![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম,
অনেকেই ব্লগ লিখি বা পড়ি কিন্তু এর অনেক সম্ভাবনা নিয়ে কিছুই জানি না
যদিও ইংরেজি ভাষায় অনেক ব্লগ আছে, ২০২২ সালে এখনো অনেক বিষয়েই বাংলা ব্লগ নেই। অনলাইনে বাংলা ভাষায় তথ্য সমৃদ্ধ করার জন্য বাংলা ব্লগিংয়ের বিকল্প নেই। তাছাড়া ব্লগিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে আয়ের সুযোগ তো আছেই। বাংলাদেশেই এমন উদাহরণ অনেক আছে যে বাংলায় ব্লগিং করে ১ হাজার থেকে ৩ হাজার ইউএস ডলার আয় করছে।
ব্লগের মাধ্যমে আপনি লাইফটাইম খুব ভাল পরিমাণ টাকাও উপার্জন করতে পারবেন। আপনি যেই মুহুর্তে ঘুমাচ্ছেন, সেই মুহুর্তে ও আপনার ইনকাম চলতে থাকবে। আপনি এই পৃথিবিতে না থাকলেও আপনার ব্লগের উপার্জন বন্ধ হবেনা।
কেন আপনি ব্লগিং শুরু করতে পারেন
সাম্প্রতিক, এবং ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে নিজের চিন্তা-চেতনা ও মতামত প্রকাশ করতে পারবেন।
আপনি কোন কিছু শিখলেন তা অন্যকে শিখতে সাহায্য করতে পারেন
আপনি ধীরে ধীরে একজন ভাল লেখক হতে পারবেন।
ব্লগিংয়ের মাধ্যমে আপনি নিজেকে আত্মবিশ্বাসী, অনুপ্রাণিত করা ও আপনার পাঠক বা ভিজিটরদের মধ্যে প্রভাব ফেলতে পারবেন।
সবশেষে ব্লগিং মাধ্যমে অ্যাডসেন্স, অ্যাফিলিয়েশন ও স্পনসরশিপ থেকে লাইফটাইম ভাল আয় করা যায়।
ব্লগিংকে আপনি ফুলটাইম ক্যারিয়ার হিসেবে নিতে পারেন।
ব্লগিং করতে যা যা প্রয়োজন
যেকোন একটি বিষয়ে ভাল দক্ষতা বা জ্ঞান
আগ্রহ ও আবেগ
কম্পিউটার ও ইন্টারনেট
কম্পিউটারে দক্ষতা
বাংলা বা ইংরেজিতে লেখা/ টাইপিং/ ভয়েস টাইপিং
এডোবি ফটোশপ ও এডোবি ইলাষ্ট্রেটর
ব্লগ ওয়েবসাইট
সার্চ ইন্জিন অপটিমাইজেশন- এসইও নলেজ
আমার মতে ব্লগিং একটি ব্যবসায়। অন্য সকল ব্যবসায়ে অনেক পরিমাণ মূলধনের প্রয়োজন থাকলেও, ব্লগিংএ আপনার মূলধন হলো, আপনার জ্ঞান, দক্ষতা আর শ্রম। শুধুমাত্র আপনার ব্লগ ওয়েবসাইটটি তৈরি জন্য আপনার খুবই সামান্য টাকা বিনিয়োগ করতে হবে। ১৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে আপনি একটি ভাল ওয়েবসাইট তৈরি করিয়ে নিতে পারবেন।
গুগলের ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম blogger.com (ফ্রি মেথড)
আপনি Google এর জনপ্রিয় ফ্রি ব্লগিং সেবা blogger.com থেকে তৎক্ষনাৎ একটি ব্লগ বানাতে পারবেন। এখানে আপনাকে, কোন মাসিক বা বাৎসরিক ফি দিতে হবেনা। এটি এখন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে। তবে আপনাকে আপনার ব্লগের টপিক অনুসারে একটি ডোমেইন নেইম কিনতে হবে। জনপ্রিয় ডোমেইন নেইম গুলো হচ্ছে, .COM, .NET, .ORG ইত্যাদি। এরকম একটি ডোমেইন এর দাম ৮০০ থেকে ১২০০ টাকা।
ওয়ার্ডপ্রেস- WordPress.org (পেইড মেথড)
ওয়ার্ডপ্রেস হলো সারা বিশ্বের সবচাইতে সহজ, বিনামূল্যের একটি ব্লগিং ও কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ব্লগ সাইট তৈরি করতে, ওয়েব হোস্টিং বা ওয়েব সার্ভার প্রয়োজন হয়। এখানে আপনার ব্যয় হবে মোট ৩ টিঃ
ডোমেইন- ৮০০ থেকে ১০০০ টাকা
হোস্টিং- ১০০০ থেকে ১৫০০ টাকা (শেয়ার্ড হোস্টিং- নুন্যতম খরচ)
এক্সপার্ট- ২০০০ টাকা।
