![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ্ তা'লা বেহেশতের বর্ণনায় গাছের উল্লেখ করেছেন। জান্নাত শব্দের অর্থই বাগান। আদম হাওয়া যে গাছ পালার মধ্যে ঘুরে বেড়াতেন তাও শুনেছি। ওমর খৈয়ামের বেহেশতি সুখের বর্ণনায়ও গাছ এসেছে। ইউরোপীয়ানরাও গাছকে খুব সমাদর করে। গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েই এলিস তার মজার স্বপ্ন দেখেছিল।
আমাদের জীবনে গাছের সান্নিধ্য কমে যাচ্ছে, কত দিন হল কোনও গাছের নীচে বসি নি তাই কি আমরা অসুখী ও রুক্ষ হয়ে যাচ্ছি? প্রতিদিন কিছু সময় গাছের নীচে কাটালে আমরা মনে হয় সুখী হতে পারব।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬
প্রামানিক বলেছেন: আপনি আগে গাছের নিচে বসত করে পরীক্ষা করেন শান্তি পেলে আমরাও পাশে থাকবো।