নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের আত্মপ্রকাশ...

আমি সবসময় লিখি না। হয়তো লেখা তেমন ভালো হয় না। তবুও চেষ্টা করি ভালোভাবে লিখতে।

জিয়াদুল আমিন চৌধুরী

আমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। লেখালেখি আমার কাজ না। তবুও মাঝে মাঝে লিখতে ইচ্ছে হয়, তাই লিখি। https://www.facebook.com/Juphon

জিয়াদুল আমিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

শিশিরের সান্নিধ্য (অনুকল্প)...

০২ রা জুন, ২০১৫ রাত ১২:৪০

আজ সকালে শিশির এসেছিল আমার সাথে দেখা করতে।
বসতে না বসতেই চলে গেছে।
যাবেই তো। অসময়ে এসেছে বলে কথা।
গরমের দিনে কি শিশির থাকে?
ও...। এখনো শিশিরকে চেনেননি?
শীতকালে যে শিশির থাকে, সেই শিশিরের কথাই বলছি আমি।

যা-ই হোক, সে এতো সাহস করে যে আমার সামনে মুখ দেখিয়েছে, সেটাই বা কম কি...!
এসে মাত্রই আমার অগোছালো বিছানা নিয়ে টানাটানি।

-উঠো। এতো বালিসহ ঘুমাও ক্যামনে?
-দেখতেই তো পাচ্ছো।
-লজ্জা করে না?

আমি আর কিছু বলিনি। হাতের কাছে একটা গামছা ছিল, গায়ে জড়িয়ে নিলাম।
সাথে সাথে আবার প্রশ্নবান ছুতে আসছে আমার দিকে।

-আবার এটা কেন?
-বা-রে, তুমিই তো বললে লজ্জা লাগে না কেন?
তাই এখন লজ্জা পাচ্ছি।

এরপর আমার দিকে আর সে ফিরেও তাকায়নি।
মুখ বাঁকিয়ে চলে গেছে। শুধু একটা কথাই বলেছে মুখে, "ত্যাঁদড়"। :p
আমিও আবার সেই বালির উপর ঘুমিয়ে পড়েছি।
আমার বিছানার বালিগুলো আর ঝেড়ে ফেলা হয়নি।
আমার এতঘুম আসে ক্যামনে?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.