![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে থাকে তুরস্ক সরকার, turkiye Burslari Scholarshipশিক্ষার্থীর পড়াশোনার মান যেমন যুগোপযোগী হয়, তেমনি পাওয়া যায় তুরস্ক সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা।
বৃত্তির আওতায় সুযোগ-সুবিধা :
টিউশন ফিসহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচ বহন করা হয়। একোমোডেশন তথা থাকা সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে। আর খাবারের একটি বড় অংশ সরকার বহন করে বা ভর্তুকি দেয়। প্রথমবার যাওয়া ও পড়ালেখা শেষ করে দেশে ফেরার বিমান টিকেট। স্বাস্থ্যবিমা তথা বিনামূল্যে চিকিৎসাসেবা। মাসিক সম্মানি ভাতা অনার্সে প্রায় ২০ হাজার টাকা, মাস্টার্সে প্রায় ৩০ হাজার টাকা এবং পিএইচডিতে প্রায় ৪০ হাজার টাকা হারে প্রদান করা হয়।
আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র :
সব পরীক্ষার সার্টিফিকেট। সব পরীক্ষার মার্কশিট। পাসপোর্ট/ জন্মনিবন্ধনের ইংরেজিতে অনুবাদ করা কপি। আইএলটিএস বা ইংরেজি ভাষা শিক্ষার কোনো সার্টিফিকেট যদি থাকে তার কপি। এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট যদি থাকে তবে তার কপি। দুটিটি রেফারেন্স লেটার। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপক হলে ভালো হয়।
আবেদন করতে মৌলিক কিছু শর্ত :
তুরস্কের নাগরিক হতে পারবে না। আবেদন করার সময় তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া যাবে না। উচ্চমাধ্যমিক ডিগ্রিধারী হলেই অনার্স পর্যায়ের জন্য আবেদন করতে পারবেন। অনার্স পর্যায়ের জন্য আবেদন করতে হলে প্রার্থীর ২১ বছরের নিচে বয়স হতে হবে। মাস্টার্স প্রোগ্রামের জন্য ৩০ বছরের নিচে হতে হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য ৩৫ বছরের নিচে হতে হবে। যে পর্যায়ের জন্য আবেদন করবেন প্রার্থী তার বিগত অর্জনকৃত ডিগ্রিগুলোর মোট ৭৫% নাম্বার থাকতে হবে। আর প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
স্কলারশিপের ক্যাটাগরি :
অনার্স, মাস্টার্স, এমফিল ও পিএইচডি ক্যাটাগরিতে স্কলারশিপ দেওয়া হয়
সময়কাল :
স্নাতক : এক বছরের তুরস্ক ভাষার কোর্স + ৪, ৫ অথবা ৬ বছরের ব্যাচেলর কোর্স (বিশ্ববিদ্যালয়ে যত দিন)। মাস্টার্স : এক বছরের তুরস্ক ভাষার কোর্স + দুই বছরের মাস্টার্স কোর্স। পিএইচডি : এক বছরের তুরস্ক ভাষার কোর্স + চার বছরের পিএইচডি কোর্স।
বিস্তারিত জানতে এই লিংক ভিজিট করুন তুরস্ক স্কলারশিপ
©somewhere in net ltd.