![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলার পড়া কবিতার পঙক্তিগুলো আজও খুব মনে পড়ে । হৃদয়ে বেজে উঠে সেই সুর। কি চমৎকার ছিল সে সব বাণী
;যেমন
‘’ পিপীলিকা পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথায় যাও
বলে যাও শুনি?
ঐ ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।‘’
অথবা
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে ?
একসময় নিছক ছন্দের সুরে কবিতাগুলো পড়লেও এখন বুঝি এগুলোর তাৎপর্য কি?
কাল দুপুর বেলা ড্রয়িংরুমে বসে আছি । তখন আমাদের পাশের ঘরের দাদি আসলেন আমাদের কাজের বোয়া কে নেওয়ার জন্য। কিন্তু আমাদের কাজের বোয়া তিন চার দিন যাবৎ আসছেনা কোন বিশেষ কারণে।আসলে দাদি আসছিলেন কাজের বোয়াকে দিয়ে হাঁড়িপাতিল পরিষ্কার ও আরো টুকটাক কাজ করাবেন বলে। কেননা শব-ই-বরাত উপলক্ষে ঘরের সব কিছু বের করে পরিষ্কার করার প্রথা এখন ও গ্রামে বিদ্যমান । কি সমস্যা হইছে বলে কাল থেকে তাদের বোয়া ও নাকি আসছে না। দুদিন ধরে বোয়া না আসায় তার ছেলে নাকি আজ হাঁড়িপাতিল পরিষ্কারে লেগে গেছে। শুনে হাসি পেলে ও ভালো লাগছে এই জন্য যে মায়ের কষ্ট হবে ভেবে সে সাফ করতে লেগে গেছে।আসলে আমাদের মধ্যে এই বোধ টা খুবই কম “কর্মই ধর্ম।’’ টাউনের মধ্যে কোন কোন বাসা এমন ও আছে যেখানে যদি একদিন বোয়া না আসে তাহলে তাদের দুর্ভোগ কে দেখে! অবশ্য সবাই এক রকম না। আর এখন বাংলাদেশ যে হারে গার্মেন্টস শিল্পের দিকে অগ্রসর হচ্ছে তাতে কাজের লোকের অভাব অস্বাভাবিক কিছু নয়। নিম্ন বা মধ্য আয়ের লোকেরা তাই পাড়ি জমাচ্ছে চট্টগ্রাম কিংবা ঢাকার গার্মেন্টস এবং বস্ত্রশিল্পের এলাকাতে। মূলত এজন্যে বর্তমান সময়ে কাজের লোকের ভাটা পড়েছে। অনেক পরিবার দেখেছি যেখানে কাজের বোয়া না আসলে বাইরে গিয়ে কিংবা বাইরা থেকে খাবার নিয়ে আস্তে হয়। আমরা বাঙ্গালিরা খুবই আরাম প্রিয়। নিজের কাজটুকু যেন নিজের করতে লজ্জা লাগে ।অথচ ইউরোপ আমেরিকায় আমাদের এই বাঙ্গালি ফ্যামিলির বাবা-মা কত সুন্দর বাচ্চাদের সেলফ সার্ভিস বলে বলে শিক্ষা দেন কিভাবে নিজের কাজটুকু নিজেকে করতে হবে। স্যালুট এই সব প্রবাসী ভাইদের যারা নিজেরা রেমিট্যান্স দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন পাশাপাশি সন্তানদের দক্ষ করে তুলছেন ।যারা এক সময় তাদের রেমিট্যান্স দিয়ে এ দেশকে এগিয়ে নিতে আরো বেশি সাহায্য করবে। আজ যদি আমরা নিজের ঘরের কাজ নিজে করতে না পারি বা বাচ্চাদের না শিখাই ,তাহলে কাল আমরা দেশের জন্য কি করে কাজ করব, বা আমাদের বাচ্চারা কি কাজ করতে চাইবে?
তাই চলুন ,আমরা প্রত্যেকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করি । আমরা পাল্টাই, দেশটা পাল্টাবে ।
©somewhere in net ltd.