নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ চঞ্চল

আমি খুব সাধারন একজন প্রানি।মানুষ হওয়ার চেস্টায় আছি,,,,,,,

আরিফ চঞ্চল › বিস্তারিত পোস্টঃ

মানসিক প্রতিবন্ধী কে?

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৯

আমি ত্রিভুজের এক কোনে,এক কোনে একজন মানসিক প্রতিবন্ধী আর অন্য কোনে কিছু পথচারি মানুষ।ঐ মানুষগুলো প্রতিবন্ধীটিকে ভিষনভাবে ক্ষেপাচ্ছে আর মজা করছে।মাঝে মাঝে কেও কেও ঢিলও ছুড়ছে।প্রতিবন্ধিটি অসহায় আর করুণ চোখে তাকিয়ে আছে।আমি ভাবছি আসলে মানসিক বিকারগ্রস্থ কে?

ঐ প্রতিবন্ধীটি?নাকি যারা তাকে নিয়ে মজা করছে তারা?নাকি এগুলা দেখে ভাবছি তাই আমি? যদিও আমি নিজেও কিচ্ছু বলছিনা।

আগে প্রায় সময়ই দেখতাম দু'একজন বিদেশী কুচি কুচি করে কাটা কিছু সাদা কাগজের টুকরো রাস্তায় ছড়িয়ে রেখে যেত।পরে আরোও কিছু বিদেশী ঐ কাগজের চিহ্ন দেখে দৌড়াত বা হাটতো।রাস্তার পাশে কিছু উৎসুক লোক দাড়িয়ে থেকে দেখতো।কেও কেও খুব খারাপ ভাষায় গালাগালিও করতো।আমি কৌতূহলী হয়ে জানতে চাইলাম।তাদের উত্তর ছিলো অনেকটা এরকম"আরে ওরাতো বাংলা ভাষা বুঝেনা,তাই গালি দিলেও বুঝবেনা।তাই মজা করার জন্যে গালি দেওয়া।"

ওরাতো আমাদের অতিথি।মজা করার জন্যে অতিথিদের গালি দিতে হবে?এটা কোন ধরনের অতিথি আপ্যায়ন?নাকি সবাইকে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে করে আপনা আপনি গালি চলে আসে?

জানিনা……………..

তাহলে মানসিক বিকারগ্রস্থ কে?

আমরা না বাংগালী!আমাদের না গৌরবময় ইতিহাস আছে।রক্ত মাখা স্বাধীনতা যাদের অর্জন।

সত্তই আমি জানিনা,কে দিবে আমার এই প্রশ্নের উত্তর………….!!



Aarif chanchal

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.