নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোয়াও প্রাণে.......

আমার এই পথ চাওয়াতেই আনন্দ............

মুছাব্বির

মুছাব্বির › বিস্তারিত পোস্টঃ

পিন(PIN) কোড ভুল, পাক(PUK) কোড চায়। :(

২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩১

সিম(বাংলালিংক) কার্ড ৩বার ভুল পিন কোড দিছি ! এখন পাক কোড চায়। চার বছর আগে সিম কিনেছি, কাগজ পত্র সব গায়েব। এখন আমি কি করি? আমার তো একটাই নাম্বার। মোবাইল বন্ধ হয়ে এখন বিপদে আছি। আমার কি আবার সিম তুলতে হবে? আমার সব কন্টাক্ট নাম্বার কি নতুন সিম এ থাকবে? বাংলালিংক সিম তুলতে কত টাকা লাগে কেউ জানেন? আমার কাজিন বলেছে-“এফ.এন.এফ. এবং লাস্ট রিচার্জ বলতে পারলে সিম রিপ্লেসমেন্ট করে দিবে” । রোজার দিনে নিজের ভুলে কি ফাপড়ে পরলাম বলেন তো?









মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৬

পারভেজ বলেছেন: রেজিস্ট্রেশন করেন নাই। ঐখানে তো নতুন কাগজপত্র দেয়ার কথা।

২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৩

মুছাব্বির বলেছেন: কিন্তু ওখানে তো পিন কোড/ পাক কোড নাই।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০১

কালা-বিলাই বলেছেন: সিম যদি নিজের নাম এ কিনে থাকেন তাহলে বাংলালিঙ্ক এর ডেটাবেজ এ আপনার নাম/ ছবি আছে, আপনি কাস্টমার কেয়ার এ গেলেই ওরা সিম রিপ্লেস করে দিবে। ফিঃ ১০০ টাকা।
এফ এন এফ/ লাস্ট রিচার্জ বলে সিম রিপ্লাস হলো লাস্ট অপশন।
আর আপনার কোন কন্টাক্ট নতুন সিম এ থাকবে না।

২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৮

মুছাব্বির বলেছেন: সিম তুলতে সমস্যা নাই। কিন্তু কন্টাকট নাম্বার গুলো হারাতে হবে যে!!

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫০

মুছাব্বির বলেছেন: বাংলালিঙ্ক সিম তুলতে এখন লাগে ৫০টাকা।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০২

ঠুনকো বলেছেন: প্রথম কথা হলো, ৪ বছর ধরে সিম ইউস করছেন এবং এখোনো সিম এর পিন কোড এনাবল রেখেছেন ? আপনার যা এখন করনিয় তা হলো, আসেপাশের বাংলালিঙ্ক কাস্টমার কেয়ার সেন্টারে যান, তাদের গিয়ে আপনার প্রব্লেমের কথা বলুন। মনে হয়না নতুন কোন সিম তুলতে হবে। আপনার কাজিন যা বলেছেন, তা মনে হয় ভুল ইনফরমেশন।
][2o][][

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৫

মুছাব্বির বলেছেন: না সিম তুলতে হয় নি। ওদের কাছে ব্যাক আপ ছিল। আমার কাজিন ঠিক বলেছেন। যদি পেপারস না থাকে তবে এসব তথ্য সঠিক দিতে পারলে সিম উঠানো ্যাবে। কাল ওদের কাছ থেকে জ়েনে এসেছি। অনেকে এভাবে তুলছেও দেখলাম।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৩

মুছাব্বির বলেছেন: ইফতার করে যাবো বাংলালিঙ্ক সেন্টারে। কি বলে ফিরে এসে সবাইকে জানাবো। সকলকে ধন্যবাদ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২০

কালা-বিলাই বলেছেন: PIN CODE/ PUK CODE এর কপি কোন মোবাইল অপেরেটর ব্যকআপ এ রাখে না। জিপি, বাংলালিঙ্ক, একটেল, ওয়ারিদ, টেলিটক কেউ ই না,

আগে রাখত, কিন্তু কিছু Employee এই কোড এর অপব্যহার শুরু করায় (উদাহরনঃ কোন বন্ধুর অনুরোধে তার এক্স গার্লফ্রেন্ড এর সিম লক করে দিল অতি পরোপোকারি কোন Customer Manager!) সবাই এই কোড সিস্টেম থেকে মুছে দিয়েছে।

তাই আপনাকে সিম রিপ্লেস করতেই হবে, সেটা FNF/ last Recharge বলেই হোক আর রেজ়িস্ট্রেশন পেপার এর সাথে নিজের চেহারা মোবারক মিলিয়ে হোক।

Contacts Number পাবেন না ফিরে, আপনি এক কাজ করতে পারেন। লাস্ট ৩/৪ মাসের IB (Itemized Bill) চান বাংলালিঙ্ক এর কাছে, প্রতি মাসের জন্যে ১০০ টাকা পে করা লাগবে। এই বিল এ আপনার লাস্ট মাস গুলির Call Details থাকবে, একদম SMS, out going, incoming সব (ভয় পাবেন না, SMS এর content থাকবে না।)

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৯

মুছাব্বির বলেছেন: না ভয় পাই নি। আপনার সব পরামশ ভাল লাগলো। কিন্তু আপনার সব ধারনা ঠিক না।

কালকে banglalink point এ গেলে সাথে সাথে ওদের সারভার থেকে পাক কোড দেখে আমার সিম লক খুলে দেয়। সিম তোলার ঝামেলার মধ্য যেতে হয় নি। ওয়ারিদ ও পিন ও পাক কোড এর ব্যাক আপ রাখে। গ্রামীনফোন মনে হয় রাখে না।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩০

কালা-বিলাই বলেছেন: ধন্যবাদ মুছাব্বির ভাই, আমার ভুল জানাটা ঠিক করার জন্যে।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৫

মুছাব্বির বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.