![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"হে আলেখ্য, অপচয় চিরকাল পৃথিবীতে আছে, এই যে অমেয় জল, মেঘে মেঘে তনুভুত জল এর আর কতটুকু ফসলের দেহে আসে বলো ফসলের ঋতুতে ও অধিকাংশ শুষে নেয় মাটি"
১
মায়াবী প্রহরায় মুখগুলো
বেঁধে রাখে জীবনের ক্ষত।
কবিতার ফুল ঝরে যায়
এমন প্রিয়ের মতো
যাকে আলিঙ্গঁন করি
সে আমার কেউ নয়।
ঝরে যায় কবিতার ফুল
হাজারে হাজার...
২
যদি আবারো ফিরে আসি
নিজের ছায়ার নিচে,
পিছু ফিরে যেতে যেতে
বোধের জানালাগুলো
দ্বিগুণ হয় যদি
আর ছোঁব না স্মৃতির কপাট।
ধূসর পথে ঝরে পড়ে
কবিতার ফুল
ধূলো ঝড়ে ঢেকে যায়।
২| ২৫ শে আগস্ট, ২০১০ রাত ১:৩২
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: সুন্দর! +
৩| ২৫ শে আগস্ট, ২০১০ সকাল ৮:০৫
নিমা বলেছেন: ভাল লাগলো ++++++
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১০ রাত ১:১১
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো।