নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের লেখা সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত মতামতের প্রতিফলন। আমার চাকুরী, চাকুরীদাতা কর্তৃপক্ষ ও কর্মস্থলের সাথে এর কোনও সম্পর্ক নাই।

জওয়াদুল করিম খান

জওয়াদুল করিম খান › বিস্তারিত পোস্টঃ

পর্যবেক্ষণের রকমফের

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭



হাবুল কাবুল দুই বন্ধু ইন্টারমিডিয়েট পাশ করে শহরে গেছে চাকুরীর সন্ধানে। ঘটনাক্রমে দুইজনই একই সাথে এক ব্যবসায়ীর কাছে চাকুরী পেল। একই পদেও, এন্ট্রি-লেভেল এক্সিকিউটিভ।

বছর দুয়েক পর কাবুল ম্যানেজার পদে প্রোমোশন পেল। হাবুল এতে খুব দুঃখ পেল, সে বসকে বলল, স্যার, আমরা একই সাথে জয়েন্ করেছি, একই কোয়ালিফিকেশন, একই কাজ করে এসেছি, কাবুল প্রোমোশন পেল, আমি পেলাম না? স্যার, প্লীজ বলেন, কিভাবে কাজ করলে আমিও প্রোমোশন পাব?

বস বলল আচ্ছা, আমি তোমাকে হাতে নাতে দেখিয়ে দেব সুযোগ মতো। হাবুল এটা ভুলেই গেল দুই-এক দিনের মধ্যে।

হঠাৎ এক দিন বস তাকে ডেকে বলল, হাবুল খবর পেলাম, কয় বাড়ী বাদে এক বাড়ীর কোণায় এক কুকুরে কয়েকটি বাচ্চা দিয়েছে। দেখে এসো তো সত্য কি না। হতভম্ব ভাব নিয়ে হাবুল তা দেখতে গেল ভাবতে ভাবতে, বসের কি মাথা খারাপ, কুকুরের বাচ্চা দেখতে পাঠাল?

সে ফিরলে বস জানতে চাইলেন, সে কি দেখে এসেছে। হাবুল বলল জ্বী স্যার, একটি কুকুর সেখানে বাচ্চা দিয়েছে।
- কয়টি বাচ্চা?
- সরি, তাতো গুণি নাই, তবে মনে হয় তিন-চারটি।
- আর কিছু দেখেছো বলার মতো?
- না। স্যার আপনি তো বলেছিলেন বাচ্চা হয়েছে কি না দেখে আসতে। স্যার আবার যেয়ে দেখে আসি?
- আচ্ছা, ঠিক আছে, আর যাওয়ার দরকার নেই। থ্যাঙ্ক ইউ।

একই কাজ তিনি আবার কাবুলকেও দিলেন হাবুলের সামনেই। দশ মিনিট বাদেই কাবুল ফিরে এল। বস জানতে চাইলেন, সে কি দেখে এসেছে।
- স্যার, একটি কুকুর সেখানে বাচ্চা দিয়েছে। চারটি বাচ্চা।
- ও তুমি একেবারে গুণে দেখেছো। আরও কিছু কি দেখেছো কি?
- জ্বী স্যার। বাচ্চাগুলি মধে দুইটি মর্দা, একটি মাদী। রং সাদা, কালো, সাদা-কালো। একটা একটু খোঁড়া ও অসুস্থ...
বস তাকে থামিয়ে দিলেন, ওকে, অনেক ডিটেইলস লক্ষ্য করেছো দেখছি। এটা একটি টেস্ট ছিল। তবে বাস্তব ক্ষেত্রেও সবকিছু এমন তীক্ষ্ম দৃষ্টিতে দেখবে আশা করি। থ্যাঙ্ক ইউ।
ইউ আর ওয়েলকাম, স্যার, কাবুল বললো।

হাবুল আর কোনও কথা বলল না। তবে বুঝল তাদের কাজের ধারায় পার্থক্য কোথায়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.