![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। লেখালেখি আমার কাজ না। তবুও মাঝে মাঝে লিখতে ইচ্ছে হয়, তাই লিখি। https://www.facebook.com/Juphon
আমার নাতি আজ (২০-০১-২২১৫ সাল) তার ছেলেকে গল্প বলছেঃ
[আমি তো অশরীরী আত্মা, তাই শুনতে অসুবিধা হয়নি।]
----------------------------------------------------------------------------------------------
একসময় মহাবিশ্বে পৃথিবীনামক এক গ্রহ ছিল।
সেই গ্রহে ছিল বাংলাদেশ নামক এক ছোট্ট দেশ।
খুব সুন্দর ছিল দেশটি। দেশটিকে কোন সময়ই শান্তি ছিল না।
১৯৭১ সালে জন্ম নেয়ার পর থেকে কোন না কোন গেঞ্জাম দেশটিতে লেগেই থাকতো। এর পেছনে ছিল ঐ দেশের রাজনীতির দুই স্বঘোষিত পরাশক্তি বিম্পি আর আম্লিগ।
দুই দলের মাঝে সব সময়ই দ্বন্দ্ব লেগে থাকতো। দুই দলেরই উদ্দেশ্য ছিল ক্ষমতায় গিয়ে দেশের মানুষকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবে।
আর এই ক্ষমতার গদি পাওয়ার জন্য দল দুটি একে অন্যের পেছনে মোটা মোটা বাঁশ নিয়ে ঘুরতো।
যখন যে দল যেভাবেই ক্ষমতায় আসুক না কেন, অন্য দলটি সব সময় বলতো দেশে গণতন্ত্র চালু নেই। এরপর শুরু হতো হরতাল, অবরোধ।
প্রথম প্রথম হরতাল অবরোধে কোন গাড়ি পোড়া হতো না, ভাঙ্গাও হতো না। কিন্তু ধীরে ধীরে এই পরিস্থিতির পরিবর্তন হতে থাকে। ফলে হরতাল মানে গাড়িতে আগুনকেই বুঝাতো।
এই আগুনে পুড়ে অনেকে মারাও যেতো। কিন্তু জনগণের স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করা খুবই জরুরি ছিল বলে দুয়েকজন সাধারণ মানুষ মারা গেলেও কোন ক্ষতি ঐ দেশের হতো না। কিন্তু যদি কোন নেতা মারা গেলে তার জন্য হরতালের এক্সপায়ার ডেট বাড়ানো হতো এবং আরও কিছু গাড়ি পোড়া হতো। আর গাড়ি পোড়ার সাথে ফ্রি হিসেবে কিছু মানুষও পোড় খেতো।
এভাবে করতে করতে অর্থাৎ দুইটি দল দেশের মানুষের ভালো চাইতে চাইতে বিশাল এক যুদ্ধ বাঁধিয়ে দিলো। সেই সাথে দেশটাও আস্তে আস্তে রসাতলে নিয়ে যেতে লাগলো। প্রতিদিন মানুষ মরে, কিন্তু কোন কাওরে ছাড় দেয় না।
এর মাঝে আমাদের পাশের এক গ্রহ "তোরা.স_বাই_বাইচ্চা.থা_ক" থেকে দয়া দেখিয়ে সাধরন কিছু মানুষকে ধরে নিয়ে গিয়ে তাদের এক মিউজিয়ামে ঠাই দেয়।
আর সেই ধরে নিয়ে আসা লোকেদের মধ্যে কপালগুনে আমিও পড়ে গেছি। তাই এখনো বেঁচে আছি।
না হয় কতো আগেই মারা পড়তাম...!!!
[আমার নাতির কথা শুনে আমি জোরে জোরে বলছিলাম, তুই বাঁচতে পারলেও আমি বাঁচতে পারি নাই নাতি। আমারে ওরা গাড়ি সহ পোড়ায়ে মারসে।
হয়তো আমার কথাগুলো আমার নাতিরা শুনতে পায়নি, আমি অশরীরী বলে।]
©somewhere in net ltd.