![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি দেখতে ভালোবাসি। থ্রিলার মুভি সব থেকে ভালো লাগে। সাউথ এবং কোরিয়ান মুভির পাগল ভক্ত বলতে পারেন। তবে সব ধরনের মুভি নিয়ে লিখবো আশা করি।
কি শিরোনাম পড়ে খুব অবাক হচ্ছেন? হবার ই কথা। আমি সাধারণত সব আধুনিক কাজে সব সময় এপ্রিশিয়েট করি কিন্তু কিছু কিছু কাজ আছে যা করলে আমি তখন এই কাজটি করতে পারি না। আমাদের দেশের চলচ্চিত্রের অবস্থা তো ২০০০ এর পর থেকে নড়বরে অবস্থা। কিন্তু এর আগে যা ছিল তা নিয়ে রীতিমত আমরা গর্ব করতে পারি। তখন চলচ্চিত্রের গান, কাহিনী সব কিছু ছিল অসাধারণ।
কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেই সব কাল্ট ক্লাসিক গান গুলো নতুন করে রিমেক করা হচ্ছে। সেখানে আমার প্রশ্ন হল রিমেক কেন?
ভারতে কিছুদিন আগে থেকে হানি সিং তাদের পুরানো গানগুলো নিজের ভংগিতে রিমেক করে, গানগুলোর বারোটা বাজিয়ে দিয়েছে। ভারত যা করে আমাদের ও কি তাই করতে হবে? কেন নিজের স্বকীয়তা বলে কি কিছু নেই আমাদের। আপনারা গানগুলো রিমেক করছেন কি ভাবে আমি জানি না। আসল সুরকার, গীতিকার, গায়ক, গায়িকার অনুমতি কি আদৌ লাগে কি না তা আমি জানি না।
লাগুক বা না লাগুক, কিছু কিছু গান আছে যা কোনদিন দ্বিতীয় বার বানানো যায় না। আপনারা ঠিক সেই ভুল কাজটি করছেন। রাজা ৪২০ এ ও প্রানের রাজা গানটির পুরো মান ইজ্জত ডুবিয়ে দিয়েছেন রিমেক করে। ফিমেল ভয়েস টা যিনি দিয়েছেন মনে হয়ছে রাস্তা থেকে কাউকে ধরে নিয়ে গান করতে দিয়েছেন। ভাই কেন, কি দরকার এমন ক্লাসিক গান রিমেক করার। লজ্জা থাকা উচিত, কি বানিয়েছনে গান টা।
রাজা ৪২০ (ও প্রানের রাজা):
গতকাল দেখলাম আবার " অনেক সাধনার পরে" গানটি নিয়তি মুভিতে রিমেক করা হয়েছে। ন্যান্সি যা ও কিছু করেছে কিন্তু ইমরান গানের অবস্থা যা করেছে। কপি করতে করতে ইমরানের অবস্থা যা হয়েছে সব কিছুতেই অরিজিত সিং টাইপ টান দিতে চায়। একটু বিবেক বলে কিছু থাকা উচিত। সংস্কৃতি রক্ষা করতে গিয়ে আপনারা ধবংস করার পায়তারা করছেন।
নিয়তি (অনেক সাধনার পরে)ঃ
দাদাদের কাছে তো আগেই সব বেঁচে দিছেন এখন আগের গুলোও শুরু করেছেন বেচার। গানগুলো শুরু করেছেন তাদের মত করে রিমেক করার। নিজের মাথা থেকে পারলে কিছু করেন। না হলে এই গ্রুপের ওয়াল গুলো দেখেন অনেক ভালো আইডিয়া পাবেন।
ধন্যবাদ।
২| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৬
শেয়াল বলেছেন:
৩| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ২:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথম যে লিংক দিলেন, সেই গানের গায়িকার এই অবস্থা এমন কেন??
৪| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৫
হাসান মাহবুব বলেছেন: বাজে অবস্থা।
৫| ০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: বিচ্ছিরি কাণ্ড ঘটছে!
৬| ০৭ ই জুন, ২০১৬ রাত ৮:১২
বিজন রয় বলেছেন: খারাপ অবস্থা।
৭| ০৭ ই জুন, ২০১৬ রাত ৯:৪৩
আব্দুল্লাহ আল-মানী বলেছেন: বুঝেন অবস্থা তাহলে
৮| ০৭ ই জুন, ২০১৬ রাত ১০:৩৬
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: সংস্কৃতি আর ঐতিহ্য নাই হোক, এই দুইটা জনপ্রিয় গানের ধর্ষন অবশ্যই করে দিছে। ও প্রানের রাজাটার অবস্থা আসলেই বেশি খারাপ, বস্তিতেও সুরেলা কন্ঠী থাকতে পারে, কিন্তু এমন ফ্যাসফ্যাসা কর্কশ গলা ম্যানেজ করা টাফ জব। হ্যাটোস অফ টূ দেম। ইমরান কে তো চিনলাম না, এইডে কেডা? ন্যান্সি নাক দিয়া গাইলেও ওর তবু কিছু ক্লাস আছে।
এইসব হইলো শর্টকাট ব্যবসায়িক ধান্ধা। মৌলিক কিছুর খরচ তো বেশি, শর্টকাটে অল্প খরচে একটা কিছু ঢুকাইয়া দেয় আরকি।
৯| ০৮ ই জুন, ২০১৬ রাত ১২:১৩
অশ্রুকারিগর বলেছেন: হিজড়া গান গাইছে নাকি প্রথমটা !
ইমরান সাহেব ইদানীং কালের পুলাপানের কাছে খুব হিট রোমান্টিক গানের জন্য। এই হইলো আসল অবস্থা !
১০| ০৮ ই জুন, ২০১৬ রাত ১:৫৮
আব্দুল্লাহ আল-মানী বলেছেন: তা যা বলেছেন ভাইয়েরা। ইমরান হল ক্লোজাপ থেকে আসা শিল্পী। বাংলার প্রিতম বলতে পারেন। অনু মল্লিক হল তার আদর্শ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৪
যান্ত্রিক পাগল বলেছেন: সত্যি বলছেন।