![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের রূঢ় বাস্তবতায়, স্বপ্নহীন পথিক অসহায়, তাই স্বপ্ন দেখে যাই, সত্যি হওয়ায় আশায়..........
(নারী অধিকার আর ধর্মীয় সহনশীলতার কথা শুনলে যাদের নুনুনুভুতিতে আঘাত লাগে তারা এই পোস্ট থেকে নিরাপদ দূরত্বে থাকেন) আজকে হেফাজতে (জামাত) ইসলাম তাদের ১৩ দফা দাবি জানিয়েছে । দাবিগুলো পইড়া যারপরনাই বিনুদিত হইছি । কিন্তু এই সাথে কিছুটা শংকিত ও চিন্তিত । এর মধ্যে তিনটি বিষয় নিয়ে আমায় সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে ।
প্রথম বিষয়টা হইল
বাকস্বাধীনতা । আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে আমরা
হব স্বাধীন নাগরিক । স্বাধীন নাগরিক বলতে গেলে প্রথমেই আসে বাকস্বাধীনতার বিষয়টা । আমি এতদিন মনে করতাম, ১৯৫২ সালে আমরা কথা বলার অধিকার আদায় করে নিয়েছি । কিন্তু, সেই অধিকার কখন হারিয়ে গেছে টের পাই নাই । এখন কোন কিছু বলতে গেলেই চোখের সামনে ভাসে জামাতের কোপ আর ডিবির রিমান্ড । এই অবস্থায়
বলতেই হয়ঃ "ওরা আমার মুখের ভাষা কাইড়ানিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায়
আমার হাতে পায়" । এরপর যদি বাকস্বাধীনতার উপরে আরো শর্তারোপ করাহয় তাহলে
তো বাসায় ভাত চাওয়ার ক্ষেত্রেও চিন্তা করতে হবে যে সীমালঙ্ঘন করতেছিনা তো । কারণ, 'মা, আমার খিদা লাগছে' - এইটাবললে সরকার যদি মনে করে যে
দ্রব্যমূল্যের উর্দ্ধগতির ফলে খাদ্যাভাবের প্রতিবাদ করছি । তখন, ভাতের বদলে ডিম খেতে হবে (কোনদিক দিয়ে তা আর না বলি)
# দ্বিতীয় বিষয়টা হলো ভাস্কর্য ভাঙ্গার দাবী । আমাদের স্বাধীনতার প্রতীক
অপরাজেয় বাংলাসহ সকল ভাস্কর্য তারা ভাঙ্গতে চায় । কিন্তু তারা হয় 'অপরাজেয় বাংলা'র তাত্পর্য জানে না অথবা 'অপরাজেয়' শব্দটার অর্থই জানে
না ।
হিন্দুদের মন্দির তারা ভাঙ্গতে চায় ।কোন মূর্তি তাদের পুটুতে আঙ্গুল দিয়েছে তা বুঝলাম না । নাকি মুসলমানেরা সংখ্যাগুরু আর হিন্দুরা সংখ্যালঘু বলে ? কিন্তু পার্শ্ববর্তী ভারতে তো হিন্দুরা সংখ্যাগুরু । সেখানে তারা
যদি আমাদের মসজিদ ভাঙ্গতে চায় তখন?
# আর তৃতীয় বিষয়টি হচ্ছে নারীর সাথে সহাবস্থান । ২০১৩ সালে বাংলাদেশের মত
জায়গায় (যেখানে দেশের প্রধান দুই রাজনৈতিক ব্যাক্তিত্বই নারী) নারীদেরঘরের চারদেয়ালে বন্দী করার চিন্তা করা হচ্ছে । পুরুষের সাথে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহন নিষিদ্ধ এবং রাস্তাঘাটে পুরুষের সাথে নারীদের চলাচল
নিষিদ্ধ করার দাবী মধ্যযুগীয় চিন্তাধারাই প্রতিফলন । রাস্তায় কর্মজীবী নারী দেখলে আমার মনে তাদের প্রতি সম্মানই জাগে, কিন্তু তাদের দেখে যদি হেফাজতিদের যৌনকামনা জাগে তাহলে তারানারীদের আবদ্ধ করার দাবি তুলতেই পারে । পার্কে বসে প্রেমিকার সাথে বাদাম শেয়ার করতে আমার মনে শুধুই
রোমান্টিকতা আসে । কিন্তু এটা দেখে যাদের মনে ধষর্ণের ইচ্ছা জাগে তারাই নারীদের স্বাধীনতা কাড়তে চায় । নারীনীতি বাতিল করে তারা নারীদের সেবাদাসী
বানাতে চায় । এখন জাতির বিবেকের কাছে প্রশ্ন, আমার হাসিনা - খালেদা - পাপিয়া আপুদের কি হপে?
