নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধাঁর রাতে স্বপ্নরা মোর; শুকতারা হয়ে জ্বলে, বুকের মেরুর দূঃখ গুলো বরফ হয়ে গলে| দিন কি রাতে নীল প্রভাতে স্ম্ তির নৌকা চলে, তবুও আমি... সামনে দেখি পিছুটান ভুলে, হয়তো বাউন্ডুলে বলে|

আমি এক বাউন্ডুলে

আমি এক বাউন্ডুলে এটাই আমার পরিচয়। গান ভালবাসি আর ভালবাসি ঘুরতে, সময় পেলেই পালাই এই ধুসর শহরটা ছেড়ে দূরে কোথাও............. আড্ডা আমার একমাত্র রুটিন......... আমার দেশটাকে অনেক ভালবাসি ......... স্বপ্ন দেখি আসাম্প্রদায়িক বাংলা ভাষার নতুন মানচিত্র......

আমি এক বাউন্ডুলে › বিস্তারিত পোস্টঃ

নিশ্চুপ রাতের গভীরতায়

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৮


রাতের পুনরাবৃত্তি মহাকালের ভেলায়।
দিনের আলো, অন্ধকারে মেলায়।
ধ্রুবক অমানিশার একচিলতে স্তব্ধতায়।
অবগাহন শেষে নীরবতা ভাঙ্গে
আত্মার স্পন্দনে
ধুক ...ধুক, ধুক ...ধুক, ধুক ...ধুক
সাক্ষী দেয় জীবনের।

অমাবস্যার তিমিরে ক্ষীয়মাণ তারা,
আর নির্ঘুম কিছু জোনাকি।
রাতের ঘুমঘোরে জেগে ওঠা
কিছু নীল বেদনা ছন্নছাড়া।
বাঁদুরে মতো উড়ে।
ফড় ...ফড়,ফড় ...ফ্‌ড়, ফড় ...ফড়
পাখা ঝাপটায় তিমির তিয়াসে।

অলিখিত কাব্যের অস্থিরতা বাড়তে থাকে
রাতজুড়ে শতাব্দীর গভীরতায়,
সময়ের সুচে বিঁধে মন অনুভূতি সুতায়।
বুনে চলে হাহাকার, নির্জনতার কাঁথায়।
মহাকালের পাতায়।
নিশ্চুপ ... দেয় ডুব... সুতা আর সূচ।

©_____ বাউন্ডুলে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৫

আমি এক বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.