![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক বাউন্ডুলে এটাই আমার পরিচয়। গান ভালবাসি আর ভালবাসি ঘুরতে, সময় পেলেই পালাই এই ধুসর শহরটা ছেড়ে দূরে কোথাও............. আড্ডা আমার একমাত্র রুটিন......... আমার দেশটাকে অনেক ভালবাসি ......... স্বপ্ন দেখি আসাম্প্রদায়িক বাংলা ভাষার নতুন মানচিত্র......
বোকা আমায় বলতেই পারো!
হয়তো আমি বোকাই।
না হলে কি দিবা নিশি,
এমন করে চলেছি ভাসি?
বুকে নিয়ে হাজার ক্ষত
দেখি স্বপ্ন কত শত।
দিন বদলের গান গেয়ে যাই।
হয়ে স্বপ্ন টোকাই।
হয়তো আমি বোকাই।
না হলে কি রাত দুপুরে
থাকো এমন বুকটা জুড়ে।
ফেলে একা গেলে চলে।
কিসের আশায় তবুও মন
খুঁজে ফিরি সারাটা ক্ষন।
ফেলে যাওয়া পথের পানে
ফিরে ফিরে তাকাই।
হয়তো আমি বোকাই।
©_____বাউন্ডুলে
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৩
আমি এক বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ রাজীব নুর আপনাকে
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর আপনাকে
ভালো থাকুন।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০
কানিজ রিনা বলেছেন: সারাজীবন বাউন্ডেলে বোকা,
পথ হাড়িয়ে নিজেকে ভাবে খোকা।
ভাবনা বেশ সুন্দর থোকা। ধন্যবাদ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৭
আমি এক বাউন্ডুলে বলেছেন: বোকা খোকা
ধন্যবাদ আপনার ছন্দময় মন্তব্যের জন্য @কানিজ রিনা ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।