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
স্বপ্নচারী পথিক বলেছেন: ৫০ বার পঠিত, ০ টি মন্তব্য । এর দুইটা মানে হইতে পারে । এক, আমার কথা বেদবাক্যতুল্য, তাই কারো কিছু বলার নাই । আর দুই, সবাই মত প্রকাশ করতে ভয় পায়
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭
স্বপ্নচারী পথিক বলেছেন: এন এফ এস এর হতবাক হওয়ার কারন ঝাতি জানতে চায়
৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পূর্ব পাকিস্তানে স্বাগতম
৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪
স্বপ্নচারী পথিক বলেছেন: পাকিস্তান জিন্দাবাদ
৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
ঘুড্ডির পাইলট বলেছেন: গক বছর ২০১২ তে সেপ্টেম্বর মাসে এই সামুতে নবিজীকে অসনমান করে কার্টুন একে পোষ্ট করা হইছিলো দাড়ি পাল্লা নিক থেকে !
সেদিন আমি প্রতিবাদ করে ব্যান খাইছি , অনেক পত্রপত্রিকাতেও লেখা লেখি হইছে , কিন্তু বর্তমানের ইসলামের রক্ষক দের সেদিন দেখি নাই !
প্রতিবাদ যদি হয়ে থাকে তবে সেটা আমি করছি এবং আমার শত শত সহ ব্লগার রা করছে !
৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫
স্বপ্নচারী পথিক বলেছেন: প্রতিবাদ করতে প্রথমেই লাগবে বাকস্বাধীনতা । আপনে নিজেরে স্বাধীন মনে করেন বইলাই প্রতিবাদ করছেন । কিন্তু এখন সরকার, জামাত, হেফাজত, বিএনপি সবাই লাগছে বাকস্বাধীনতার পিছনে
৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫
এন এফ এস বলেছেন: ঘুড্ডির পাইলট ভাই প্রতিবাদ আমি এবং স্বপ্নচারী দুজনেই করছি বাট কি পাইছি জানেন?
ল্যাঞ্জা ইজ ভেরী ডিফিকাল্ট টু হাইড
৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০
স্বপ্নচারী পথিক বলেছেন: একটা গল্প শুনছিলেন ? এক হুজুর আর এক চোর যখন একপুকুরের দুই পাড়ে ওযু করে..... মোরাল অফ দ্য স্টোরি হইল, সবাই অন্যদের নিজের মত মনে করে
১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৫
জাহাঙ্গীর কবীর বলেছেন: ৭ নং কমেন্টে স্বপ্নচারি পথিকের সাথে দ্বমত প্রকাশ করেই বলছি,ব্লোগুলোতে কি সবাই কি সবাই সমান ভাবে বাকস্বাধীনতা পেয়েছে বা পাচ্ছে!নিশ্চয় নয়।এই সামুতে বাকস্বাধীনতার নামে অশালীন ভাষাতে পোষ্ট করত কতিপয় নাস্তিকেরা আর আমার সাধারন ব্লোগারের শালীন ভাষাতে তার প্রতিবাদ করার পারও জেনারেল হয়েছে।তাহলে বাকস্বাধীনত একতরফা নয় কি?আবার সামুর মডারেশনের ভন্ডামি নিয়ে একটা পোষ্ট দেয়াতে আমার লেখা ডিলিট করার নির্দেশ দেয়া হয়েছিলো।আমি এখনো মুছে দেইনি।ধন্যবাদ যে মডুরা নিজ থেকে ডিলিট করে দেয়নি।
১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০
স্বপ্নচারী পথিক বলেছেন: জাহাঙ্গীর কবির, আমার লেখার উপরের অংশটা আবার পড়েন । নারী অধিকার আর ধর্মীয় সহনশীলতার কথা শুনলে যাদের নুনুনুভুতিতে আঘাত লাগে তারা এই পোস্ট থেকে নিরাপদ দূরত্বে থাকেন । তাই, দূরে গিয়ে মরেন । আর আপনি ব্লগ বানানই করতে পারেন না । অথচ আপনি আমারে সামুর মডারেশন শিখান ! কত টাইপের ছাগু দেখমু এই জীবনে ?
