নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবটুক আশা সফল হয় কি

মালেক বিশ্বাস

জীবনের সন্ধানে মানুষের কল্যাণে এগিয়ে চলো

মালেক বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

আজ আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে গেল

০২ রা মে, ২০১৩ রাত ১১:২২

সাভারে যে ক্ষতি হয়ে গেল তা আমাদের কাছে আজীবন মনে হয় কখনো বোলার নয়। বাংলার মানুষ চাই দেশের শান্তি কিন্তু এ দেশের কিছু লোভি মানুষ আছে যারা কখনো আমাদের দেশের কথা না ভেবে শুধু তাদের স্বার্থ্ কথা ভেবে যাচ্ছেন এদের মধ্যে একজন সাভারের ট্রাজিডি সোহেল রানার নাম অনত্যম। সাভারের রানা প্লাজা ফাটল ধরার পর সাভার পৌরসভার প্রকৌশলী রানা প্লাজা দেখার পর তিনি বলেছেন যে এই ভবন ঝুকিপূর্ণ । তবু এই ভবনের মালিক রানা ও তা ভবনের গার্মেন্সের মালিক অসহায় নিরহ মানুষদের এই ভবনে উঠতে বার্ধ করে এবং শ্রমিকদের উপর লাঠি র্চাজ করে।সোহেল রানা এই ভবনের ফাটল জানা শর্তেও সে কিভাবে এই কাজ করতে পারল না আমাদের জানা নাই। শুধু বলতে পারি তার মতো এতো বর পাষাণ মানুষ নাই । আজ তার কারণে হাজার হাজার মানুষ জীবন বিধ্বস্ত হয়ে গেল । কেউ তার বাবাকে কেউ তার মাকে কেউবা তার ভাইবোনকে হারাল। আজ বিভিন্ন সংঘঠনের সহায়তায় হয়তো কিছু মানুষ তার প্রাণ ভিক্ষা পেয়েছে। কিন্তু এখনো কত প্রাণ ঐ ভবনের তুপ থেখে বের হবে তা আমাদের জানা নেই। সেনা বাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসের সহয়তায় কিছু মানুষকে বাচানো গেলও এখনো কোনো সুত্রে জানা যায় নি যে এই ভবনের নিচে কোনো মানুষ নেই । আমরা চাই যদি কোনো মানুষ বেচে না থাকে তবু বলবো যে এখনো কিছু লাশ পাওয়া যেতে পারে । সরকারের কাছে আমাদের দাবি যে যারা এই রানা প্লাজায় কাজ করেছে তাদের যেন চিকিৎসার অসুবিধা না হয়। তাদের যত্ন করে ভাল করে সকলকে যেন বেচে থাকার জন্য কর্ম করে দেওয়া হয় এই অমাদের বাংলাদেশের ১৬ কোটি মানুষের দাবি। আমি আশা করবো সরকার তাদরে জন্য এ ব্যবস্থা করে দেবেন। আমি সাভারের রানা প্লাজায় বেচে যাওয়া সকল শ্রমিকদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ তায়ালা য়েন তাদের খুব তারা তারি ভাল করে দেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.