![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি দেখতে ভালোবাসি। থ্রিলার মুভি সব থেকে ভালো লাগে। সাউথ এবং কোরিয়ান মুভির পাগল ভক্ত বলতে পারেন। তবে সব ধরনের মুভি নিয়ে লিখবো আশা করি।
সাই-ফাই মুভি তো অনেক দেখলাম আমরা। সাই ফাই এর কথা শুনলেই আমদের চোখে ভেসে ওঠে হলিউড কিংবা ফরেন মুভি। আর টাইম ট্রাভেলের কথা শুনলেই চোখে ভেসে উঠে ডনি ডার্কো, টাইম ক্রাইমস, প্রিডেস্টিনেশন। আমাদের দেশে সাধারনত এই টাইপ চলচিত্র হয় না।
কিন্তু ইদানিং বেশ কিছু সাই ফাই নাটক নির্মান করা হয়েছে। তার ধারাবাহিকতায় সর্বশেষ সাই ফাই নাটকটির নাম হল "আয়না রহস্য।"
আফরান নিশো এবং নাদিয়া অভিনীত নাটক টি টাইম ট্রাভেলের উপর বানানো। যেখানে নিজের প্রেমিকাকে বাঁচানোর জন্য একটি জাদুর আয়নার মধ্য দিয়ে নিশো চলে যাবে অতীতে, বাঁচানোর চেষ্টা করবে নাদিয়া কে। কিন্তু টাইম ট্রাভেলের লুপের কারনে ঘটবে একের পর এক ঘটনা।
নাটকটি ট্রাইমক্রাইমসের লুপ কন্সেপ্টের উপর বানানো হলেও এর গল্প বলার ধরন এবং মেকিং ছিল এক কথায় অনন্য। অভিনয়ে আফরান নিশো বর্তমানে সবার সেরা, আর কেন বলছি তা নাটকটি দেখেই বলবেন। মোশারফ করিম, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ যুগের পর আর একটি যুগ এসেছে বলতেই পারি নিশো যুগ। এই মানুষটা মাঝে মাঝে আমাকে ভাবায়।
তাহলে দেরী না করে এখনই দেখে ফেলুন "আয়না রহস্য" নাটক টি রেটিং ৯/১০
অনলাইন ওয়াচ
০৫ ই জুন, ২০১৬ রাত ১২:০৫
আব্দুল্লাহ আল-মানী বলেছেন: ধন্যবাদ
২| ০৫ ই জুন, ২০১৬ ভোর ৫:৪৯
ঈশান আহম্মেদ বলেছেন: বাংলাদেশ সাইফাই নির্মান করুক এটা বরাবরই চেয়ে এসেছি।নাটক দেখবো।প্রকাশ করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:৪৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। এগিয়ে যান প্রিয় কবি। শুভ কামনা।