নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদ্ভট

দ্ভট প্রাবন্ধিক

এবি মিনহাজ

উদ্ভট প্রাবন্ধিক

এবি মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

ব্যাচেলার লাইফে মেস খুঁজার মত এমন বিড়ম্বনা আর নাই

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

ছাত্র রাজনীতির ভয়াবহতা স্বচক্ষে দর্শনপূর্বক আমরা কয়েকজন মিলে হল ছেডে শহরে বাসা ভাড়া নিয়ে থাকবো। তো যেই ভাবা সেই কাজ। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পরলাম অভিযানে। টু লেট লেখা বাসা গুলোতে ঢু মেরে যা বুঝলাম, তাতে বিবাহ না করার জন্য আফসোস হইতে লাগলো। কতক বাড়ি ওয়ালা তো ব্যাচেলর শুনে আর কোনো কথা না বলে মুখের উপর দরজা বন্ধ করে দিলে। কতক আবার নীতিবাক্য ঝাড়িলে, উপদেশ দিলে। কতক আবার একটা ফ্ল্যাটের যা ভাড়া হাঁকিলেন তাতে মনে হল যেন আমরা পুরো বিল্ডিংটাই ভাড়া নিচ্ছি। ক্লান্ত ব্যর্থ, বিদ্ধস্ত আমরা। টানা ৫ দিন হন্যে হয়ে খঁুঝে শেষমেষ মাথা গুঁজরানোর মতো একটু ঠাই হল বটে, কিন্তু নাগরিক সুবিধা বলে কোনো শব্দ বাংলা ডিকশনারিতে আদৌ আছে নাকি তা ভাবনার মধ্যে ফেলে দিল আমাদের এই সদ্যপ্রাপ্ত নিবাস। /:)

বি: দ্র: ব্যাচেলর লাইফ পার করেছে বা করছে তাদের মধ্যে শতকরা ১০০ জনই এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। যারা হয়নি তারা আসলে ব্যাচেলরই না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: বাড়ি ওয়ালাদের এই রকম না করে হয় না।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪

এবি মিনহাজ বলেছেন: মেয়াদোত্তীর্ণ, জীর্ণ শীর্ণ বাসা গুলো বরাদ্দ থাকে ব্যাচেলরদের জন্য। আর সেই সব বাসার যে ভাড়া হাঁকান বাড়িওয়ালারা তা এক কথায় অকল্পনীয়।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫

ঢাকাবাসী বলেছেন: সমস্যা দুদিকেই আছে!

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৬

এবি মিনহাজ বলেছেন: তা ঠিক। তবে ভুক্তভোগি শুধুমাত্র ব্যাচেলাররা।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

মোঃ ইসহাক খান বলেছেন: সমস্যা দূর হোক।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৫

এবি মিনহাজ বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.