১২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০
হাঁড় = ঘাঁড় বলেছেন: পোষ্টে +++++++++++++++
গত ২৪ ঘন্টায় সামুতে ফ্লাডিং হচেছ। হেফাজতে ইসলামের নাম করে পথে নামা তান্ডবকারীদের বিষয়ে অনেক ধর্মীয়, নৈতিক ও আইনগত বিষয় নিয়ে পোস্ট এসেছে। এই পোস্টগুলোতে অসংখ্য বিষয় স্পষ্ট করা হয়েছে।
...তালেবান জঙ্গিবাদের ভয়
মুসলমানিত্ব যাচাই পরীক্ষায় ব্লগারের ত্রাহি দশা : এই ধর্মব্যবসায়ীদের হারাতেই হবে
'হেফাজত' এর অণু-পরমাণু: শিউরে ওঠার উপাখ্যান
হয় তালেবানী না হয় শত্রু
মধ্যযুগের দিকে যাচ্ছে দেশ (বাংলাস্তান অথবা পূর্ব পাকিস্তান) : হেফাজতিদের ১৩ দফা দাবি এবং আমার চিন্তা
হেফাজত ইসলামের শান্তির নমুনায় হামলা চলছে
হেফাজতের নেতা আর টিভি র টক শোতে (আওয়ার ডেমোক্রেসি) বললেন বেপর্দার জন্য মালালা কে গুলি করা হয়েছ।।
ফিউশন ফাইভ এর পোস্টের ছবি নিয়ে যারা কনফিউসনে আছেন তারা এইদিকে আসেন
হিফজতের প্রধান আস্তানা ভারতের দেওবন্দ: দেখুন সেই দেওবন্দীদের কি অবস্থা
‘নাস্তিকদের শায়েস্তা করি, এরপর মিডিয়া’
...হেফাজতের কাছে প্রশ্ন
শাপলা চত্বরের এক নাম না জানা তরুণের কাছে শাহবাগ চত্বর থেকে খোলা চিঠি : আরিফ জেবতিক
হেফাজতিরা পারলে প্রশ্নগুলোর জবাব দিন নতুবা মেনে নিন আপনার ভন্ড!
হেফাজতের মঞ্চ দখলের ঘোষণা। গায়ে পড়ে ঝগড়া করার শামিল নয় কি?
জানুন অন্যকে মুশরিকক/কাফির/মুনাফেক/নাস্তিক বলা গোনাহ
আল্লাম শফি ধ্যযুগীয় ব্রাহ্মণদের মতো নাস্তিকতার সংজ্ঞা দিচ্ছেন
ইসলাম হেফাজতের মালিক কোনো মানুষ নয়, বরং স্বয়ং মহান আল্লাহ পাক
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সত্যিকারের মুসলমানের কাজ না
বুকে যদি বিন্দু মাত্র ঈমানী শক্তি ও জোর থাকে হেফাজতে ইসলাম, আমার ছবিগুলোর বিপক্ষে যুক্তি দেখান।
হেফাজতে ইসলামের আসল চরিত্র
প্রিয় নবীজির নামে জঘণ্য মিথ্যাচার করল হিফাজত!!!
হেফাজতে ইসলামের কাছে কি ইসলাম হেফাজত ?
...লংমার্চ
লংমার্চ জায়িয প্রমাণ করতে পারলে আনজুমানে আল বাইয়্যিনাত-এর পক্ষ থেকে একশ’ কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা।
লংমার্চ নাস্তিক্যবাদবিরোধী কর্মসূচি নয়; বরং কট্টর নাস্তিক মাওসেতুংয়ের নাস্তিক্যবাদ তথা কমিউনিস্টবাদ প্রতিষ্ঠার কর্মসূচি
পবিত্র ‘হিজরত’ এর সাথে মাওসেতুং এর লংমার্চ মিলানো কুফরী হবে
প্রাণপ্রিয় নবীজি লংমার্চ করেছেন!!! (নাউযুবিল্লাহ) উক্ত অপবাদ লেপনকারী নিশ্চিত জাহান্নামী
...শাহবাগ নিয়ে পুনর্মূল্যায়ন ও গণজাগরণ মঞ্চে হামলা
কাণ্ডারি হুশিয়ার!!
শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা।
লড়াই হবে রাজপথে। শাহবাগ আবার জেগেছে। আবার জেগেছে প্রজম্ম..........জয় বাংলা।
গণজাগরণ মঞ্চ।
এবার সশস্ত্র প্রতিরোধের পালা, সমবেত হোন শাহবাগে
হেফাজতে ইসলামের শান্তির নমুনা : নির্মূল কমিটির সমাবেশে হেফাজতের হামলা
...জামাত বিষয়ে হেফাজত অন্ধ
হেফাজতী ইসলামের লংমার্চঃ নেপথ্যের এক ভয়াবহ কাহিনী
জামাতের বিরুদ্ধে, দেওয়ান বাগির বিরুদ্ধে কোনদিন লং মার্চ করলেন না কেন মাওলানা শফি সাহেব (দঃবাঃ)?
একটি হেফাজতে জামায়েত ও বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি!!
যুদ্ধাপরাধীদের টাকায় এই আন্দোলন.....
ওরা হেফাজতে ইসলাম নয়- হেফাজতে জামাত ॥
হেফাজতে ইসলাম এত টাকা পেল কোথায় ?
হেফাজতে জামাতের এইগুলো নাকি অরাজনৈতিক বক্তব্য
হেফাজত-জামায়াত গোপন ফোনালাপ ফাঁস সরকার উৎখাত ও লংমার্চের ষড়যন্ত্র নিয়ে কথোপকথন
...তেরো দফা
হেপাজতে জামাতে ইসলামীর ১৩ দাবীর বাস্তবতা এবং কল্প বাস্তবতা।
লংমার্চ কর্মসূচি ইসলাম ও কুরআন শরীফ বিরোধী : একাত্তরে ঘাতক বাহিনীর সংগঠক ছিলো মাওলানা শফী
...নারীর উপর তালেবানী হামলা
এবার নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, অবস্থা গুরুতর।
বাংলা হবে আফগান : নারীদের পেটানো শুরু করে দিয়েছে হেফাজতে ইসলাম
ব্রেকিং!!বাংলাস্তানে স্বাগতম!!নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে হেফাজতের লোকজন!
আমি ও চাই !
উপরের পোস্টগুলোতে এত বেশি সংখ্যাক তথ্য আছে যে এগুলোই যথেষ্ট। আর এই সময়ে হেফাজতিরা দিচ্ছে রাষ্ট্রদ্রোহী পোস্ট।
...রাষ্ট্রদ্রোহীদের নর্তনকুর্দন
'ঢাকা বিচ্ছিন্ন এইটাই চান্স' -এই ধরনের রাষ্ট্রদ্রোহী পোস্টদাতা ও তাদের সমর্থকদের চিনে নিন। মুখোশ উন্মোচন করুন।
১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১
স্বপ্নচারী পথিক বলেছেন: হাঁড় = ঘাঁড়, মন্তব্যের জন্য ধন্যবাদ
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫
উযায়র বলেছেন: ১৯৭১সালে হাটহাজারী মাদ্রাসা ও আল্লামা শফির ভূমিকা ।
১৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮
স্বপ্নচারী পথিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
১৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১
আহলান বলেছেন: মধ্যযুগেই আছি আমরা .... প্রাচীণ যুগে যেতে চাই ....
১৭| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯
স্বপ্নচারী পথিক বলেছেন: আমি যেতে চাই না । আমি চাই আধুনিক একটা দেশ । আমি এমন একটা দেশের স্বপ্ন দেখি যেখানে ছেলেমেয়েরা গিটার বাজাবে, গান গাইবে, কবিতা লিখবে, আবৃত্তি করবে । তারা আড্ডা দিবে, তাদের আড্ডায় জীবন্ত হয়ে উঠবে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস । এমন দেশের স্বপ্নই দেখে স্বপ্নচারী পথিক
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫
এন এফ এস বলেছেন: আমি হতবাক স্বাধীনতায় ভুগছি তাই কিছু কইতাম না