নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লিখার জন্যই আমি নন্দিত। আবার হয়ত কারো কাছে নিন্দিত!

আব্দুল্লাহ রিফাত

লিখালিখি করতে ভালো লাগে।

আব্দুল্লাহ রিফাত › বিস্তারিত পোস্টঃ

জিম্বাবুয়ে সেই পুরানো টাইগারদের কাছে হারে নি হেরেছে সেই পুরানো টাইগারদের নতুন আত্মবিশ্বাসের কাছে!

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

জিম্বাবুয়ে আজ যে ক্রিকেট খেলেছে এটা হচ্ছে ঠিক এক দেড় বছর আগের বাংলাদেশের খেলা। আর বাংলাদেশ যেটা খেলল সেটা হল বাংলাদেশ ক্রিকেট দলের ২০১৫ এডিশনের নবজাগরণের চলমান প্রবাহধারা। একসময় আমরা সম্মানজনক পরাজয়ের জন্য ক্রিকেট খেলতাম, আর এখন ক্রিকেট দুনিয়ার রথী মহারথীরা চরম অসম্মান বুকে নিয়ে বাংলাদেশ থেকে দেশে ফেরত যায়। অনেকে আবার ভয় পেয়ে ফালতু অজুহাত দেখিয়ে সফর বাতিলও করে।

একশর কাছাকাছি রানে চার উইকেট হারিয়েও যে রানের চাকাটাকে ২৭৩ এ নিয়ে যাওয়া যায়, প্রায় দেড়শ রানের একটা জুটি করে প্রতিপক্ষের আক্রমণকে পাল্টা আক্রমণ হিসেবে ফেরত দেয়া যায়, এহেন পরিস্থিতিতেও বলে বলে রান করে সেঞ্চুরি হাঁকানো যায়, রান করতে না পারার যন্ত্রণা যে বোলিং দিয়ে পুষিয়ে নেয়া যায় এর সবকিছুই আপনাকে ২০১৫ সালের এই নতুন সংস্করনের বাংলাদেশ ক্রিকেট দলের কাছে শিখতে হবে। ক্রিকেট খেলাটা গায়ের জোরের খেলা না, এটা মনের জোরের খেলা। আত্মবিশ্বাসের খেলা। জেতাটা অভ্যাসে পরিনত হলেই অটোমেটিক আত্মবিশ্বাস বহুগুনে বেড়ে যায়।

আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হল টীম এফোর্ট। সবদিন সবার সমান যায়না। কিন্তু যার যেটুকু সাধ্য আছে সে অনুযায়ী নিজেরটা নিংড়ে দিলেই ইন্ডিভিজুয়াল এফোর্টগুলো টীম এফোর্টে পরিণত হয়। শুধু ক্রিকেট না, যেকোনো ধরনের খেলা বলুন- রাষ্ট্রীয় কিংবা সামাজিক উন্নয়ন বলুন টীম এফোর্টের কোন বিকল্প নেই।

ওয়েল প্লেইড জিম্বাবুয়ে। বেটার লাক ফর নেক্সট ম্যাচ। তোমরা সেই পুরনো বাংলাদেশ দলের কাছে পরাজিত হওনাই, হেরেছ টাইগারদের আত্মবিশ্বাসের কাছে।

পুনশ্চঃ আহারে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই টীম এফোর্ট যদি সমগ্র জাতির(বিশেষ করে নেতাদের) রন্ধ্রে প্রবাহিত করানো যেত!!!

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

গেম চেঞ্জার বলেছেন: ভাল বলেছেন।

২| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: আত্মবিশ্বাসে বলীয়ান বাংলাদেশ ক্রিকেট।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১১

মুহাম্মদ গোলাম কিবরিয়া বলেছেন: Bangladesh is now a matured world class team.

৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৬

সায়েম রুমী বলেছেন: এখন ক্রিকেট দুনিয়ার রথী মহারথীরা চরম অসম্মান বুকে নিয়ে বাংলাদেশ থেকে দেশে ফেরত যায়!!!!!!!!!!!!
ক্রিকেট বিশ্বে এখন নতুন পরাশক্তির নাম বাংলাদেশ।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫১

রক্তিম দিগন্ত বলেছেন: বাংলাদেশ একদেড় বছর মানে ২০১৪ তে গতকালের খেলা জিম্বাবুয়ের খেলা খেলতো? /:) আপনি খেলা দেখে কথাটা বলেছেন?

২০১৪ তে কোন খেলাটায় বাংলাদেশ অসহায় ভাবে হেরেছিল?
৮০% খেলায় জিততে হেরে গেছে।

উদাহরণ দিব?
ঠিক দেড় বছর আগে - শ্রীলঙ্কার সাথে প্রথম টিটুয়েন্টি ২ রানে হেরেছিল।
দ্বিতীয়টি হেরেছিল ঠিক শেষ বলে গিয়ে।

পাকিস্তানের সাথে ওয়ানডেটাও শেষ ওভারেই হেরেছিল। এছাড়া অন্যান্য সব ম্যাচও এভাবেই ক্লোজ ফাইট দিয়ে হেরেছিল।

আর সেখানে আজ আত্নসমর্পণ করা জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের তুলনা করলেন?

আপনার পোষ্টের প্রথম লাইনই আমার অপছন্দের। পুরো পোষ্টটি আমি বর্জন করলাম।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৪

আব্দুল্লাহ রিফাত বলেছেন: রক্তিম দিগন্ত: আমার চিন্তাধারার সাথে ত আর আপনার চিন্তাধারা মিলবে না।যদি একেবারেই মিলত তাহলে আপনি আর আমার মধ্যে কোন তফাত থাকত না।
তবে আমার চিন্তাধারার পক্ষে অনেকেই মত দিয়েছেন।আপনি প্রথম বিরোধীতা করলেন।ধন্যবাদ

৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

অগ্নি সারথি বলেছেন: আহারে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই টীম এফোর্ট যদি সমগ্র জাতির(বিশেষ করে নেতাদের) রন্ধ্রে প্রবাহিত করানো যেত!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.