নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি চলচিত্র, ব্যক্তি,পরিবেশ এবং সমাজের কথা বলে, \nআর এগুলো নিয়েই আমাদের জীবন,\nচলচিত্র মানেই জীবনের কথা।

আব্দুল্লাহ আল-মানী

মুভি দেখতে ভালোবাসি। থ্রিলার মুভি সব থেকে ভালো লাগে। সাউথ এবং কোরিয়ান মুভির পাগল ভক্ত বলতে পারেন। তবে সব ধরনের মুভি নিয়ে লিখবো আশা করি।

আব্দুল্লাহ আল-মানী › বিস্তারিত পোস্টঃ

Naan Sigappu Manithan (2014) - এক ঘুমন্ত যুবকের ভালোবাসা

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪১


“ স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন॥ ” — ব্রায়ান ডাইসন

সব মানুষ স্বপ্ন দেখে।কিন্তু কেউ কেউ অনেক বড় স্বপ্ন দেখে আবার কারো কাছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যপারগুলো এক একটি বড় স্বপ্ন পরিণত হয়। সেই ক্ষুদ্র স্বপ্নগুলো যদি হয় এমন -----

► মায়ের দুঃখ দূর করবে।
► ২০ হাজার টাকা বেতনের একটি চাকরি করবে। ২০ থেকে পরে ৪০, ৬০, ৮০ হাজার টাকার চাকরি করবে।
► মাকে বেতনের টাকা দিয়ে নতুন শাড়ী কিনে দিবে।
► একা একা রাস্তায় হাটবে।
► প্রিয় নায়িকার মুভি প্রথম শোতে দেখবে।
► বাল্যকালের বান্ধবীকে সরি বলবে,কারণ তার ‘আই লাভ ইউ’ এর উত্তর দিতে পারে নাই :P
► এক অপ্সরীর প্রেমে পরবে।
► প্রেমিকাকে চুমু দিবে।
► সারাদিন জেগে কাটাবে।
► মারামারি করবে।

ইন্দিরান, নারকোলেপ্সি আক্রন্ত এক যুবক। যার কাছে এই ক্ষুদ্র জিনিসগুলোই পরিণত হয়েছে বিরাট স্বপ্নে। মূলত ইন্দিরানের এই স্বপ্নগুলোকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে Naan Sigappu Manithan মুভির কাহিনী। নারকোলেপ্সির কারনে সে যে কোন সময় ঘুমিয়ে পরতে পারে। এজন্য খুব ভালো একাডেমিক রেজান্ট থাকা সত্ত্বেও ইন্দিরান কোন চাকরি পায়নি। এমন সময় সে কিছু টাকা পেয়ে যায় তার উপর করা একটি ডকুমেন্টারির জন্য। সেই টাকায় কিনে ফেলে মায়ের জন্য শাড়ী এবং একটি ল্যাপটপ। শুরু করে ইন্টারনেটে ফ্রী-ল্যান্সিং, মাসে ২০,০০০ টাকা আয় করতে থাকে। শুরু হয় তার স্বপ্ন পূরনের পথ চলা। এই পথ চলতে চলতে দেখা হয় মীরার সাথে। মীরা ইন্দিরানে স্বপ্নের কথা জানতে পেরে ইন্দিরানের স্বপ্ন পূরনে এগিয়ে আসে। আস্তে আস্তে মীরা ও ইন্দিরান দুজন দুজনকে ভালোবেসে ফেলে। স্বপ্ন দেখে ঘর বাঁধবার। কিন্তু ৪ জন লোক ইন্দিরান ও মীরাকে আক্রমন করে, মীরা কোমায় চলে যায়। কিন্তু কে দায়ী মীরার এই অবস্থার জন্য? ইন্দিরান তো তখন নারকোলেপ্সির জন্য ঘুমে অচেতন ছিল। কিন্তু অচেতন থাকলেও একটা নাম কিন্তু তার মনে আছে শেখর !!!!!!!! শুরু হয় শেখরকে খোঁজা । বাকীটা জানার জন্য মুভি দেখতে হবে।

╚►মুভি সম্পর্কিত কিছু কথা◄╝

►মুভির প্লট নিয়ে আসলেই কোন কথা হবে না। এমন ভিন্ন ধারা মুভি খুব একটা দেখা যায় না।

►ইন্দিরান চরিত্রকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন নায়ক ভিশাল। মুভির মাঝে মাঝে আপনার মনে হবে ছেলেটা আসলেই চরিত্রের একদম ভিতরে চলে গেছে।

►মুভির প্রতিটা পদে পদে টুইস্ট অপেক্ষা করবে আপনার জন্য। টুইস্ট বলতে আমরা শুধু বুঝি ক্রিমিনাল খোঁজার বা অপরাধের স্টেপ। কিন্তু এখানে আপনি সেটাতো ১০০ ভাগ পাবেনই সাথে পাবেন ইন্দিরান তার স্বপ্ন পূরনের জন্য কি কি পন্থা বের করে সেটা। আসলেই ইন্টারেস্টিং। আপনি কল্পনাও করতে পারবেন না এটা হতে পারে।

►মুভিতে মীরা চরিত্রের জন্য আমার মতে লক্সমী মেনন ছিল পুরোপুরি পারফেক্ট ছিল। অসাধারণ অভিনয় করেছেন তিনি।

►মুভির একটা ব্যপার সব থেকে মজার, তা হল মুভির অর্ধেক নায়ক ঘুমিয়ে কাটায় আর অর্ধেক নায়িকা ঘুমিয়ে কাটায়।

আসলেই উপভোগ্য একটা মুভি। দেরী না করে দেখে ফেলুন সবাই Naan Sigappu Manithan -> ঘুমন্ত যুবকের ভালোবাসা

------------------------------------------------
মুভিঃ Naan Sigappu Manithan (2014)
ভাষাঃ তামিল
অভিনয়ঃ Vishal, Lakshmi Menon
IMDb: 6.6/10
My Rating: 8.7/10
------------------------------------------------


ডাউনলোড লিংকঃ এখানে ক্লিক করুন

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দ্রুত ডাউনলোড লিংকটি সরিয়ে নিন। পোস্টে টরেন্ট লিংক সংযুক্ত করা ব্লগনীতি মালার পরিপন্থী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.