নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখোশের আড়ালে মুখোশ।

চাচা আপন প্রাণ বাঁচা।

ঠকচাচা

চারপাশে দেখি শুধু মুখোশের ছড়াছড়ি। নিজেও তাই মুখোশ পড়ে নিলাম।

ঠকচাচা › বিস্তারিত পোস্টঃ

২ বছর পর আবার ফিরে এলাম।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

'ঠকচাচা' নিকের শুরুটা ২ বছর ৪ মাস আগে। মাত্র চারটি পোস্ট করার পর আমার মেইল আইডির পাসওয়ার্ড ভুলে যাই। 'ঠকচাচা' নিকের ইউজার আইডি ও পাসওয়ার্ডও মিলছিলো না। হৃদয়ে ক্ষত নিয়ে ব্লগে ঢোকা ছেড়ে দিই। পাক্কা দুই বছর সামহোয়্যারসহ কোন ব্লগেই প্রবেশ করিনি।
পূর্বে অবশ্য স্বনামে একটি আইডি ছিল। এটা অক্রিয় করে দিয়ে নতুন নামে ব্লগিংয়ের সিদ্ধান্ত মতো 'ঠকচাচা' নিক খুলে ছিলাম। এর পেছনে কারণও আছে, ছদ্মনামে ব্লগিংয়ে আনন্দ না থাকলেও পদবী আর প্রাইভেসির কারণে এটি মন্দ নয়।

যাক, নতুন বছর শুরু হল সামহোয়্যারের সাথে। এখন থেকে নিয়মিত থাকব।
পুরনো যাদের কথা মনে আছে:
ফিউশন ফাইভ(বাঘের প্রোপিক ছিল। তখন খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন)
হাসান মাহবুব( তাঁবুতে কিশোরের ছুরি হাতে এমন প্রোপিক। ভাল লেখেন।)
শিপু ভাই (খুব সুন্দর একটা বাচ্চা মেয়ের প্রোপিক ছিল)
শরৎ দা (মডারেটর মনে হয়!)
লৌনলি ফাইটার/রিফাত রিস্টার্ট ( মারাত্মক মিস করি ওনাকে। কতবার ব্যান করতো যে ওনাকে)
আরজুপনি (ঘুষি বাগিয়ে আছেন। যেকোন সময় মেরে দেবেন নাক বরাবর।)
অপু তানভীর (খুব গল্প লিখত তখন। এখন জানি না)
জানা আপু (রিকশার রঙিন প্রোপিক। উনার কমেন্ট পাওয়া মানে ব্লগিং জীবন সার্থক এমন অবস্থা ছিল তখন।)
দূর্যোধন (পৌরাণিক প্রোপিক ছিল তখন। প্রভাবশালীও ছিলেন।)
( সঠিক মনে নেই। কি জানি দিয়ে)..ছিলে নিমন্ত্রণ' নামে একজন ছিল।


যাইহোক, অনেক জনপ্রিয় নামই এই মুহূর্তে মনে আসতেছে না। সবার জন্য শুভ কামনা। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

হ্যাপী নিউ ইয়ার ২০১৫।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬

নিলু বলেছেন: লিখে যান , ভালো আছেন তো

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

ঠকচাচা বলেছেন: হু, ভাল আছি। আপনি কেমন আছেন? কতদিন পর কথা হলো। ভাল লাগলো।

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

খেলাঘর বলেছেন:


ফিরতে পেরেছেন, এটাই বড় ঘটনা, লিখুন।

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬

ঠকচাচা বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৬

আরজু পনি বলেছেন:

আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম ।

আমার নাম দেখে ভালো লাগলো যে মনে রেখেছেন।

আর হাসি থামাতে পারছি না ...আমি কিন্তু ঘুষি মারি না ...আশা জাগানিয়া মানুষ ।

অনেক ভালো থাকুন তবে কাউকে ঠকাবেন না আশা করি ।

নতুন বছরের শুভেচ্ছা রইল ।।

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯

ঠকচাচা বলেছেন: শুভেচ্ছা জানাই আপনাকেও। কেমন আছেন তারপর? এর মাঝে সামুতে নিয়মিতই ছিলেন তো?

ভাল থাকবেন দিদি।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪২

মিজভী বাপ্পা বলেছেন: আপনাকে সুস্বাগতম :)

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯

ঠকচাচা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা ব্রাদার।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা আপনার পোষ্টে। পুনরায় স্বাগতম ব্লগে।

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০

ঠকচাচা বলেছেন: ভাল লাগছে ফিরতে পেরে। ভাল থাকবেন নিরন্তর।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:






ছদ্মনামেরও নিজস্ব কিছু মজার ব্যাপার আছে....


শুভ প্রত্যাবর্তন!

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১

ঠকচাচা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা নেবেন।





শুভ কামনা।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭

অপূর্ণ রায়হান বলেছেন: *তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে।




কেনু চাচা কেনু! ;)

হ্যাপ্পি নিউ ইয়ার !:#P !:#P !:#P

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪

ঠকচাচা বলেছেন: উনি কী ব্লগে আর আছেন? নামটা মারাত্মক রোমান্টিক-তাই না, চাচ্চু?




নতুন বছরের শুভেচ্ছা নেবেন।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬

মাহবু১৫৪ বলেছেন: ফিরে এসেছেন জেনে ভাল লাগলো।

নতুন বছরের শুভেচ্ছা

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

ঠকচাচা বলেছেন: অনেক অনেক ভাললাগা রইলো।





জীবনটা সুন্দর ও আনন্দময় কাটুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.