![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন শিক্ষানীতি গ্রহণের পর কয়েক বছর অতিক্রান্ত হলেও শিক্ষা-ব্যাবস্থার কাঙ্খিত উন্নতি হয় নাই। আমাদের শিক্ষা-ব্যবস্থা একটি উল্টা কোন (cone) এর মতো হয়ে পড়েছে যা ভারসাম্য রাখতে পারছে না। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে অস্বাভাবিক পড়ার চাপ আর উপরের স্তরে মানহীনতা - এইটাই আমাদের অন্যতম সমস্যা।
তদুপরী, শ্রেণিকক্ষে পাঠদানের গুণগত মানও দিন দিন হ্রাস পাচ্ছে। সরকারী স্কুলেও নানামুখী উচ্চ বেতনভাতা আদায় করে সাধারণ অভিভাবকদের নাজেহাল। দ্বিতীয়তঃ জাতীয় কারিকুলামের বাইরে উদ্ভট নীঁচু মানের বিভিন্ন বই ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কমিশন বাণিজ্য তথা দুর্নীতি গ্রস্ততার কারণে।
পরপর তিনটি পাবলিক পরীক্ষা, প্রাইমারী, জুনিয়র ও এসএসসি ছাত্রদেরকে নাজেহাল করে ছাড়ছে, আর কোচিংবাজদের পোয়াবারো হচ্ছে। কচি শিশুদের দিনে দশ ঘন্টা করে পড়তে হচ্ছে, তাদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমাদেরকে অবশ্যই প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পাঠ্য চাপ কমাতে হবে, শিশুদেরকে স্বাভাবিক জীবনের সুযোগ দিতে হবে, আর উচ্চতর স্তরে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে।
©somewhere in net ltd.