নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যানভাসের আঁচড়

বিশিষ্ট ভাবুক,সব সময় ভাবি,আর ভাবতেই ভাল লাগে।

একজন বাঁধন

মাঝে মাঝে লিখতে ভাল লাগে তাই টুক টাক লিখার চেষ্টা করি।

একজন বাঁধন › বিস্তারিত পোস্টঃ

মগজ ফ্রাই

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৭

-কি করেন?

-তোমার মগজ ফ্রাই করে খাচ্ছি। B-)

-ও তাই না?:((

-হু তাই,তাই।:D

-আর কি করছেন শুনি?

-বসে আছি।

-আকাশ দেখছেন নিশ্চয়?

-হু,কেমনে জানলা?:-*

-হু জানি জানি আমি সবই জানি।;)

-ও রিয়েলি?

-ইয়াপ রিয়েলি।:)

-তো আর কি জান?

-বলেন কি সম্পর্কে জানতে চান,আমি বলছি।

-তোমার মাথা।X(

-ও এইটা,আমার মাথায় মগজ কম আছে এইটা জানি।:P

-হুম তোমার মাথা তো পুরা গবর দিয়ে ভর্তি।;)

-কি বলেন এই গুলা,আমার মুখ খুলতে বাধ্য করবেন না কিন্তু। X((

-তোমার মুখ কে আবার বন্ধ করে রাখছে,খুলে ফেল।:P

-না আপনারই খারাপ লাগবে শুনতে তখন।X((

-লাগবে না জন্যই তো মুখ খুলতে বলছি।:D

-ওকে ওকে,সো আপনি এখন মজা করে গবর খাচ্ছেন,তাই না?X(

-না,গবর খাব কেন?:-*

-হে হে হে,কারণ আপনিই বলছেন আমার মাথা গবর দিয়ে ভর্তি তাই না,আর আপনি আমার মগজ ফ্রাই করে খাচ্ছেন,তাই।:P

-ইয়াক,না এক দমি না।:|

-না পুরা দমি। ;)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৩

টুম্পা মনি বলেছেন: ইতা কিতা লিকলেন B:-/ B:-/

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৮

একজন বাঁধন বলেছেন: জাস্ট একটা কথোপকথন :)

২| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৬

শাকিল ১৭০৫ বলেছেন: =p~ =p~

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৯

একজন বাঁধন বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.