নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা

ছোটন

ছোটন › বিস্তারিত পোস্টঃ

আমাদের সমাজ ব্যবস্থার বর্তমান অবস্থা

০৮ ই জুলাই, ২০১২ রাত ৮:২৬





আমাদের সমাজ ব্যবস্থার বর্তমান অবস্থা বলতে গেলে বিভিন্ন বিষয় আমরা সবাই নিজ নিজ চিন্তাধারা থেকে অনুভব করতে পারি। আমি আমার প্রেক্ষিতে যা যা অনুভব করি তা আমি আপনাদের সামনে চেষ্টা করবো সঠিকভাবে উপস্থাপন করতে।



আমাদের বর্তমান নিজ দেশের সমাজ ব্যবস্থা কি রকম ভাবেই না পরিবর্তন হচ্ছে যা কিনা আমাদের সংস্কৃতির সাথে কোন ভাবেই মিল খাচ্ছে না ; মনে হচ্ছে আমরা ওয়ের্স্টান কালচার এর দিকে আস্তে আস্তে করে ধাবিত হচ্ছি।



সমাজ কি?

সমাজ এর সংজ্ঞা আমি পাঠ্য বইয়ের বাইরে গিয়ে আমার মতো করে যদি বলি- “হাজারো পরিবার আমদের এই সমাজে রয়েছে(যেমন:মধ্য-বিত্ত, নিম্ন-বিত্ত, উচ্চ-বিত্ত এবং অন্যান্য।) যাদের সমন্বয়ে পরিপূর্ণ সমাজগোষ্ঠি গঠিত হয়, আর তাদের নিয়েই আমাদের নিজস্ব সংস্কৃতি/কালচার রয়েছে যেটিকে আমরা ধারন করে আস্তে আস্তে বড় হতে থাকি”।

কি হচ্ছে আমাদের এই বর্তমান সমাজে তা আমি কিছু বিষয় নির্ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করছি:

১. স্টেটাস:

আমাদের সমাজে এখন প্রায় কিছু কিছু পরিবার তাদের লাইফ-স্টাইলটাকে পরিবর্তন করেই এগোচ্ছে এবং “স্টেটাস”-শব্দটিকে তারা এখন প্রতিনিয়ত একটা লেবেল এ মাপকাঠি হিসেবে নির্ধারণ করে থাকেন। স্টেটাস এর উপর ভিত্তি করে সমাজের নিজিস্ব সংস্কৃতিতে চলাফেরা না করে অন্য কালচারকে অনুধাবন করেই নিজের মতো বেছে বেছে তাদের স্টেটাস এর সাথে মিল খায় এমন পরিবারের সাথে সর্ম্পকযুক্ত হচ্ছে প্রায় সর্বক্ষেত্রে।(যেমন: আমার ছেলে-মেয়েকে এই পরিবারের ছেলে-মেয়ের কাছে বিয়ে দিবো, আরে ছেলে-মেয়েটির কোন স্টেসাস নাই, আরে তার তো গাড়ি নাই, বাড়ি নাই, আরে সে তো ভালো পড়াশোনা করে নাই, ভালো ডিগ্রি নাই, এই নাই সেই নাই আরোও কতকিছু যা কিছু কিছু উঠতি ফ্যামিলিদের কারনে সমাজ ব্যবস্থা প্রায়ই নষ্ট হচ্ছে এবং ভুল তথ্যের মধ্য দিয়ে আমাদের সমাজের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব চলাফেরা, নিজস্ব চিন্তাভাবনাগুলো ব্যহত হচ্ছে যা কোন ভাবেই কাম্য নয়।)

২. পার্টি:

আজকাল আমরা নানা রকমের পার্টি দেখে থাকি। পার্টির বিষয় বস্তুর মধ্যে নানা রকমের ভ্যারাইটি লক্ষ্যনীয়। পার্টি বলতে বুঝানো হচ্ছে-“দাওয়াত”। বর্তমানে কোন কাজে আমরা সফল হলে বন্ধু-মহলে বলে ওঠি কিরে পার্টি দিবি না এটা কি হয় পার্টি দিবি না(উদাহরণ স্বরুপ: এক বন্ধু আরেক বন্ধুকে বলে দোস্ত তুই এই কোর্স এ A+ B+(C+ এর তো কোন দামই নাই মনে হয় যে কিছু কিছু বন্ধু মহলের কাছে এবং স্টেটাস ভিত্তিক মানুষের কাছে পান্তা ভাত) পাইছস পার্টি তো একটা চাই চাই কি বলিস, দোস্ত তর তো আজকে জন্মদিন পার্টি দিবি না, আরে দোস্ত তুই girl friend পাইয়া গেছস পার্টি দিবি না।)

কিন্তু আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে কখনো মন থেকে চাই কি পার্টি হউক?? আমার তো মনে হয় না মন থেকে এই টাইপ এর বিষয়ের জন্য কোন পার্টি হতে পারে। তবে হা পরিপূর্ণভাবে আমরা উক্ত যে কোন কাজে সফল হই যেটার সত্যিকার একটা মূল্য আছে আমার/প্রত্যেকের কাছে।

