![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক বন্ধু অপূর্ব। মজার চরিত্র। আমাদের সকল আড্ডায় তার হাসিমাখা মুখ এক অপরিহার্য অংশ। তবে তার সবচেয়ে বড় গুণ হল বন্ধুদের কারো জন্মদিন হলে তার পকেটের টাকা খসানো। তবে আমাদেরও ভালো লাগত এতে, বিরিয়ানির ভাগ আমরাও পেতাম বলে! তাই আমরা সকলে মুখিয়ে ছিলাম অপুর্বর জন্মদিনের জন্য। তো একদিন তাকে নিজ পকেটের ব্ল্যাক তাকে পান করতে দিয়ে জিজ্ঞেস করলাম যে তার জন্মদিন কবে? -ফেব্রুয়ারিতেই, চায়ের অর্ডার দিয়ে বলল সে। আমরা তখন অনাগত বাঁশ দেয়ার আনন্দে মশগুল হয়ে জিজ্ঞেস করলাম, কবে? সে আবারো পকেট থেকে পুরো প্যাকেট সিগারেট নিয়ে নিল। - " তোরা যে জন্য এত উৎফুল্ল তা বোধ হয় হবেনা রে! " " কেন কেন??? " -"আমার জন্ম ২৯ শে ফেব্রুয়ারি। আমারে বাঁশ দিতে হলে ২০১৬ তে আসিস! " হাসতে হাসতে যে কথা গুলো বলল অপুর্ব তা আমাদের কানে যেন এসিড বর্ষণ করল.......
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮
সীমানা ছাড়িয়ে বলেছেন: আমার এক কাজিনের জন্মদিন ২৯ ফেব্রুয়ারী। এইটা নিয়ে তার আনন্দের সীমানা নাই।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১১
ভিটামিন সি বলেছেন: আন্নেরা এতো বোহা কেরে? হের লগে বাংলায় কথা কইছুইন, তাইলে বাংলা সনে হেতির পয়দা দিবস পালন করুইন; তাইলে ত আর আন্নেগর বাঁশ খাওন লাগে না।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪
বেকার সব ০০৭ বলেছেন: ভিটামিন সি বলেছেন: আন্নেরা এতো বোহা কেরে? হের লগে বাংলায় কথা কইছুইন, তাইলে বাংলা সনে হেতির পয়দা দিবস পালন করুইন; তাইলে ত আর আন্নেগর বাঁশ খাওন লাগে না।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৭
এবি মিনহাজ বলেছেন: হেব্বি বুদ্ধি তো! @ ভিটামিন সি
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
কসমিক- ট্রাভেলার বলেছেন:
ভিটামিন সি বলেছেন: আন্নেরা এতো বোহা কেরে? হের লগে বাংলায় কথা কইছুইন, তাইলে বাংলা সনে হেতির পয়দা দিবস পালন করুইন; তাইলে ত আর আন্নেগর বাঁশ খাওন লাগে না।
ভাই এটা কোন অঞ্চলের ভাষা, জানালে খুশি হবো।
৭| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:৪০
পাঠক১৯৭১ বলেছেন: ২৯ শে ফেব্রয়ারীর মানুষেরা ২৮ ফেব্রুয়ারীতে জন্মদিন পালন করে, এটা সমস্যা নয়!
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬
বেলা শেষে বলেছেন: জন্মদিন যদি ২৯ শে ফেব্রুয়ারি হয়......
Jocks but right.