![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাপ কে বলা হয় ফুলের রানী, তবে ফুলের রাজা কে?
আমকে বলা হয় ফলের রাজা, তাহলে ফলের রানী কে?
আমরা কি ধরেই নিয়েছি ফুল হলো মেয়ে আর ফল হলো ছেলে?কিন্তু ফলের বীজ থেকেই তো নতুন উদ্ভিদের জন্ম। তখন ফল হয় মা।তাহলে??
কোন বাংলাদেশীকে যদি জিজ্ঞেস করেন মাতৃভূমির নাম কি? সে বুক ফুলিয়ে বলবে বাংলাদেশ।কিন্তু যদি পিতৃভূমির নাম জিজ্ঞেস করেন? তাহলে??সে মাথা চুলকাবে………কিন্তু কেন?কেউ কেউ হয়ত নিজের গ্রামের নাম ও বলতে পারেন। বাংলাদেশ মাতৃভূমি যদি হয় তাহলে পিতৃভূমি কেন নয়? পিতা কি ব্রিটিশ নাকি?
মাথাটা মনে হয় পুরাই গেছে......।
aarif chanchal
২৮ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫২
আরিফ চঞ্চল বলেছেন: কে দিবে সঠিক উত্তর?
২| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪২
কানিজ রিনা বলেছেন: কেন মাকে জিজ্ঞাসা করলেইতো পাওয়া
যায় পৃত্রিভুমি কোনটি, মায়ের নামে
ভূমি থাকতে নেই, ভূমি থাকে সব
পিতার। মাতৃভূমি শুধু নামেই, তার
দলিল পত্র নেই।
২৮ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৫
আরিফ চঞ্চল বলেছেন: ভাল বলেছেন,কিন্তু তাহলে কেন মাতৃভূমি বলতে হবে? কেন পিতৃভূমি নয়?
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আসলেই অমীমাংসিত জিজ্ঞাসা।