![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌলবাদীদের হাতে এই বছরে প্রথম শিকার ব্লগার অভিজিৎ রায়, অভিজিৎ রায় কে হ্ত্যা করা হয় তার লেখনীর কারণে তার পর ব্লগার ওয়াশিকুর রহমান এবং অনন্ত বিজয় দাশ কে, উপরের সবাই বাংলাদেশের প্রথম সারির ব্লগার যার কারণে তাদেরকে নির্মম ভাবে হ্ত্যা করা হয়। তারা সবাই অনলাইনে লেখালেখি করছিলেন এবং ধর্মীয় গোড়ামীর বিরুদ্ধে বর্তমান যুব সমাজকে সঠিক পথ দেখাচ্ছিলেন। আসলে ব্লগার বলতে আজ হুমকি, কিছু কাপুরুষ নিজের অস্বিত্ব রক্ষার জন্য, আজ যারা তাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে হ্ত্যা করছে বা হত্যার হুমকি দিচ্ছে। আমার জানামতে উন্নত বিশ্বে আজ ব্লগার বলতে সম্মানিত এবং তাদেরকে সাংবাদিক এর র্মযাদা ও প্রদান করা হয়। কিন্তু আজ আমাদের দেশে সমাজের কিছু ঘৃনিত ব্যক্তির কারণে ব্লগারদের জীবন হুমকির মুখে। দেশের বিচারপ্রক্রিয়া মন্থর গতিতে চলার কারণে এবং এ যাবত আটক হামলাকারীদের শাস্তি দৃশ্যমান না হওয়ার কারণে এ ধরনের হামলা চালানোতে মৌলবাদি জঙ্গিরা উৎসাহ পাচ্ছে। স্বাধীন দেশের নাগরিক হয়ে আজ সবাই পরাধীন। নিজের মত প্রকাশের কোন সুযোগ নেই। হায়রে স্বাধীনতা কোথায় তুমি কোথায় গেলে পাবো তোমায়।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৫ রাত ১০:২৬
বিবর্ণ অনুভুতি বলেছেন: আমি এই সাইটে নতুন, যদি কোন ভুল হয়ে থাকে আমার লেখায় তবে ক্ষমা দৃষ্টি তে দেখবেন।