নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধাঁর রাতে স্বপ্নরা মোর; শুকতারা হয়ে জ্বলে, বুকের মেরুর দূঃখ গুলো বরফ হয়ে গলে| দিন কি রাতে নীল প্রভাতে স্ম্ তির নৌকা চলে, তবুও আমি... সামনে দেখি পিছুটান ভুলে, হয়তো বাউন্ডুলে বলে|

আমি এক বাউন্ডুলে

আমি এক বাউন্ডুলে এটাই আমার পরিচয়। গান ভালবাসি আর ভালবাসি ঘুরতে, সময় পেলেই পালাই এই ধুসর শহরটা ছেড়ে দূরে কোথাও............. আড্ডা আমার একমাত্র রুটিন......... আমার দেশটাকে অনেক ভালবাসি ......... স্বপ্ন দেখি আসাম্প্রদায়িক বাংলা ভাষার নতুন মানচিত্র......

আমি এক বাউন্ডুলে › বিস্তারিত পোস্টঃ

অনাগত আগামী

২৪ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৯

...
অনাগত প্রতিটা প্রহরে
ছুঁয়ে যাবো তোর ঘড়িঘর।
কালবৈশাখে ঝড়ো মাতমে
ঐ ভীরু চোখের আত্মসমর্পণে
রাত জাগানিয়া ভোর।

অহর্নিশি ভেজা শ্রাবণী মেঘনীল গর্জনে
আমার বুকে তোর মুখ লুকানো রাতে।
কিংবা ;
জানালার পর্দার ফাক গলে
অবারিত মিস্টি রোদের নরম আদরে।
মান অভিমানের খুনসুটি চাদরে।
তোর অনাগত প্রতিটা প্রহরে
ছুঁয়ে যাবো তোর ঘড়িঘর।

©____বাউন্ডুলে

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯

শামীম সরদার নিশু বলেছেন: ভালো লাগল।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় +।
লেখা সুন্দর হইছে, শুভ কামনা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.