![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ইংরেজ ভদ্রলোক হঠাৎ করে এক অচেনা আফ্রিকান দেশের এক প্রিন্সের নিমন্ত্রণ পত্র পেলেন। তা পড়ে তিনি জানতে পারলেন এই প্রিন্স ইংল্যান্ডে অক্সফোর্ডে লেখাপড়া করেছিল ও তাঁর সহপাঠি ছিল। সে এখন রাজা হবে, সেই অভিষেক অনুষ্ঠানে তাঁকে নিমন্ত্রণ করা হয়েছে এক জন রাজকীয় অতিথি হিসাবে।
সেখানে গিয়ে ভদ্রলোক বেশ ভড়কে গেলেন। আলো-আঁধারিতে দ্রুম দ্রুম বাজনা বাজছে, নগ্নপ্রায় মানুষজন নৃত্য করছে, সবার পরণে কিম্ভুত পোশাক, সব মিলে বেশ গা ছমছমে পরিবেশ। তবে তাঁকে খুব সমাদার করে নব্য রাজার পাশে বসানো হল। তাঁরা খোশ-গল্প করতে লাগলেন। এমন সময় খাদ্য পানীয় পরিবেশন করা হল। পোড়া মাংসের গন্ধ পেয়ে ইংরেজ ভদ্রলোক সভয়ে লক্ষ্য করলেন নরমাংস পরিবেশিত হচ্ছে, আর তাঁর প্রাক্তন অক্সফোর্ডের সহপাঠিও তা খাচ্ছে।
তিনি তাঁর অভিব্যক্তি লুকাতে পারলেন না, সখেদে বন্ধুকে বললেন, “ছিঃ তুমি না অক্সফোর্ডে পড়েছিলে, আর এখন কি না আদিম মানুষের মতো নরমাংস খাচ্ছ?”
নব্য রাজা বিস্মিত হয়ে বলল, “কই, আদিম মানুষের মতো খাচ্ছি? দেখছ না আমি কাঁটা-চামচ ব্যবহার করছি? তোমাদের দেশ থেকেই তো শিখেছি।”
(ব্লগ -৩, গল্প -২)
২| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:২৪
আরণ্যক রাখাল বলেছেন: হুম| আদিমতা মডারেট হয়েছে| ভোল পাল্টেছে শুধু
৩| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:০৯
তানভীরএফওয়ান বলেছেন: দেখছ না আমি কাঁটা-চামচ ব্যবহার করছি?
৪| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৮
মুক্তকণ্ঠ বলেছেন: আরণ্যক রাখাল বলেছেন: হুম| আদিমতা মডারেট হয়েছে| ভোল পাল্টেছে শুধু
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৪৮
হাসান মাহবুব বলেছেন: ভুয়া।