নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী এবং এটায় আমার সবচেয়ে বড় পরিচয়

বিবর্ণ অনুভুতি

জাহিদ খাঁন

বিবর্ণ অনুভুতি › বিস্তারিত পোস্টঃ

আমাদের ছোট্ট দান কারো জীবনে খুশির কারণ হতে পারে

২৭ শে মে, ২০১৫ রাত ১১:৩২

আজ সকালে ব্যাংকে ব্যক্তিগত কিছূ কাজ সেরে পাশের টং এ চা খাচ্ছি এমন সময় নয় থেকে দশ বছরের একটি ছেলে আমার কাছে এলো এবং আমাকে বলতে লাগলো ভাইয়া দুই টা টাকা দিবেন, ছেলেটি কাছে ডেকে জিজ্ঞেস করলাম দুই টাকা দিয়ে কি করবি, উত্তরে ছেলেটি বললো ভাইয়া একটা বাটারবন খাবো, আমি তাকে বললাম একটা বাটারবন তো ছয় টাকা, তোমাকে দুই টাকা দিয়ে কে দিবে, ভাইয়া আমি আর কাউ থেকে খুজে নেবো ছয় টাকা হলে একটা বাটার বন কিনবো, ছেলেটিকে জিজ্ঞেস করলাম সকাল এ কি খেয়েছো সে বললো ভাইয়া কিছু খায় নি, তাই আপনার কাছ থেকে টাকা খুজতেছি, সাধারণত এই সব ছেলেরা মিথ্যা কখা বেশি বলে, কিন্তু কেন জানি মনে হচ্ছিল ছেলেটি মিথ্যা বলেছে না, আমি তাকে বললাম ঠিক আছে আমি তোমাকে একটা বাটার বন কিনে দিচ্ছি তুমি আমার সামনে খাও, ছেলেটি বললো আমি আমার ছোট বনকে ডেকে আনি, আমরা দুইজনে একটা বন ভাগ করে খাবো, আমি তাকে বললাম ডেকে আনো, ছেলেটি দৌড়ে গেলো এবং রাস্তার পাশে থাকা ছোট মেয়েটিকে ডেকে আনলো এবং আমার পাশে দাড়িয়ে থাকলো, আমি তার হাতে দুটো বন দিলাম বন হাতে পেয়ে সে দোকানদারকে বললো ভাইয়া পানি দিবেন, পানি দিয়ে ভিজিয়ে খাবো, আমি দোকানদার কে বললাম ওদেরকে চা দিতে, চা দিয়ে বাটার বন ভিজিয়ে খাচ্ছে দুটি বাচ্চা আমার কাছে মনে হচ্ছে আমি রাজ্য জয় করলাম, কি বা ক্ষতি হলো আমার পকেট থেকে চব্বিশ টা টাকা না হয় খরচ হলো, কিন্তু মনের মধ্যে যে শান্তি পেলাম তার মুল্য চব্বিশ টাকার চেয়ে অনেক বেশী, না হয় আজকে চারটি টি গোল্ডলিফ সিগারেট এর টাকা খরচ হয়ে গেলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.