![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টি এস সির কলংক আজো মুছে যায় নাই, গত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে ধর্ষিত হয়েছে একজন পেশাজীবি তরুনী । জোর করে তুলে নিয়ে আদিবাসী তরুনীকে পালাক্রমে ধর্ষণ করেছে পাঁচ নরপশু। আজ আবার ট্রাকের মধ্যে গার্মেন্টস কর্মী ধর্ষিত। সমস্যা টা কোথায়? আমাদের শাসন ব্যবস্থায় নাকি আমাদের দৃষ্টিভঙ্গীতে। সমস্যা হচ্ছে বিচার ব্যবস্থায়। আজ একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। আজ অবদি ধর্ষণের সঠিক বিচার কোন ধর্ষিতা পাইনি। পেয়েছে শুধুই লাঞ্চনা, পেয়েছে সমাজের অবহেলা। একজন ধর্ষিতা নারী শুধুই ধর্ষিত হয় তা নয় তার সাথে তার পরিবার ও ধর্ষিত হয়, ধর্ষিত হয় তার বর্তমান এবংভবিষ্যত, এর ফলে তাকে ও তার পরিবার সারাটা জীবন মাথা উঁচু করে দাড়াতে পারে না। আজব এক দেশ,আজব এক সমাজ ব্যবস্থা, যেখানে ধর্ষিতা এবং তার পরিবারকে অনেক অপমানের বোঝা মাথায় নিয়ে মাথা নিচু করে চলতে হয়, সেখানে ধর্ষকেরা বীরের মতো বুক ফুলিয়ে চলাফেরা করে। যেই দেশের প্রধান দুই দলের নেত্রী নারী সেই দেশে নারী ধর্ষিত হয় কিভাবে?
©somewhere in net ltd.