নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবিষ্যত নেতা আসিফ

কখনো ব্লগ লেখার ইচ্ছা ছিলনা। হয়ত হবে। তাই চেষ্টা করে যাচ্ছি । অপরের ব্লগ পরতে ভালই লাগে।কিন্তু এই যান্ত্রিক জিবনে সব কিছুই হারিয়ে ফেলছি। এমন কি নিজেকেও............।

ভবিষ্যত নেতা আসিফ › বিস্তারিত পোস্টঃ

রাত জাগা তারা... :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:২৪

অপূর্ব আজও রাতে ঘুমাতে পারেনাই ।প্রতিদিনের মতো আজও মোবাইল হাতে নিয়ে একটি মেয়ের ফোন অথবা এসএমএস এর অপেক্ষা করছে ।। যদিও সে জানে সবসময় এর মতো কখনোই মেয়েটির কাছ থেকে কোন ফোন বা এসএমএস আসবেনা ।। গত সাড়ে চার বছর ধরে সে এই মেয়েটিকে অনেক

ভালবাসে । কিন্তু মেয়েটাকে সে যে পরিমাণ ভালবাসে মেয়েটা ঠিক সেই পরিমাণ তাকে অপছন্দ করে ...এর কারণ হিসেবে সে ছেলেটার অতিরিক্ত ভালবাসা কেই দায়ী করে......



ক্লাস এ মেয়েটি দেখে ও না দেখার ভান করলে ও সে তার

দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতো । শুধু মাত্র তাকে দেখার জন্য

ছেলেটি প্রতিদিন ক্লাস এ যেত...। তাদের মধ্যে কখনো কোন

কথাবার্তা না হলেও মেয়েটির প্রতিটা মুহূর্তের খোঁজ খবরই সে রাখতো । মেয়েটি হয়ত জানত না তার জন্য সে পৃথিবীতে সব কিছু করতেই রাজি ছিল...

হয়ত মেয়েটির প্রতি অতিরিক্ত ভালবাসার কারনেই ছেলেটি আজও অন্য কারো সাথে কোন প্রকার সম্পর্কে জরায় নাই ... তবুও যে এতদিন রাজি হয় নাই সে কখনোই রাজি হবে না জেনে ও সে চায় মেয়েটি সব সময় হাসি খুশি থাকুক ... অনেক অনেক ভাল থাকুক ... সবসময়ের মতো তার ঠোঁটের

কোণের সুন্দর হাসিটা থাকুক.........।।



উপরের ঘটনাটা সম্পূর্ণ কাল্পনিক।। অনেকদিন ধরে কিছু লিখবো ভাবছিলাম তাই হটাত গল্পটা মাথায় আসলো এবং লিখে ফেললাম ।। কারো বাস্তব ঘটনার সাথে মিলে গেলে লেখক কোনভাবেই দায়ী না ...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৩৯

খেলাঘর বলেছেন:


কাল্পনিক, তবুও লক্ষ জনের সাথে মিলে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.