যদি আপনার শিখে কিছু করার ধৈর্য্য থাকে, আপনি নিজেই নুন্যতম খরচে (১৫০০-২০০০ টাকা) প্রফেশনাল একটি ব্লগ তৈরি করতে পারবেন।
ব্লগিংয়ে সবচেয়ে সুবিধাজনক ব্যপার হচ্ছে, এখানে আপনাকে সবকিছু শিখে শুরু করতে হবে এমন নয়। আপনি শুরু করার পর, লিখতে লিখতে শিখতে পারবেন। ধৈর্য্য ধারণ করে লেগে থাকলে সফলতা অবশ্যই আসবে।
৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৯
আবদুল আউয়াল রিপন বলেছেন: ধন্যবাদ
২| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এত সহজ নয়।
Search Engine Optimization এর জন্য যথেষ্ট খরচ করতে হয়।
৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১৭
আবদুল আউয়াল রিপন বলেছেন: সব সহজ হলেও এসইও এত সহজ নয় এটা ঠিক। বিশেষ করে এখনকার সময়ে। তবে খরচ করতে হয়না। অবশ্য অনেক টেকনিক্যাল আর ঠান্ডা মাথার মানুষই এটা রপ্ত করতে পারে।
৩| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:০০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার ব্লগে লিংক?
৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১৪
আবদুল আউয়াল রিপন বলেছেন: আমার ব্লগগুলো- https://www.bdclass.com/, https://eservicesbd.com/
৪| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমারতো মাথা খারাপ করে দিয়েছে, সাইলো কেউ যায় না।
সময় হলে দেখবেন
৫| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৮
হাসান মাহবুব বলেছেন: "বাংলাদেশেই এমন উদাহরণ অনেক আছে যে বাংলায় ব্লগিং করে ১ হাজার থেকে ৩ হাজার ইউএস ডলার আয় করছে।"
এমন কিছু ব্লগারের উদাহরণ দিতে পারবেন?
৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৪
আবদুল আউয়াল রিপন বলেছেন: আমার নিজের উদাহরণ তো আগেই দিতে হয়। আমার ১ টি সাইট থেকেই ১২০০-১৫০০ ডলার আয় হয়। https://eservicesbd.com/ অন্য সাইটগুলো বলার দরকার নেই আশা করি। তারপর, অন্য বাংলা ব্লগ বলতে আপাতত মনে পড়ছে https://banglatech24.com/ যাচাই করে দেখতে পারেন।
৬| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১০
সোনাগাজী বলেছেন:
আপনার সাইট কি আপনি করেছেন? কোন টেকনোলোজীতে?
৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৭
আবদুল আউয়াল রিপন বলেছেন: আমি মুলত এসইও প্রফেশনাল- প্রুফ দেখতে চাইলে গুগলে সার্চ করুন- হাই কম্পিটিশন কিওয়ার্ড “ট্রেনের টিকিট” প্রমাণ পাবেন- আমার ব্লগ ই নং ওয়ান
৭| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চাঁদগাজী সাহেবের প্রশ্নের উত্তর দেখার অপেক্ষায় আছি।
৮| ৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৩
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে ব্লগিং এ কোনো ক্যারিয়ার নাই।
৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৯
আবদুল আউয়াল রিপন বলেছেন: অনেকের জন্যই নাই। তবে সবার জন্য নয়।
৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৫
আবদুল আউয়াল রিপন বলেছেন: বাংলাদেশ থেকেই
৯| ৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
ধরুন,আগ্রহ,জ্ঞান সবই আছে। সাইট আয়ের পর্যায়ে যেতে কত খরচ হবে?
