নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লিখার জন্যই আমি নন্দিত। আবার হয়ত কারো কাছে নিন্দিত!

আব্দুল্লাহ রিফাত

লিখালিখি করতে ভালো লাগে।

আব্দুল্লাহ রিফাত › বিস্তারিত পোস্টঃ

নতুন উদ্দোক্তা তৈরী অতঃপর দেশের অগ্রযাত্রা

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪

বাংলাদেশ এমন একটি সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে যেখানে ছেলে মেয়ে হলেই বাবা মা স্বপ্ন দেখে তাদের ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে ইত্যাদি ইত্যাদি।সে লক্ষ্য মাথায় নিয়ে ছেলে মেয়ে দের প্রস্তুত করার চেস্টা করে বাবা মা।সন্তানও তাদের পিতা মাতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে অপ্রাণ চেস্টা করে। এক সময় তারা ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় তারপর দেশের বাহিরে চলে যায় বড় বড় চাকুরী করার জন্যে।আর অযুহাত দেখায় দেশে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরীর কর্মস্থল নাই তাই তারা দেশের বাহিরে চলে যাচ্ছে।

এবার চিন্তা করুন এই যে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য বড় বড় ডিগ্রী নিয়ে বাংলাদেশের ছেলে মেয়েরা বিদেশে চলে যাচ্ছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে কে??
একটু চিন্তা করলেই উত্তরটি পেয়ে যাবেন।উত্তরটি হবে আমাদের এই অভাগা দেশ।যেসকল ছেলে মেয়ে শিক্ষাজীবন শেষ করে উন্নত চাকরীর জন্যে দেশের বাহিরে চলে যাচ্ছে তাদের পিছনেই সরকার কোটি কোটি টাকা খরচ করেছে।কিন্তু এর বিনিময়ে ওই সব বড় বড় ডিগ্রী নেওয়া ছেলে মেয়েরা দেশের বাহিরে যেয়ে ওই সব দেশের উন্নয়নের জন্যে কাজ করে যাচ্ছে।শুধু মাঝখান থেকে অভাগা দেশটি তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করেও বিনিময়ে কিছুই পাচ্ছে না।

এতক্ষণ ত আলোচনা করলাম মুদ্রার এক পিঠ নিয়ে এবার আলোচনা করব মুদ্রার অন্য পিঠ নিয়ে।যে সকল ছেলে মেয়ে বড় বড় ডিগ্রী নিয়ে দেশের বাহিরে যাচ্ছে চাকুরী করার জন্যে তারা যদি তাদের যোগ্যতা অনুযায়ী চাকুরী দেশেই পেয়ে যেত তাহলে কি তারা দেশের বাহিরে চলে যেত??
না কখনই না।কারণ,তাদের পরিবার সংসার সব দেশে থাকার পরো তারা বিদেশে যাচ্ছে শুধু উন্নত চাকরীর জন্যে।দেশে যদি তারা তাদেএ যোগ্যতা অনুযায়ী চাকুরীর সুবিধা পেত তাহলে পরিবার সংসার ছেড়ে তারা কখনই দেসগের বাহিরে চলে যেত না।

এবার আসুন আসল কথায় আসি..
দেশে কেন উন্নত চাকরীর সুবিধা নেই?
কেনই বা থাকিবে বলেন,সব বাবা মা ত সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় বড় অফিসার বানাতে চায়।মানে লেখাপড়া করে সব মেধাবীরাই চাকুরীর জন্যে অপেক্ষা করে।কিন্তু একবারো ভাবে না যে,সবাই যদি চাকরী খোজে তাহলে চাকরীটা দিবে কে?এটা কেও ভাবে না।

আর এই কারণে দেশের উন্নতি হচ্ছে না।মেধাবী ছেলে মেয়েরা যদি তাদের মেধাটকে কাজে লাগিয়ে বড় বড় উদ্দোক্তা হতে পারত তাহলে তারা নিজেরা আরো বড় কিছু হতে পারত এবং হাজার হাজার মানুষকে কর্মসস্থানের ব্যবস্থা করে দিতে পারত।দেশে কোন বেকার থাকত না আর বড় বড় ডিগ্রী ধারীরাও দেশে উন্নত চাকরী করতে পারত।

তো দেশের উন্নয়ন করতে চাইলে আমাদের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন আনতে হবে। শুধু চাকরীর জন্যে অপেক্ষা না করে উদ্দোক্তা হতে হবে।তবেই আমাদের দেশের সত্যিকারের উন্নয়ন হয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.