নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব নিশব্দ আয়োজনে আমরা লুকিয়ে রাখি সংশয়ের প্রথম বীজগুলো

রক্তকরবী

"হে আলেখ্য, অপচয় চিরকাল পৃথিবীতে আছে, এই যে অমেয় জল, মেঘে মেঘে তনুভুত জল এর আর কতটুকু ফসলের দেহে আসে বলো ফসলের ঋতুতে ও অধিকাংশ শুষে নেয় মাটি"

রক্তকরবী › বিস্তারিত পোস্টঃ

ছদ্মবেশী চাদর

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৬

যত্ন করে তুলে রাখা চাদরে ও ধূলোর ঘ্রাণ জমে। নেপথলিন, শুকনো নিমপাতা আরো কতোকিছু দিয়ে ও থামানো যায় না পোকার এ ফোঁড়- ও ফোঁড়। তবুও পুজা করে তুলে রাখি স্মৃতির চাদর।

নিমিষে জীবনের জল বাষ্প হয়ে যায়, ঝড়-বৃষ্টি, প্রবল শৈত্যে,তীব্র দাহে বেঁচে যাই চাদরকে আশ্রয় করে।মাঝে মাঝে ডিঙ্গোতে ইচ্ছে করে এভারেষ্ট। কিন্তু সে কি করে সম্ভব! মজ্জায় যে ধূলো জমে গেছে, ঘূণে ধরে সব যেনো ভেঙ্গে পরে। সব ইচ্ছেকে চাদরে পুঁটলি বেঁধে ঘুমিয়ে থাকি মাথার বালিশ করে। বর্ষণে চুল ভিজে গেলে চাদরটা একটা মুখোশ বানিয়ে ময়ুর হয়ে নাচি। তবু, আমি মানুষই থেকে যাই, কেউ এসে আঙ্গুল চিরে দেখে রক্ত ঝরছে কিনা। মানুষের মতো দেখতে কি নই? চাদরটা যেদিন পোকারা সম্পূর্ণ নষ্ট করে ফেলবে, কেটে কেটে যখন একটা সুতো ও বাকি থাকবে না, মানুষের সব আড়াল খসে পরবে।সেদিন কেমন করে একে অন্যের মুখ চেয়ে বলবে - "আমিই তোমার শরীর কেটে দেখতে চেয়েছি মানুষ কিনা" ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.