৩০ শে মার্চ, ২০২২ রাত ৮:২৫
আবদুল আউয়াল রিপন বলেছেন: প্রফেশনালি ব্লগিং করতে হলে নিজস্ব হোস্টিংয়ে সাইট সেটআপ করাই ভাল। যদি নিজেই ব্লগ সেটআপ করতে পারেন। তাহলে ১ বছরে খরচ হবে- ডোমেইন- ৮০০, মোটামুটি ভাল হোস্টিং ১৫০০ টাকা) মোট ২৩০০ টাকা। যদি কোন প্রফেশনালকে দিয়ে ব্লগ সেটআপ করলে আরো - ১৫০০/২০০০ বেশি খরচ হবে।
আশা করি, বেসিক কিছু এসইও নলেজ আর কিওয়ার্ড রিসার্চ করে ব্লগ লিখলে ১ বছর লাগবেনা আয় শুরু করতে।
ব্লগিং করার জন্য, পেইড থিম, পেইড কিওয়ার্ড বা এসইও টুল ব্যবহার করার দরকার নেই। তবে এগুলোতে কেউ ইনভেস্ট করলে করতে পারে।
১০| ৩০ শে মার্চ, ২০২২ রাত ৮:৩৮
জ্যাকেল বলেছেন: দারুণ উৎসাহ দিলেন তো!
১১| ৩০ শে মার্চ, ২০২২ রাত ৯:১৮
গরল বলেছেন: খুবই উৎসাহ ব্যাঞ্জক, আসলে বাংলাদেশে ইন্টারনেট ব্যাবহার কারী সংখ্যান কোটির উপর। অতএব আয় করাটা খুবই সম্ভব বাংলা ব্লগ দিয়ে। অনেক ছা্ত্র ছাত্রি আছে যারা অনেক টপিক সার্চ দিয়ে বাংলায় হয়ত কিছু পায় না তাদেরও উপকার হবে। অনেকেই হয়ত বাংলায় ইতিহাস জানতে চাি, ফটোগ্রাফি শিখতে চায় তাদেরও যেমন লাভ হবে, যিনি ব্লগ লিখেন তাদেরও আয় হবে। খুবই চমৎকার ও কাজের বিষয় নিয়ে পোষ্ট দিয়েছেন।
৩০ শে মার্চ, ২০২২ রাত ১০:২১
আবদুল আউয়াল রিপন বলেছেন: ঠিক বলেছেন। একটা সময় ছিল ২০১০-১৫ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী তেমন ছিলনা। তখন বাংলা কনটেন্টের মূল্য ছিলনা। কিন্তু ইংরেজির চেয়ে এখন বাংলায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ কম্পিটিশন অনেক কম বাংলায়। অতীত ধারণা নিয়ে অনেকেই বলে বাংলায় আয় করা যায় না। এটা সম্পূর্ণ ভুল। এখন বাংলা কনটেন্টে ভাল সিপিসি পাওয়া যাচ্ছে।
১২| ৩০ শে মার্চ, ২০২২ রাত ১০:০২
অধীতি বলেছেন: খুব ভালো লাগল। এটাই খুঁজতে ছিলাম।
৩০ শে মার্চ, ২০২২ রাত ১০:২৫
আবদুল আউয়াল রিপন বলেছেন: ধন্যবাদ। কেউ যদি শুরু করেন এ সংক্রান্ত যে কোন প্রশ্নের উত্তর ও পরামর্শ দিয়ে সবসময় সহযোগিতা করব ইনশাআল্লাহ।
১৩| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৪| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১:৩৩
ধূসর সন্ধ্যা বলেছেন: আপনার পোস্ট আশা ব্যঞ্জক ।
১৫| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ৮:০২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই না কি?
১৬| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৩
সোনাগাজী বলেছেন:
আপনার সাইট কি আপনি করেছেন, নাকি অন্য কেহ করেছে? কোন টেকনোলোজীতে?
৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫০
আবদুল আউয়াল রিপন বলেছেন: আমার সব সাইট আমি নিজেই করেছি। Front end development এ কিছুটা নলেজ আছে, আমার বর্তমানে ভাল আয় করছে এমন ২ টি সাইট আছে, একটি একাডেমিক শিক্ষা নিয়ে অন্যটি ইন্টারনেট ভিত্তিক টিপস নিয়ে। সাইটগুলোর সফলতার কারণ হচ্ছে, টেকনিক্যাল এসইও এবং মাইক্রো নিস আইডিয়া।
৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫১
আবদুল আউয়াল রিপন বলেছেন: আর হ্যা আমার সাইট গুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করা
১৭| ৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২০
প্রতিদিন বাংলা বলেছেন: ভালো পোস্ট ,তবে :-
শিরোনামে ভেবে ছিলাম আরো কিছু থাকবে
১৫০০-২০০০টাকায় নিজেই বানানো যায় না ,নুন্নতম ৮০০০-১০০০০ টাকা লাগবে। ধরি টাকাটা বিষয় নয় ,তার পরেও
সাধারণ একটি ব্লগ ,লিখা ও মানুষের নজরে আনা
অন্তত বছর খানিক লাগবে
৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৩
আবদুল আউয়াল রিপন বলেছেন: ২০০০ টাকায় নিজেই বানানো যায়। ডোমেইন আর হোস্টিং ছাড়া আর কি লাগে? আমি ২০১২ থেকেই জুমলা আর ওয়ার্ডপ্রেস এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি। এসব ব্যাপারে আমি ১০০% পরিস্কার বলেতে পারি, কি লাগে না লাগে। বলতে পারেন কিছু অতিরিক্ত সুবিধার জন্য পেইড কিছু প্লাগিন ব্যবহার করা যায়। সেটা করলে ৮/১০ হাজারে হবেনা। আরো বেশি লাগবে। তবে ব্লগিং শুরু করার জন্য প্রথম বছরে, ডোমেইন আর হোস্টিং এ ইনভেস্ট করলেই হয়।
৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৬
আবদুল আউয়াল রিপন বলেছেন: কিভাবে ১৫০০/২০০০ টাকাই ফুল প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ব্লগ সেটআপ করা যায়, সেটার ছবিসহ পোস্ট দিব ইনশাআল্লাহ
১৮| ৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৪
প্রতিদিন বাংলা বলেছেন: ডোমেইন
শেয়ার্ড হোস্টিং ২০ ডলারের কম হলে সাইট বিরক্তিকর হবে
এসএসএল না হলে নিরাপত্তা ঝুঁকি ,অনেক সার্চ ইঞ্জিন আলাও করেনা।
ফ্রি টেমপ্লেট ওয়েবমাস্টার প্রায় হিসাবেই রাখেন না
টুকটাক আরো। .....
[আমার ধারণা ভুল ও হতে পারে। ]
৩১ শে মার্চ, ২০২২ রাত ৮:০৩
আবদুল আউয়াল রিপন বলেছেন: অবশ্যই ভুল, আমি কম করে হলেও ক্লায়েন্টের জন্য ১০০র বেশি সাইট তৈরি করে দিয়েছি। আমার নিজস্ব অনেকগুলো সাইট চালাচ্ছি। বাংলাদেশের ভিজিটরের জন্য, বিডিআইএক্স (বাংলাদেশের ডাটা সেন্টার) হোস্টিং ক্লাউড হোস্টিংএর চেয়েও বেশি স্পিড। ওয়ার্ডপ্রেসের সবচেয়ে ফাস্টেস্ট লোডিং এবং পপুলার থিম, জেনারেটপ্রেস, আস্ট্রা, কেইডেন্স ফ্রি ভার্সন ই অনেক পেইড থিম থেকে বেটার। কোন ডেভেলপারকে জিজ্ঞেক করে আমার কথা মিলিয়ে নিবেন। তাছাড়া, ক্লাউডফ্লেয়ারের ফ্রি এসএসএল, ক্যাশিং, তো আছেই।
আর সার্চ ইঞ্জিন কি এলাও করে না করে সেটা আশা করি আমি অনেকের চেয়ে ভালই জানি। এটা কথায় না প্রমাণে হবে- ট্রেনের টিকিট লিখে গুগলে সার্চ দেন, প্রথম আলোর সাইট ও আমার পিছনে। আমিই নং ১। এরকম অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ড আছে, যেগুলোতে আমার সাইট হাই অথরিটি সাইটকে হারিয়ে নং ১ এ থাকে।
তবে ব্লগিং এবং এসইও আলাদা। এসইও ছাড়া ব্লগিংয়ে সফলতা অসম্ভব। এটা শিখতেই অনেক টাইম আর ধৈর্য লাগবে। তবে টাকা লাগবেনা। আমার টুকটাক ওয়েবমাস্টারি নলেজ আছে কিনা তার প্রমান যুক্ত করলাম ছবিতে।
১৯| ০১ লা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫১
প্রতিদিন বাংলা বলেছেন: যা বললেন ,তা বুঝতেই সাধারণের ৬ মাস লাগবে। তাহলেই ১৫০০-২০০০ টাকা ও সময়/মেধায় ওয়েব/ব্লগ এর সফলতার শুরু সম্ভব।
এখন
১৫০০-২০০০ নয় ,১০০০০(দশ হাজার ) টাকায় একটি ব্লগ বা ওয়েব গুগল বিডি রাঙ্কিংয়ে বা প্রথম পেজে এনে দেয়া কি সম্ভব ?
