![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক বাউন্ডুলে এটাই আমার পরিচয়। গান ভালবাসি আর ভালবাসি ঘুরতে, সময় পেলেই পালাই এই ধুসর শহরটা ছেড়ে দূরে কোথাও............. আড্ডা আমার একমাত্র রুটিন......... আমার দেশটাকে অনেক ভালবাসি ......... স্বপ্ন দেখি আসাম্প্রদায়িক বাংলা ভাষার নতুন মানচিত্র......
রাতের পুনরাবৃত্তি মহাকালের ভেলায়।
দিনের আলো, অন্ধকারে মেলায়।
ধ্রুবক অমানিশার একচিলতে স্তব্ধতায়।
অবগাহন শেষে নীরবতা ভাঙ্গে
আত্মার স্পন্দনে
ধুক ...ধুক, ধুক ...ধুক, ধুক ...ধুক
সাক্ষী দেয় জীবনের।
অমাবস্যার তিমিরে ক্ষীয়মাণ তারা,
আর নির্ঘুম কিছু জোনাকি।
রাতের ঘুমঘোরে...
বোকা আমায় বলতেই পারো!
হয়তো আমি বোকাই।
না হলে কি দিবা নিশি,
এমন করে চলেছি ভাসি?
বুকে নিয়ে হাজার ক্ষত
দেখি স্বপ্ন কত শত।
দিন বদলের গান গেয়ে যাই।
হয়ে স্বপ্ন টোকাই।
হয়তো আমি বোকাই।
না হলে কি রাত...
...
অনাগত প্রতিটা প্রহরে
ছুঁয়ে যাবো তোর ঘড়িঘর।
কালবৈশাখে ঝড়ো মাতমে
ঐ ভীরু চোখের আত্মসমর্পণে
রাত জাগানিয়া ভোর।
অহর্নিশি ভেজা শ্রাবণী মেঘনীল গর্জনে
আমার বুকে তোর মুখ লুকানো রাতে।
কিংবা ;
জানালার পর্দার ফাক গলে
অবারিত মিস্টি রোদের নরম...
©somewhere in net ltd.