নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদ্ভট

দ্ভট প্রাবন্ধিক

এবি মিনহাজ

উদ্ভট প্রাবন্ধিক

এবি মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

ট্রাফিক পুলিশের বাহাদুরি এবং অন্যান্য

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩০

শহরের ব্যস্ত রাস্তায় যে অদ্ভুত

প্রাণীগুলো যতটা না যানবাহন, তার চেয়ে বেশি নিজের

পকেট নিয়ন্ত্রণের তালে থাকে তাদেরকে ট্রাফিক পুলিশ

বলে। এরা টাকার জন্য বা ফালতু কোন কারনে ছেলের

বয়সী থেকে শুরু করে বাপের বয়সি ড্রাইভার

বা হেলপারদের গায়ে লাঠির আঘাত হানতে পারেন

এবং এই কার্য করার পর তারা এক ধরনের পুলক অনুভব করেন।

তবে তাদের এই বাহাদুরগিরি শুধুমাত্র গরীব

রিক্সাওয়ালা বা অটোওয়ালাদের প্রতি,

পাজেরোওয়ালাদের প্রতি তাদের সম্মানবোধ প্রবল।

আমরা আমজনতাও অবশ্য আমাদের চক্ষুর সামনে কোন বাপের

বয়সি রিক্সাওয়ালার গায়ে হাত

তুলতে দেখিলে ট্রাফিক পুলিশের বাহাদুরিতে নিজের

মধ্যে শিহরন অনুভব করি। একবারও ভেবে দেখিনা যে এই

রিক্সাওয়ালাদেরও একটা সুন্দর স্বপ্ন আছে তার

সন্তানকে ঘিরে, ঠিক আমাদের বাবা মায়ের স্বপ্নের

অনুরুপ। আমরা কি প্রতিবাদ করার ন্যূণতম ভাষাটুকুও

হারিয়ে ফেলেছি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.