নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী এবং এটায় আমার সবচেয়ে বড় পরিচয়

বিবর্ণ অনুভুতি

জাহিদ খাঁন

বিবর্ণ অনুভুতি › বিস্তারিত পোস্টঃ

তুমি হীনা একটি রাত যেন একটি শতাব্দী

২৫ শে মে, ২০১৫ রাত ১০:২৯

একটি খারাপ দিন যতটা না র্দীঘ তার চেয়ে বেশী র্দীঘ হয় একটি নিদ্রাহীন রাত। আর সেই রাত যদি হয় কষ্টের/অন্ধকারের। আজকের রাত টি মনে হচ্ছে আরো বেশী অন্ধকার, আকাশে কোন চাদেঁর অস্তিত্ব নেই, সমস্ত আকাশটি মেঘে ঢাকা অন্ধকার। ছাদে হেটে হেটে মেঘের মাঝে চাঁদটিকে খোজার চেষ্টা করছি। যেভাবে তোমাকে খুজে ছিলাম। জানি তুমি আমাকে দেখা দিবে না অথচ আমি আজ ও তোমাকে খুজে চলেছি।হতে পারে তোমার কাছে আমার চাওয়া মুল্যহীন। তাই হয়তো আমার কাছ থেকে অনেক দুরে তুমি। অন্ধকার রঙে আজ ও আমি রঙ্গিন, আমার চাওয়া গুলো মেঘে ঢাকা। পৃথিবীর এক পাশে আলো আর অন্য পাশে অন্ধকার। আজ মনে হয় জীবনের আলোর পাশ শেষে অন্ধকার এর পাশে এসে পৌছেছি। বুঝতে পারছি তোমার অস্তিত্ব বিলীন হয়ে গেছে অথবা মেঘে ঢাকা পড়ে গিয়েছে।তুমি হয়তো অন্যের কাছে হয়তো আমার চেয়ে তার বেশী প্রয়োজন এই সময় তোমাকে।একটি বার এই আমাকে মনে পড়ছে না।মনে পড়ার কারণ ও নেই তুমি তো এখন আলোর পাশে অবস্থান করছো।তাই এই রাত জাগা পথিক এর চাওয়া তোমার কাছে মুল্যহীন। নিজের মনের মাঝে একটু শান্তনা খুজে বেড়াই যা দিয়ে পরবর্তী নিদ্রাহীন রাতগুলো পার করতে পারি। তুমি(সুখ/নিদ্রা)হীন একটি রাত যেনো একটি অভিশপ্ত শতাব্দী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.