নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ চঞ্চল

আমি খুব সাধারন একজন প্রানি।মানুষ হওয়ার চেস্টায় আছি,,,,,,,

আরিফ চঞ্চল › বিস্তারিত পোস্টঃ

আবারও কি রক্ত চায় এই অক্ষর এই ভাষা?

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:০১

ভাষার জন্যে রক্ত দিলাম,এটা প্রায় সবাই জানে।কিন্তু কেন ভাষা শহীদগন রক্ত দিয়ে শহীদ হলো সেটা কয়জনে জানে?উর্দুকে রাষ্ট্র ভাষা করার প্রতিবাদে। আপনার বাংলা ভাষা বা মায়ের মুখের ভাষা কেরে নিতে চায়নি কেউ। শুধু লিখতে হলে উর্দুতে লিখতে হবে। মানে হলো যেমন, আপনি বলতে চান “কেমন আছ?-এটাকেই উর্দু অক্ষর দিয়ে লিখতে হবে। বাংলা অক্ষর থাকবেনা। অক্ষর কে বাচানোর জন্যেই শহীদ হলেন। সংক্ষিপ্ত করে বললে এটাই হলো ভাষা আন্দোলন।
কিন্তু কি লাভ হলো শহীদ হয়ে? কতটা লাভ হলো? উর্দুতে না লিখে এখন ইংলিশ এ লিখেন, যেমন –কি খবর- ki khobor? তাহলে? আবারও কি রক্ত চায় এই অক্ষ? এই ভাষা?

পুনশ্চঃ আমি নিজেও প্রতিনিয়ত ইংলিশ দিয়ে বাংলা লিখছি।কিন্তু প্রতিটা অক্ষর লিখতে গিয়ে নিজের বিবেকের কাছে লজ্জায় মুখ লুকাচ্ছি। ক্ষমা চাই হে ভাষা শহীদ।
Aarif chanchal

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.