![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেহারাহীন মানুষ আমি। আর যেটা ছবির আদলে দেখছেন সেটা আমার মুখ। খুব সম্ভবত জন্মেছিলাম মায়ের বাড়িতে। প্রিয় অনুষঙ্গ মা, মাটি ও মানুষ। মা আমাকে অন্ধকার রাজ্যে পাহারা দিয়েছেন দশ মাস। আমার জীবনের প্রথম পাণ্ডুলিপিকার তিনি। খুব ভালোবাসি বাবাকে। তিনি আমার বিরহের পাটিগণিত। আমার ভালো লাগে কষ্টের নোনা চোখ, গুমোট আকাশ, মুখ মুছে রেখে যাওয়া গামছা, বই ও মানুষের ঘ্রাণ। আর এখনো একা স্বপ্ন দেখছি। আমার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ 'পৃথিবীর কোথাও রাস্তা দেখি না'।
একটি আকাশ বউ সেজেছে নোলক পরে আজকে
ঘোমটা টেনে লাজ খেয়েছে বেগম বাড়ির লাজ-কে।
মোড়ল বাড়ির ঘুম খেয়েছে বাজনা বাজায় বাদ্য
রখবে কে আর তাকে বলো কার রয়েছে সাধ্য।
কার রয়েছে সাধ্য এমন মেঘের সাথে হাঁটবে
বুড়ির সাথে গল্প বলে চরকা-সুতা কাটবে।
দিন দুপুরে গোস্বা করে পারবে কি আর রুখতে
নোলক পরা আকাশটাকে একটু নাকে শুকতে।
একটু দাঁড়া, পারবে কি আর নূপুর ছাড়ি বলতে
পায়ের সাথে পা মিলিয়ে দূর বিহনে চলতে।
নচেৎ খুলে ঘোমটাখানি এই এসো না, লক্ষী
তুমি আমার কাছের আকাশ মনের সোনা-পক্ষি।
কাছের প্রিয় খেলার সাথী এই এসো না বোনটি
উড়িয়ে দিবো তোমায় পেলে আমার ভেতর মনটি।
কেমনে তুমি সাজলে গো বউ, এমন লালের ঘোমটায়
বললে তুমি জুড়িয়ে যেত আমার পরাণ মনটায়।
বললো আকাশ এই দেখো না আমার প্রিয় ভক্ত
আমি কি আর বউ সেজেছি, ফিলিস্তিনের রক্ত।
©somewhere in net ltd.