০২ রা এপ্রিল, ২০২২ রাত ১:৩০
আবদুল আউয়াল রিপন বলেছেন: এখনি মাত্র ১ মাসে নং ১ র্যাংকে আসা সম্ভব। প্রুফও দেখাতে পারি। কিন্তু এখন বুঝলাম এই লাইনে কিছু ভাল না জেনেও অনেক কিছু বুঝে ফেলেছেন। তাই আর প্রুফ দেখিয়ে কোন লাভ হবে না।
ভাল লিখতে পারলেই, কনটেন্ট রাইটার হওয়া যায়। ব্লগার হওয়া যায় না। ভাল লিখা প্লাস এসইও লাগবে। সেজন্যই অনেক ভাল লেখকরা আমার কাছে ৩/৪ শ টাকায় কনটেন্ট সেল করে আর আমি সেটা আমার ব্লগে পাবলিশ দিয়ে লাখ/লাখ আয় করি।
২০| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৩১
মোঃ ফারহান ইসলাম বলেছেন: লিখতে পারলে এবং এসইও জানলে ব্লগার হওয়া সম্ভবত। নিজেই কন্টেন্ট রাইটিং করে এবং এসইও করে আমার একটি সাইট https://banglayit.com এ মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রতিদিন ১.৫ হাজার ভিজিটর ড্রাইভ করতে সক্ষম হয়েছি। আরও এমন একটি সাইট আছে, https://nidcheck.com যেখানে প্রতিনিয়ত ভিজিটর বেড়েই চলেছে।
২১| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬
মোঃ সাকিব হাসান বলেছেন: ব্লগিং এবং এসইও জানলে সহজেই ঘরে বসে ইনকাম করা যায় এবং চাইলে ফাইভারে সার্ভিস দিয়ে ইনকাম করা যায়। ফাইভার কি না জানলে আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন।
২২| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬
মোঃ সাকিব হাসান বলেছেন: ব্লগিং এবং এসইও জানলে সহজেই ঘরে বসে ইনকাম করা যায় এবং চাইলে ফাইভারে সার্ভিস দিয়ে ইনকাম করা যায়। ফাইভার কি না জানলে আমাদের ওয়েবসাইট http://techbdtricks.com/what-is-fiverr/ ঘুরে আসতে পারেন।
২৩| ২৫ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
আকাশ ধদৎ বলেছেন: আমি একটি নতুন ব্লক শুরু করেছি এর নাম হল https://infoblogbn.com এটি একটি তথ্যবহুল ওয়েবসাইট আমি এখানে পথে নিয়ে তো বিভিন্ন ধরনের তথ্য বহন পোস্ট করে থাকি অল্প সময়ে খুব ভালো রেজাল্ট পাচ্ছি।
২৪| ২৫ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
আকাশ ধদৎ বলেছেন: আমি একটি নতুন ব্লক শুরু করেছি এর নাম হল https://infoblogbn.com এটি একটি তথ্যবহুল ওয়েবসাইট আমি এখানে পথে নিয়ে তো বিভিন্ন ধরনের তথ্য বহন পোস্ট করে থাকি অল্প সময়ে খুব ভালো রেজাল্ট পাচ্ছি।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৩
শামছুল ইসলাম বলেছেন: ওয়ালাইকুম সালাম।
প্রয়োজনীয় লেখা।