![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি দেখতে ভালোবাসি। থ্রিলার মুভি সব থেকে ভালো লাগে। সাউথ এবং কোরিয়ান মুভির পাগল ভক্ত বলতে পারেন। তবে সব ধরনের মুভি নিয়ে লিখবো আশা করি।
◣মাফিয়া কাকে বলে????
● মাফিয়া হল যারা মাফ করে না :3
উহু এটা আমার উত্তর না, উত্তটা হল আমার ছোট ভাইয়ের যাই হোক গতকাল দেখতে বসেছিলাম সাউথ কোরিয়ান থ্রিলার মুভি " No Tears For The Dead" । মুভির শুরুতে আসলেই মনে হয়েছিলো মাফিয়া মানে যারা মাফ করতে জানে না ◥
আন্ডার ওয়ার্ল্ডের একটি সিম্পল কাহিনীকে কত চমৎকারভাবে উপস্থাপন করা যায় তা মুভিটি না দেখলে বোঝা যাবে না।
⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋ ⇋⇋⇋ ⇋⇋⇋
◣মুভির শুরুতেই দেখা যাবে গন নামের একজন ঠান্ডা মাথার খুনি কয়েকজনকে মেরে ফেলে। তার মধ্যে একজন ৫ বছরের ছোট মেয়ে কে ও সে নিজের অজান্তে মেরে ফেলে। তার নিজের মাঝে অনুশোচনা বোধ কাজ করে। পরে সে জানতে পারে যাকে সে মেরে ফেলেছে সেই আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার মেয়ে সে এবং তার উপর দায়িত্ব পড়ে মেয়ের মাকেও মেরে ফেলার। সেজন্য তো তাকে কোরিয়া যেতে হবে। চলে আসে কোরিয়াতে গন, খুজে বের করে মেয়ের মাকে, জানতে পারে সে নিজের মেয়েকে ২ বছর আগে বাবার কাছে পাঠিয়ে দিয়েছিলো। নিজের ছেলেবেলার কথা মনে পড়ে যায় তার, একসময় তার মা ও তাকে ত্যাগ করে নিজে আত্নহত্যা করেছিল। রাগে খুন করার জন্য উদ্যত হয় সে। কিন্তু একটি সেলফোনের অডিও ক্লিপস সব কিছু মাঝে এসে পড়ে। এমন ঠান্ডা মাথা খুনির ও চোখে জল এনে দেয় সে ক্লিপসটি। কি আছে সেই সেলফোনে?? আর কেনই বা মেয়ের মাকে মেরে ফেলতে হবে???
⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋⇋ ⇋⇋⇋ ⇋⇋⇋
দেখে ফেলুন তাহলে এই একশন মুভিটি। যারা অ্যাকশন পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। মুভি শেষ দৃশ্যটি অনেক অনেক অর্থবহুল একটি দৃশ্য। নিজের অনুশোচনা থেকে মুক্তির জন্য মানুষ আসলেই অনেক কিছু করতে পারে।
```````````````````````````````````````````````````````````````````````````
└► Kim Hee Won একটা পিস বলতে হয়। মানুষটা মাফিয়া চরিত্রের হলেও আমার কাছে কেন জানি কমেডিয়ান এর মত লাগে। এক্সপ্রেশনগুলো এতো কঠিন দৃশ্যতেও হাঁসির উদ্রেগের কারন হয়ে যায়। মুভির প্রধান চরিত্র Jang Dong‑gun এর অভিনয় আপনারা না হয় নিজেরাই দেখে নিবেন।
=========================================
✪মুভিঃ No Tears For The Dead (২০১৪)
✪ভাষাঃ ইংলিশ, কোরিয়ান
✪অভিনয়ঃ Jang Dong‑gun, Kim Min‑hee, Kim Hee Won
✪ডিরেক্টরঃ Lee Jung-beom
✪IMDb: 6.7/10
✪My Rating: 7.5/10
✪Download Link: http://bit.ly/1LK4Bvy
✪Sub: http://bit.ly/1LK4JLu
২| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৬
আব্দুল্লাহ আল-মানী বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
হাবিব রহমানন বলেছেন: মানী ভাই স্ট্রাইকস