আর হা আমরা প্রায়ই আজকাল ভুলেই গেছি আমাদের আপন পরিবারের মানুষদের সাথেও যে পার্টি করা যেতে পারে। আসলেই কি আমরা অন্যের দেখা-দেখি, গুটি কয়েক মহলের দেখা-দেখি এবং মনের অজান্তেই এগুলো করে থাকি যা সত্যিকার অর্থেই কতটুকু আমাদের জীবনে গরুত্বপূর্ণ তা আমার মনে প্রশ্ন তৈরী করে প্রায়। হায়রে আমাদের সমাজ ব্যবস্থা এ কি পরিবর্তন, নিজস্ব সংস্কৃতি ভুলে নিজস্ব প্রাধান্যতাকে ভুলে কোন দিকে এগোচ্ছি।

৩. পোশাক-পরিচ্ছদ:

আজকাল আমরা পোশাক কেও স্টেটাস এর আওতায় নিয়ে যাচ্ছি। কে কি পোশাক পড়ছে কার পোশাক এর দাম বা মূল্য কতটুকু কে কোথা থেকে পোশাক কিনলো কোন মার্কেট থেকে পোশাক কিনল। কে কি ভাবে পোশাক পরিধান করলো কে কি ভাবে পার্টিতে পোশাক ম্যাচিং করে আসল কার পোশাক সুন্দর। আমরা কি চিন্তা করে থাকি স্টেটাস এর উপর ভিত্তি করে যে আমরা একে অন্যের পোশাক-পরিচ্ছদের নানা রকম মন্তব্য করি তা গুরুত্ব সত্যিকার অর্থে কতটুকু মূল্য রাখে। আসলে কি আমারা ভুল প্রথার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি। ঐ যে গুটি কয়েক মহল এবং ফ্যামিলি আছে যারা আমাদের নিজস্ব সংস্কৃতিকে পরিবর্তন করে পোশাক-পরিচ্ছদের উপর নানা রকম জ্ঞান দিতে আসে যে এখানে-ওখানে এ রকম পোশাক পড়ে যেতে হয়/ পড়ে আসতে হয়। আরে আমি কি রকম পোশাক পড়ব কি ভাবে যাবো কি ভাবে আসবো একান্তই আমার নিজের ব্যপার। মোট কথা পরিষ্কার-পরিচ্ছন্ন ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাই আমি বলবো আমার পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই আমি যে কোন জায়গায় উপস্থিত হতে পারবো ফ্যাশন এ্যাবল হতে হবে এমন কোন কথা নাই। থক্কু একটা ভুল কথা বলে ফেললাম ধর্মীয় কথা তো বলা যাবে না কারন কিছু মহলের মানুষ ধর্মীয় কথা বললে একদমই পছন্দ করেন না কিন্তু তারা জানেন যে তারা ঐ ধর্মেরই মানুষ/ব্যক্তি।

৪. লাইফস্টাইল:

বর্তমানে আমাদের সমাজের নানামুখী মানুষের জীবন-যাত্রার লাইফস্টাইল গুলো লক্ষ্য করলে মনে হয় দুনিয়াতে তারাই বসবাস করছে মনে হচ্ছে তারাই এই দুনিয়ার রাজা। আর মনে হয় তারাই এই দুনিয়াতে মাথা তুলে বসবাস করছে, এই দুনিয়ায় যে আরও হাজারও মানুষ বসবাস করছে তা তারা গনাই ধরে না পাত্তাই দেয় না মানুষ বলে গণ্য করে না। তারা মনে করে ঐ হাজারো মানুষের পরিবারের কিছুই নাই। “তারা বলতে কিছু কিছু মহলের মানুষ এর কথা বলছি যা একটু মাথা খাটালেই বুঝে যাবেন ঐ তারা কোন মহলের/কোন স্টেটাস ভিত্তিক মানুষের কথা বলছি আমি। আর হা আমার মনে হয়না মাথা খাটানোর কোন প্রয়োজন হবে পড়লেই বুঝতে পারবেন”।

ঐ মহলের মানুষ নতুন কোন পণ্য কিনলে বন্ধু/রফিক সাহেব/ হাজী সাহেব মহলে বলে ওঠে দোস্ত আমি তো গাড়ি কিনছি, বাড়ি কিনছি, ফ্ল্যাট কিনছি, বাইক কিনছি, লেপটপ কিনছি, আইপেড কিনছি, আমার গাড়িটা change করে নতুন একটা গাড়ি কিনছি, এই কিনছি সেই কিনছি আরোও কত কিছু বলে। আর হা অনেকে তো ঘটাও করে আমাদের সামজিক ওয়েবসাইট ফেসবুকে স্টেটাস দেয় যে আরে কিনা করে ফেলছে। মোট কথা হচ্ছে ও সব মানুষগুলোর কথা বলার approaches শুনলে হাসি পায়। আমার কথা হচ্ছে এগুলো বলার গুরুত্ব কতটুকু আমাদের সমাজে এভাবে আলগা ফুটানি বাজিয়ে কতদিন চলবেন ভাই-বোনেরা।

৫. অন্যান্য:

আমাদের সমাজ ব্যবস্থার বর্তমান অবস্থার নানা রকমের বিষয় তুলা যেতে পারে যা আমরা বিভিন্ন ভাবে আলোচনার আওতায় তুলে আনতে পারি। আরেকদিন বাকি সমাজ ব্যবস্থার বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।

[ বি:দ্র: ১.ব্যকরণ গত ও অন্যান্য কোন ভুল থাকলে সংশোধন করে দেবেন,

২. বিতর্কিত কোন কিছু সৃষ্টি করবেন না এবং

৩. অন্যান্য কোন কিছু বলতে চাইলে বিনয়ের সাথে সর্বাত্তক বলার চেষ্টা করবেন।]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.