এগিয়ে যেতে পারছিনা। মেনে নিলাম আমরা দেশের জন্য অনেক কিছুই বলি, করি। কিন্তু শপিংয়ে গেলে আগে খুঁজি বিদেশি পণ্যটাই। মোবাইল ফোনে যখন ওয়েলকাম টিউনের বিজ্ঞাপন হিসেবে কাস্টমার কেয়ার থেকে ফোন আসে তখন তারা হিন্দি গানের কলি বাজিয়েই বিজ্ঞাপন করে। আমাদের দেশে কি ভালো শিল্পীর এতই অভাব? এসব দেখে বড় দুঃখ লাগে। আসলেই আমরা গর্বিত জাতি।
এভাবে আমরা আসলে কতটুকু এগিয়ে যেতে পারবো?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

খেলাঘর বলেছেন:

" যেই মাত্র আপনি গদি ছাড়লেন, সাথে সাথেই আপনি ক্ষমতাহীন। তখন কি করবেন? "

-গদি নেই আমান উল্লা আমানের, রিজভী, আব্বাসের; ওরা আপনার থেকে বিলিয়ন গুণ শক্তিশালী!

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

জিয়াদুল আমিন চৌধুরী বলেছেন: পাকিস্তান কিন্তু আমাদের চেয়ে বিলিয়ন বিলিয়ন গুন শক্তিশালী ছিল।

২| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

খেলাঘর বলেছেন:

"আমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। লেখালেখি আমার কাজ না "

- সেটাই হচ্ছে।

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

জিয়াদুল আমিন চৌধুরী বলেছেন: আস্তে আস্তে শিখছি।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১০

ঢাকাবাসী বলেছেন: আরো পড়াশুনা করুন, লেখাটি ভাল হয় নি।

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

জিয়াদুল আমিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.